Current TopicsCurrent AffairsMixed

ইংল্যান্ডকে কে টাই ব্রেকারে হারিয়ে ইউরো ২০২০ জিতল ইতালি

Italy beats England 3-2 on penalties to win Euro 2020

Rate this post

ইংল্যান্ডকে কে টাই ব্রেকারে হারিয়ে ইউরো ২০২০ জিতল ইতালি।

ইংল্যান্ডকে কে টাই ব্রেকারে হারিয়ে ইউরো ২০২০ জিতল ইতালি। খেলার ২ মিনিটের মাথায়  লিউক শ এর গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে ইতালিকে সমতায় ফেরান ডিফেন্ডার লেওনার্দো বোনুচ্চি। এরপর  কোনো দল গোল করতে পারেনি।খেলা গড়ায়  অতিরিক্ত সময়ে, সেখানেও কোনও ফলাফল না হওয়ায় ম্যাচের ফলাফল নির্ধারিত হয় পেনাল্টি শুট-আউটে। ইতালির গোল রক্ষক জিয়ানলুইজি ডোন্নারুম্মা এর দুর্দান্ত গোল সেভের দরুন  টাই ব্রেকারে ৩-২ গোলে জিতে ইউরো ২০২১ চ্যাম্পিয়ন হয় রোবের্তো মানচিনি এর দল।

দেওয়া রইলো ইউরো কাপ ২০২০(২০২১) সম্পর্কিত কিছু তথ্য।

অফিসিয়াল নাম : UEFA European Football Championship 2020

20210711 234312
Euro Cup 2020

প্রতিযোগী দেশঃ ২৪
আয়োজক দেশঃ ১১ টি।  স্পেন,ইতালি,ইংল্যান্ড,আজারবাইজান ,ডেনমার্ক,রাশিয়া,নেদারল্যান্ডস,রোমানিয়া,জার্মানি,হাঙ্গেরি,স্কটল্যান্ড।

অফিসিয়াল ম্যাচ বল : “Uniforia(Adidas )”
ম্যাসকট : “Skillzy”
অফিসিয়াল গান : “We Are the People”
  • বিজয়ী দল : ইতালি।
  • রানার্স আপ : ইংল্যান্ড।
  • সেরা খেলোয়াড় (PLAYER OF THE TOURNAMENT) : জিয়ানলুইজি ডোন্নারুম্মা
  • সর্বোচ্চ গোলদাতা (Top Scorer): ক্রিস্টিয়ানো রোনাল্ডো , প্যাট্রিক শিক (৫)
  • গোল্ডেন বুট (Golden Boot): ক্রিস্তিয়ানো রোনাল্ডো (৫ গোল, ১ অ্যাসিস্ট)
  • ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ (Man of the Match in Final) : লেওনার্দো বোনুচ্চি।
১৯৬৮ সালের পর প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নিল ইতালি ।
ইউরো কাপ চ্যাম্পিয়ন ইতালি
গোল করে বোনুচ্চির উচ্ছাস। ছবি -উয়েফা

ইউরো কাপ  সম্পর্কিত কিছু তথ্য :

  • ১৯৬০ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা প্রতি ৪ বছর অন্তর অনুষ্ঠিত হয়।
  • প্রথম ইউরো কাপ অনুষ্ঠিত হয় : ১৯৬০ সালে ।
  • প্রথম ইউরো কাপ অনুষ্ঠিত যে দেশে :ফ্রান্স  ।
  • প্রথম ইউরো কাপে চ্যাম্পিয়ন হয় : সোভিয়েত ইউনিয়ন ।
  • পরবর্তী ইউরো কাপ অনুষ্ঠিত হবে : ২০২৪ সালে ।
  • ২০২১ ইউরো কাপ ফাইনাল খেলা হল : ওয়েম্বলি স্টেডিয়ামে (ইংল্যান্ড)  ।
  • সর্বাধিক ইউরো কাপ  জয়ী দল : জার্মানি ও স্পেন (৩ বার) ।

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali