Daily Current Affairs in BengaliCurrent Affairs

29th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

29th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৯শে নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 28th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. পররাষ্ট্র সচিব হিসেবে কার মেয়াদ ৩০শে এপ্রিল ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে?

(A) কিশোর কুমার বাসা
(B) বিনয় মোহন কোয়াত্রা
(C) শঙ্করসুব্রহ্মণ্যন কে
(D) সঞ্জীব চোপড়া

উত্তর
(B) বিনয় মোহন কোয়াত্রা

  • বিদেশ সচিব হিসেবে বিনয় মোহন কোয়াত্রার মেয়াদ বাড়িয়েছে সরকার।
  • তিনি ভারতের ৩৪ তম পররাষ্ট্র সচিব হিসাবে ২০২২ সালের মে মাসে দায়িত্ব নিয়েছিলেন।

২. ভারত কোন দেশের সাথে “হারিমাও শক্তি” অনুশীলন পরিচালনা করে?

(A) অস্ট্রেলিয়া
(B) মালয়েশিয়া
(C) আমেরিকা
(D) জাপান

উত্তর
(B) মালয়েশিয়া

  • ভারত-মালয়েশিয়ার যৌথ সামরিক মহড়া “হারিমাও শক্তি -২০২২” ২৮শে নভেম্বর মালয়েশিয়ায় শুরু হয়েছে।
  • এটি ১২ই ডিসেম্বর ২০২২-এ শেষ হবে।
  • হারিমাও শক্তি অনুশীলন হল ভারতীয় এবং মালয়েশিয়ান সেনাবাহিনীর মধ্যে একটি বার্ষিক প্রশিক্ষণ অনুষ্ঠান যা ২০১২ সাল থেকে পরিচালিত হচ্ছে।

৩. গোয়ার কোন সমুদ্র সৈকতে ‘Clean-a-thon’-এর আয়োজন করা হয়েছিল?

(A) অশ্বেম সৈকত
(B) মিরামার সৈকত
(C) আগোন্ডা সৈকত
(D) মর্জিম সৈকত

উত্তর
(B) মিরামার সৈকত

  • ২৮শে নভেম্বর ২০২২-এ গোয়ার ‘মীরামার বিচ’-এ ‘ক্লিন-এ-থনের’ আয়োজন করা হয়েছিল।
  • সমুদ্র সৈকতের চারপাশ পরিষ্কার রাখার উদ্দেশ্যে এই কর্মসূচি আয়োজিত হয়েছিল।

৪. বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিম্নোক্ত কোন জেলায় ‘হর ঘর গঙ্গাজল’ প্রকল্প চালু করেছেন?

(A) পাটনা
(B) গয়া
(C) রাজগীর
(D) বোধগয়া

উত্তর
(C) রাজগীর

  • বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ২৭শে নভেম্বর ২০২২-এ রাজগীরে হর ঘর গঙ্গাজল প্রকল্প চালু করেছেন।
  • রাজ্যের শুকনো এলাকায় ট্যাপে গঙ্গার জল সরবরাহ করা এটি একটি উদ্যোগ।
  • এই প্রকল্পটি বর্ষা মৌসুমে গঙ্গার অতিরিক্ত জল সংগ্রহ করতেও সাহায্য করবে।
  • হর ঘর গঙ্গাজল হল বিহার সরকারের ‘জল, জীবন, হরিয়ালি’ প্রকল্পের অংশ।

৫. ‘ফিলিস্তিন সংহতি দিবস’ কবে পালিত হয়?

(A) ২৭শে নভেম্বর
(B) ২৫শে নভেম্বর
(C) ৩০শে নভেম্বর
(D) ২৯শে নভেম্বর

উত্তর
(D) ২৯শে নভেম্বর

  • প্রতি বছর ২৯শে নভেম্বর ফিলিস্তিনি সংহতি দিবস পালন করা হয়।
  • ১৯৪৭ সালের একই তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন বিভক্তির প্রস্তাব গৃহীত হয়।

৬. সম্প্রতি জেগে ওঠা বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউনা লোয়া’ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন স্টেটে অবস্থিত?

(A) হাওয়াই
(B) জর্জিয়া
(C) ফ্লোরিডা
(D) ক্যালিফোর্নিয়া

উত্তর
(A) হাওয়াই

  • বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়া ১৯৮৪ সালের পর প্রথমবারের মতো বিস্ফোরিত হয়েছে৷
  • ইতিহাসে তার দীর্ঘতম সুপ্তাবস্থা শেষ করেছে এই আগ্নেয়গিরি৷
  • হাওয়াইয়ের মাউনা লোয়া আগ্নেয়গিরিতে শেষবার ১৯৮৪ সালের মার্চ এবং এপ্রিলে অগ্ন্যুৎপাত হয়েছিল এবং হাওয়াইয়ের বৃহত্তম শহর হিলো থেকে ৫ মাইলের মধ্যে লাভা প্রবাহিত হয়েছিল।

৭. কোন কোম্পানি শ্রীহরিকোটায় ভারতের প্রথম ব্যক্তিগত প্রাইভেট লঞ্চপ্যাড স্থাপন করেছে?

(A) Skyroot Aerospace Ltd.
(B) Agnikul Cosmos
(C) Dhruva Space
(D) Bellatrix Aerospace

উত্তর
(B) Agnikul Cosmos

  • ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর চেয়ারম্যান এস সোমনাথ এই সুবিধার উদ্বোধন করেছেন।
  • এই প্যাড থেকে অগ্নিকুলের প্রথম রকেট উৎক্ষেপণ করা হবে।

৮. বিশ্বের প্রথম নাক দিয়ে নেওয়া কোভিড ভ্যাকসিন কোন কোম্পানি তৈরি করেছে?

(A) Serum Institute of India
(B) Pfizer
(C) Bharat Biotech
(D) Johnson & Johnson

উত্তর
(C) Bharat Biotech

  • ভারত বায়োটেক বিশ্বের প্রথম নাকের কোভিড ভ্যাকসিন ‘iNCOVACC’ তৈরি করেছে।
  • ভারত বায়োটেকের ইন্ট্রানাসাল ভ্যাকসিনটি বর্তমানে উপলব্ধ COVID-19 ভ্যাকসিনের বিরুদ্ধে হেটেরোলগাস বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা হবে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button