Current TopicsCurrent AffairsMixed
ইংল্যান্ডকে কে টাই ব্রেকারে হারিয়ে ইউরো ২০২০ জিতল ইতালি
Italy beats England 3-2 on penalties to win Euro 2020
ইংল্যান্ডকে কে টাই ব্রেকারে হারিয়ে ইউরো ২০২০ জিতল ইতালি।
ইংল্যান্ডকে কে টাই ব্রেকারে হারিয়ে ইউরো ২০২০ জিতল ইতালি। খেলার ২ মিনিটের মাথায় লিউক শ এর গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে ইতালিকে সমতায় ফেরান ডিফেন্ডার লেওনার্দো বোনুচ্চি। এরপর কোনো দল গোল করতে পারেনি।খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও কোনও ফলাফল না হওয়ায় ম্যাচের ফলাফল নির্ধারিত হয় পেনাল্টি শুট-আউটে। ইতালির গোল রক্ষক জিয়ানলুইজি ডোন্নারুম্মা এর দুর্দান্ত গোল সেভের দরুন টাই ব্রেকারে ৩-২ গোলে জিতে ইউরো ২০২১ চ্যাম্পিয়ন হয় রোবের্তো মানচিনি এর দল।
দেওয়া রইলো ইউরো কাপ ২০২০(২০২১) সম্পর্কিত কিছু তথ্য।
অফিসিয়াল নাম : UEFA European Football Championship 2020
প্রতিযোগী দেশঃ ২৪
আয়োজক দেশঃ ১১ টি। স্পেন,ইতালি,ইংল্যান্ড,আজারবাইজান ,ডেনমার্ক,রাশিয়া,নেদারল্যান্ডস,রোমানিয়া,জার্মানি,হাঙ্গেরি,স্কটল্যান্ড।
অফিসিয়াল ম্যাচ বল : “Uniforia(Adidas )”
ম্যাসকট : “Skillzy”
অফিসিয়াল গান : “We Are the People”
ম্যাসকট : “Skillzy”
অফিসিয়াল গান : “We Are the People”
- বিজয়ী দল : ইতালি।
- রানার্স আপ : ইংল্যান্ড।
- সেরা খেলোয়াড় (PLAYER OF THE TOURNAMENT) : জিয়ানলুইজি ডোন্নারুম্মা
- সর্বোচ্চ গোলদাতা (Top Scorer): ক্রিস্টিয়ানো রোনাল্ডো , প্যাট্রিক শিক (৫)
- গোল্ডেন বুট (Golden Boot): ক্রিস্তিয়ানো রোনাল্ডো (৫ গোল, ১ অ্যাসিস্ট)
- ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ (Man of the Match in Final) : লেওনার্দো বোনুচ্চি।
১৯৬৮ সালের পর প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নিল ইতালি ।
ইউরো কাপ সম্পর্কিত কিছু তথ্য :
- ১৯৬০ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা প্রতি ৪ বছর অন্তর অনুষ্ঠিত হয়।
- প্রথম ইউরো কাপ অনুষ্ঠিত হয় : ১৯৬০ সালে ।
- প্রথম ইউরো কাপ অনুষ্ঠিত যে দেশে :ফ্রান্স ।
- প্রথম ইউরো কাপে চ্যাম্পিয়ন হয় : সোভিয়েত ইউনিয়ন ।
- পরবর্তী ইউরো কাপ অনুষ্ঠিত হবে : ২০২৪ সালে ।
- ২০২১ ইউরো কাপ ফাইনাল খেলা হল : ওয়েম্বলি স্টেডিয়ামে (ইংল্যান্ড) ।
- সর্বাধিক ইউরো কাপ জয়ী দল : জার্মানি ও স্পেন (৩ বার) ।
আরও দেখে নাও :
- ব্রাজিল কে ১-০ গোলে হারিয়ে ২০২১ কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা
- চ্যাম্পিয়নস লিগ(Champions League) চ্যাম্পিয়ন হল চেলসি
- একঝলকে নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভা – বাংলা থেকে ৪ জন – সম্পূর্ণ তালিকা
- প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার
- একসাথে অনেকগুলি রাজ্যের রাজ্যপাল বদল
- স্টুডেন্ট ক্রেডিট কার্ড – Student Credit Card Application Procedure
- টেস্ট ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
- মিলখা সিং কুইজ – জানা অজানা তথ্য
To check our latest Posts - Click Here