6th & 7th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
6th & 7th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৬ই এবং ৭ই জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th & 7th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 5th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. JIMEX-23 মহড়া কোথায় সম্প্রতি সম্পন্ন হয়েছে ?
(A) মুম্বাই
(B) বিশাখাপত্তনম
(C) কলকাতা
(D) চেন্নাই
ভারতীয় নৌবাহিনী কর্তৃক আয়োজিত দ্বিপাক্ষিক জাপান-ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ 2023 (JIMEX 23) এর সপ্তম সংস্করণ বিশাখাপত্তনমে সম্পন্ন হয়েছে। ।
২. সম্প্রতি কোন রাজ্য সরকার মেধাবী ছাত্রদের স্কুটার প্রদানের জন্য একটি প্রকল্প ঘোষণা করেছে?
(A) কেরালা সরকার
(B) উত্তরপ্রদেশ সরকার
(C) আসাম সরকার
(D) বিহার সরকার
আসাম সরকার জানিয়েছে যে তারা উচ্চ মাধ্যমিক (শ্রেণি ১২) পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের স্কুটার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং রাজ্যের নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ৩.৭৮ লক্ষ সাইকেল বিতরণ করবে।
৩. কোন সরকার আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্য বন কর্মীদের ইমিউনিটি দিয়েছে?
(A) ওড়িশা সরকার
(B) তামিলনাড়ু সরকার
(C) মহারাষ্ট্র সরকার
(D) কর্ণাটক সরকার
ওড়িশা সরকার ১৯৭৩ সালের ফৌজদারি কার্যবিধি আইনের ১৯৭ ধারার অধীনে আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্য বন কর্মীদের অনাক্রম্যতা দিয়েছে।
৪. ব্রিটিশ জাতীয় পুরস্কার (British National Awards ) -এ সেরা পরিচালকের পুরস্কার কে জিতে নিয়েছেন ?
(A) স্টিভেন স্পিলবার্গ
(B) বিবেক অগ্নিহোত্রী
(C) শেখর কাপুর
(D) এস এস রাজামৌলি
- চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর ব্রিটিশ জাতীয় পুরস্কারে ‘What’s Love Cot To Do With It’ -এর জন্য এই পুরস্কারটি পেয়েছেন।
- পরিচালকের এই ছবিটি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে মুক্তি পায় এবং বিশ্বব্যাপী ব্যাপক সাড়া পায়।
৫. ২০২৩ সালের অক্টোবরে আফ্রিকা মহাদেশের প্রথম কোন স্থানে IIT ক্যাম্পাস খুলতে চলেছে ?
(A) তানজানিয়া
(B) উগান্ডা
(C) কেনিয়া
(D) দক্ষিন আফ্রিকা
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) তানজানিয়ার জানজিবারে ৫০ জন স্নাতক ছাত্র এবং ২০ জন স্নাতকোত্তর ছাত্রের ব্যাচ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে তার প্রথম বিদেশী ক্যাম্পাস খুলবে।
- নতুন আইআইটি ক্যাম্পাস জাঞ্জিবারে আইআইটি মাদ্রাজ নামে স্থাপন করা হবে।
৬. ২০২৩ সালের জুলাই মাসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের কোন জায়গায় ₹১২,১০০ কোটি টাকার প্রকল্প চালু করবেন?
(A) মিরাট
(B) বারাণসী
(C) অযোধ্যা
(D) লখনউ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সংসদীয় নির্বাচনী এলাকা বারাণসী সফরের সময় ₹১২,১০০ কোটিরও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
৭. প্রধানমন্ত্রী মোদী ২০২৩ সালের জুলাই মাসে ছত্তিশগড়ে বন্যপ্রাণী-বান্ধব হাইওয়ে প্রকল্পের উদ্বোধন করবেন। এই মহাসড়কটি কোন বন্যপ্রাণী অভয়ারণ্যর মধ্য দিয়ে গেছে?
(A) উদন্তি বন্যপ্রাণী অভয়ারণ্য
(B) সিমারসোট বন্যপ্রাণী অভয়ারণ্য
(C) সীতানদী বন্যপ্রাণী অভয়ারণ্য
(D) পামেড বন্যপ্রাণী অভয়ারণ্য
এই প্রকল্পের অধীনে উদন্তি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় একটি ২.৮ কিলোমিটার দীর্ঘ, ৬-লেনের টানেল অন্তর্ভুক্ত করা হবে যেটির মাধ্যমে বন্যপ্রাণীরা অবাধে চলাচল করতে পারবে।
৮. বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া (BFI) এর প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
(A) কে গোবিন্দরাজ
(B) আধাভ অর্জুন
(C) কুলবিন্দর সিং গিল
(D) সুমিত রমেশ থোরাট
- আধাভ অর্জুন , তামিলনাড়ু বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (TNBA) প্রেসিডেন্ট , নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া (BFI) এর প্রেসিডেন্টের পদ জিতে নিয়েছেন।
- তিনি ৩৯টি ভোটের মধ্যে ৩৮টি ভোট পেয়ে বর্তমান প্রেসিডেন্ট কে গোবিন্দরাজকে পরাজিত করেছেন।
৯. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর নতুন নির্বাহী পরিচালক (Executive Director) হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) কে.সি. ভেনুগোপাল
(B) জটাশঙ্কর তিওয়ারি
(C) রাজেশ পিল্লাই
(D) পি বাসুদেবন
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) পি. বাসুদেবনকে নির্বাহী পরিচালক নিযুক্ত করেছে। তার নিয়োগ ০৩ জুলাই, ২০২৩ থেকে কার্যকর হবে।
১০. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। তিনি কোন দেশের ক্রিকেট দলের সাথে যুক্ত ছিলেন?
(A) ভারত
(B) বাংলাদেশ
(C) পাকিস্তান
(D) শ্রীলংকা
- বাংলাদেশের ওপেনার তামিল ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
- তামিম ২০০৭ সালের ফেব্রুয়ারিতে তার ODI অভিষেক করেন এবং বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ODI রান (৮৩১৩) এবং শতরানের (১৪) মাধ্যমে তার সীমিত ওভারের ক্যারিয়ার শেষ করেন।
১১. কোন রাজ্য ভারতের বৃহত্তম MFI বাজার হয়ে উঠেছে?
(A) কর্ণাটক
(B) বিহার
(C) মহারাষ্ট্র
(D) তামিলনাড়ু
বিহার তামিলনাড়ুকে ছাড়িয়ে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি মাইক্রোলেন্ডিং ঋণের রাজ্যে পরিণত হয়েছে।
১২. জুলাই ২০২৩ -এ, ভারত সরকার নিম্নলিখিত ট্রাকের কোন বিভাগে AC ইনস্টলেশন বাধ্যতামূলক করার জন্য খসড়া বিজ্ঞপ্তি অনুমোদন করেছে ?
(A) শুধুমাত্র N1
(B) N1 এবং N2
(C) N2 এবং N3
(D) N1 এবং N3
- সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন যে ভারত সরকার N2 এবং N3 ক্যাটাগরির ট্রাকের কেবিনে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা স্থাপনের বাধ্যতামূলক করার জন্য খসড়া বিজ্ঞপ্তিটি অনুমোদন করেছে।
- নিতিন গড়করি ঘোষণা করেছেন যে ২০২৫ থেকে সমস্ত ট্রাকে শীতাতপ নিয়ন্ত্রিত চালকের বগি থাকতে হবে।
১৩. নিম্নলিখিত কোন দেশ সম্প্রতি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের চ্যাম্পিয়নস গ্রুপে যোগদান করেছে ?
(A) ভারত
(B) পাকিস্তান
(C) চীন
(D) শ্রীলংকা
ভারত গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের (GCRG) চ্যাম্পিয়নস গ্রুপে যোগ দিয়েছে।
১৪. কোন রাজ্য শহুরে জলাশয়ের উন্নয়নের জন্য ‘আমা পোখারি’ প্রকল্প চালু করেছে?
(A) ওড়িশা
(B) পশ্চিমবঙ্গ
(C) নাগাল্যান্ড
(D) আসাম
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক রাজ্যের শহরাঞ্চলে সমস্ত জলাশয়কে পুনরুজ্জীবিত করতে ‘আমা পোখারি’ প্রকল্প চালু করেছেন।
১৫. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় রেলওয়ে ম্যানুফ্যাকচারিং ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন ?
(A) কাজিপেট
(B) নালগোন্ডা
(C) রংগারেড্ডি
(D) মেদক
তেলেঙ্গানার কাজিপেটে রেলওয়ে ম্যানুফ্যাকচারিং ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৬. ১০৯ বছরে প্রয়াত হলেন ভারতের অন্যতম প্রবীণ সেনা মেজর বখতাওয়ার সিং ব্রার। তিনি কোন রেজিমেন্টে কাজ করেছিলেন?
(A) কুমায়ুন রেজিমেন্ট
(B) গোর্খা রেজিমেন্ট
(C) শিখ রেজিমেন্ট
(D) পাঞ্জাব রেজিমেন্ট
- ১০৯ বছর বয়সে প্রয়াত হলেন মেজর (অবসরপ্রপ্ত) বখতওয়ার সিং ব্রার।
- তিনি ভারতীয় সেনা পরিবারের অন্যতম প্রবীণ সদস্যদের একজন।
- তিনি ভারতীয় সেনার ৬ কুমাওন রেজিমেন্টে ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ-ইন্ডিয়ান সেনার হয়ে বর্মায় লড়েছিলেন তিনি।
- জম্মু ও কাশ্মীরেও নিযুক্ত ছিলেন দীর্ঘদিন।
১৭. কোন দেশের মহিলা তীরন্দাজরা ওয়ার্ল্ড ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ এ সোনার পদক জিতেছে?
(A) ভারত
(B) মেক্সিকো
(C) অস্ট্রেলিয়া
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
- আয়ারল্যান্ডের লিমেরিকে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা কম্পাউন্ড তীরন্দাজরা তাদের আধিপত্য প্রদর্শন করেছে।
- অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-২১ মহিলা দলগুলি ভারতের হয়ে স্বর্ণপদক জিতে নিয়েছে।
১৮. কোন রাজ্য সম্প্রতি অবিবাহিত ব্যক্তি এবং বিধবাদের জন্য ২,৭৫০ টাকা মাসিক পেনশন ঘোষণা করেছে?
(A) মধ্য প্রদেশ
(B) পাঞ্জাব
(C) উত্তর প্রদেশ
(D) হরিয়ানা
- হরিয়ানায় ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে অবিবাহিত ব্যক্তিরা মাসিক ২,৭৫০ টাকা পেনশন পাবেন, যদি তাদের বার্ষিক আয় ১.৮ লাখ টাকার কম হয়।
- পেনশনটি একই বয়সের বিধবাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যাদের বার্ষিক আয় ৩ লাখ টাকার বেশি নয়।
To check our latest Posts - Click Here