NotesGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন ধাতুর আকরিক তালিকা । List of Important Metals and their Ores

List of Important Metals and their Ores

বিভিন্ন ধাতুর আকরিক তালিকা । List of Important Metals and their Ores

বন্ধুরা, দেওয়া রইলো বিভিন্ন ধরুন গুরুত্বপূর্ণ কিছু আকরিকের নাম ও সংকেত । তবে সেই তালিকাতে যাওয়ার আগে একটু দেখে নেওয়া যাক খনিজ ও আকরিক কাকে বলে । খনিজ ( Mineral ) : প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যৌগসমূহ বিভিন্ন অশুদ্ধির সঙ্গে যুক্ত অবস্থায় পাওয়া পাথর বা শিলারূপে ভূগর্ভস্থ খনি বা ভূপৃষ্ঠের ওপরে সঞ্চিত থাকে। স্বাভাবিক ভাবে প্রাপ্ত এই সমস্ত প্রাকৃতিক ধাতব যৌগগুলিকেই সেই ধাতুর খনিজ বলা হয়।

যেমন – আইরনের একটি খনিজ হলো আয়রন পাইরাইটিস।

আকরিক কাকে বলে ?

আকরিক (Ore ) : যে সমস্ত প্রকৃতিজাত যৌগ অর্থাৎ খনিজ পদার্থ থেকে সহজ পদ্ধতিতে এবং স্বল্পব্যয়ে উচ্ছ গুনমান সম্পন্ন ধাতু নিষ্কাশন করা সম্ভব, তাদের আকরিক বলে।

যেমন – বক্সাইট হলো এলুমিনিয়ামের একটি আকরিক ।

বিভিন্ন ধাতুর প্রধান আকরিকের তালিকা

লোহা ( Fe )

লোহার আকরিক তালিকা নিচে দেওয়া রইলো ।

  • রেড হেমাটাইট – Fe3O4
  • ম্যাগনেটাইট – Fe2O3
  • ব্রাউন হিমাটাইট – 2Fe2O3.3H2O
  • সিডারাইট বা স্প্যাথিক আইরন – FeCO3

আইরন পাইরাইটিস (FeS)প্রকৃতিতে সালফাইড রূপে অবস্থান করে। এটি লোহার খনিজ হলেও আকরিক নয় ।

তামা (Cu )

তামার আকরিক তালিকা নিচে দেওয়া রইলো ।

  • কপার গ্ল্যান্স বা চালকোসাইট – Cu2S
  • কিউপ্রাইট – Cu2O
  • অ্যাজুরাইট – 2CuCO3.Cu(OH)2
  • ম্যালাকাইট – CuCO3.Cu(OH)2
  • কপার পাইরাইটিস বা চালকোপাইরাইটিস – .Cu2S.Fe2S3

জিংক (Zn )

জিঙ্কের আকরিক তালিকা নিচে দেওয়া রইলো ।

  • জিংক ব্লেন্ড – ZnS
  • ক্যালামাইন – ZnCO3
  • জিংকাইট – ZnO
  • উলেমাইট – Zn2SiO4

অ্যালুমিনিয়াম (Al )

এলুমিনিয়ামের আকরিক তালিকা নিচে দেওয়া রইলো ।

  • বক্সাইট – Al2O3.2H2O
  • গিবসাইট – Al2O3.3H2O
  • ডায়াস্পোর – Al2O3.H2O
  • কোরান্ডাম – Al2O3
  • ক্রায়োলাইট – AlF3.3NaF
  • অ্যালুনাইট – K2SO4.Al2(SO4)3.4Al(OH)3
  • স্পাইনেল – MgAl2O4

কেওলিন বা চিনামাটি বা চাইনা ক্লে (Al2O3.2SiO2.2H2O ) এবং ফেল্সপার (K2O.Al2O3.6SiO2 ) প্রকৃতিতে সিলিকেট রূপে অবস্থান করে। এগুলি অ্যালুমিনিয়াম এর খনিজ হলেও আকরিক নয়

ম্যাগনেসিয়াম ( Mg )

ম্যাগনেসিয়ামের আকরিক তালিকা নিচে দেওয়া রইলো ।

  • মাগনেসাইট – MgCO3
  • ডোলোমাইট – MgCO3.CaCO3
  • এপসম সল্ট – MgSO4.7H2O
  • কিজেরাইট – MgSO4.H2O
  • কার্নালাইট – KCl.MgCl2.6H2O

ক্যালসিয়াম (Ca )

ক্যালসিয়ামের আকরিক তালিকা নিচে দেওয়া রইলো ।

  • ডোলোমাইট – MgCO3.CaCO3
  • ক্যালসাইট – CaCO3
  • জিপসাম – CaSO4.2H2O
  • ফ্লুওস্পার – CaF2
  • আসবেস্টস – CaSiO3.MgSiO3

পটাসিয়াম (K )

পটাসিয়ামের আকরিক তালিকা নিচে দেওয়া রইলো ।

  • সল্ট পিটার ( নাইটার ) – KNO3
  • কার্নালাইট – KCl.MgCl2.6H2O

সোডিয়াম (Na )

সোডিয়ামের আকরিক তালিকা নিচে দেওয়া রইলো ।

  • চিলি সল্টপিটার – NaNO3
  • ট্রোনা – NaNO3.2NaHCO3.3H2O
  • বোরাক্স – Na2B4O7.10H2O
  • কমন সল্ট – NaCl

স্ট্রনসিয়াম (Sr ) 

স্ট্রনসিয়াম এর আকরিক তালিকা নিচে দেওয়া রইলো ।

  • স্ট্রনসিয়ানাইট – SrCO3
  • সিলেস্টাইন – SrSO4

সিলভার (Ag )

সিলভারের আকরিক তালিকা নিচে দেওয়া রইলো ।

  • রুবি সিলভার – 3Ag2S.Sb2S3
  • হর্ন সিলভার – AgCl

গোল্ড (Au )

সোনার আকরিক তালিকা নিচে দেওয়া রইলো ।

  • ক্যালভেরাইট – AuTe2
  • সিলভানাইটস – [(Ag,Au)Te2]

ম্যাঙ্গানিজ (Mn )

ম্যাঙ্গানিজের আকরিক তালিকা নিচে দেওয়া রইলো ।

  • পাইরোলুসাইট – MnO2
  • ম্যাগনাইট – Mn2O3.2H2O

ইউরেনিয়াম (U )

  • কারনেটাইট – K(UO)2.VO4.3H2O
  • পিচ ব্লেন্ড – U3O8

অন্যান্য 

বেরিয়াম (Ba ) ➟  বেরাইটস  – BaSO4

মার্কারি (Hg ) ➟ সিন্নাবার – HgS

টিন (Sn ) ➟ ক্যাসেটেরাইট – SnO2

সীসা (Pb ) ➟ গ্যালেনা (PbS )

আন্টিমনি (Sb ) ➟ Sb2S3

ক্যাডমিয়াম (Cd ) ➟ CdS

বিসমাথ (Bi ) ➟ Bi2S3

কোবাল্ট (Co ) ➟ CoAsS2

নিকেল (Ni ) ➟ মিলারাইট – NiS

Mock Test

টপিকটি পড়া হয়ে গেলে তোমরা এই টপিকের ওপরে আমাদের মক টেস্টটি দিতে পারো Click Here

Download Section

  • File Name :  বিভিন্ন ধাতুর আকরিক
  • File Size :  130 KB
  • No. of Pages : 03
  • language : Bengali
  • Subject : Science

আরও দেখে নাও :

ক্যালামাইন কার আকরিক ?

ক্যালামাইন জিঙ্কের আকরিক।

বক্সাইট কোন ধাতুর আকরিক ?

বক্সাইট অ্যালুমিনিয়াম এর আকরিক।

গ্যালেনা কোন ধাতুর আকরিক ?

গ্যালেনা সিসার আকরিক

হেমাটাইট কোন ধাতুর আকরিক ?

হেমাটাইট লোহার আকরিক

জিপসাম কোন ধাতুর আকরিক ?

জিপসাম ক্যালসিয়াম এর আকরিক।

চেলকোপাইরাইট কোন ধাতুর আকরিক ?

চেলকোপাইরাইট তামার আকরিক।

ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক ?

ক্রায়োলাইট অ্যালুমিনিয়াম এর আকরিক।

Covered Topics : বিভিন্ন ধাতুর আকরিকের নামের তালিকা PDF, বিভিন্ন ধাতুর আকরিকের নাম, হেমাটাইট যে ধাতুর আকরিক তার নাম কি, আকরিক (Minerals) ও খনিজ(Ore) , ধাতু বা খনিজের আকরিকের নামের তালিকা

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button