6th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
6th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৬ই জুন – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th June Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (MD এবং CEO) হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) জি রাজকিরণ রাই
(B) এ. মণিমেখলাই
(C) সুরেশ সিং
(D) সিদ্ধান্ত রাও
- তাকে ৩ বছরের জন্য নিয়োগ করা হয়েছে।
- তিনি জি রাজকিরণ রাইয়ের স্থলাভিষিক্ত হবেন।
- তিনি ১৯৮৮ সালে বিজয়া ব্যাঙ্কের সাথে তার কর্মজীবন শুরু করেন এবং ২০১৯ সালে তিনি কানারা ব্যাঙ্কে একজন নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হন।
২. ISSF বিশ্বকাপে ৫০ মিটার রাইফেল 3 পজিশনে (3P) মিশ্র দলের ইভেন্টে সম্প্রতি করা স্বর্ণপদক জিতেছেন?
(A) অখিল শিওরান ও শ্রিয়াঙ্কা সাদাঙ্গী
(B) স্বপ্নিল কুসলে এবং আশি চৌকসে
(C) স্বপ্নিল কুসলে ও আয়ুষি গুপ্তা
(D) দিব্যাংশ সিং পানওয়ার এবং শ্রেয়া অগ্রবাল
- ৪ঠা জুন ২০২২-এ আজারবাইজানের বাকুতে ISSF বিশ্বকাপে ৫০ মিটার রাইফেল 3 পজিশন (3P) মিশ্র দল প্রতিযোগিতায় স্বপ্নিল কুসলে এবং আশি চৌকসে স্বর্ণপদক জিতেছেন।
- স্বপ্নিল এবং আশি জুটি ইউক্রেনের সের্হি কুলিশ এবং দারিয়া টাইখোভাকে ১৬-১২ ব্যবধানে হারিয়েছে।
- এই টুর্নামেন্টে এটি ভারতের দ্বিতীয় সোনা ছিল।
৩. সম্প্রতি কে ‘ফ্রেঞ্চ ওপেন’ টেনিস টুর্নামেন্টের পুরুষদের একক শিরোপা জিতেছে?
(A) রাফায়েল নাদাল
(B) ক্যাসপার রুড
(C) ডেমিত্রি মেদভেদেভ
(D) রজার ফেদারার
- স্প্যানিয়ার্ড রাফায়েল নাদাল ৫ই জুন ২০২২-এ ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ১৪ তম একক শিরোপা জিতেছেন।
- এই জয়ের মাধ্যমে ৩৬ বছর বয়সী রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেনের সবচেয়ে বয়স্ক চ্যাম্পিয়ন হয়েছেন।
- এটি তার ২২তম গ্র্যান্ড স্লাম শিরোপা।
৪. কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া কোন রাজ্যে FSSAI-এর ‘ন্যাশনাল ফুড ল্যাবরেটরি’-র উদ্বোধন করলেন?
(A) উত্তর প্রদেশ
(B) গুজরাট
(C) কর্ণাটক
(D) বিহার
- কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ৫ই জুন ২০২২-এ বিহারের রাক্সৌলে FSSAI-এর জাতীয় খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করেছিলেন।
৫. সম্প্রতি ভারতের সাথে কোন দেশের মধ্যে ‘Ex SAMPRITI-X’ নামে একটি যৌথ সামরিক প্রশিক্ষণ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে?
(A) থাইল্যান্ড
(B) শ্রীলংকা
(C) বাংলাদেশ
(D) রাশিয়া
- ৫ই জুন থেকে ১৬ই জুন ২০২২ পর্যন্ত বাংলাদেশের যশোর মিলিটারি স্টেশনে এই সামরিক মহড়া চলবে।
- এই মহড়ার লক্ষ্য দুই সেনাবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা জোরদার করা।
৬. কোন রাজ্য সরকার জুলাই ২০২২ থেকে সমস্ত ‘একক-ব্যবহারের প্লাস্টিক’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে?
(A) হরিয়ানা
(B) ত্রিপুরা
(C) উত্তর প্রদেশ
(D) পাঞ্জাব
- বিশ্ব পরিবেশ দিবস (৫ই জুন) উপলক্ষে একটি ভার্চুয়াল ইভেন্টে এই ঘোষণা করা হয়েছে।পাঞ্জাবের মুখ্যমন্ত্রী – ভাগবন্ত মান; রাজ্যপাল – বানওয়ারীলাল পুরোহিত ও রাজধানী – চন্ডীগড়।
৭. সম্প্রতি কে একজন প্রফেশনাল K-pop শিল্পী হয়ে ওঠা প্রথম ভারতীয় হলেন?
(A) তিজিন্দর সিং
(B) শ্রেয়া লেনকা
(C) রাভিনা অরোরা
(D) জে শন
- ওডিশার শ্রেয়া লেনকা প্রথম ভারতীয় হিসেবে একজন পেশাদার K-pop শিল্পী হয়ে উঠেছেন ৷
- তিনি এখন গ্যাব্রিয়েলা ডালসিন নামে একটি ব্রাজিলিয়ান মেয়ের সাথে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান গার্ল গ্রুপ ‘Blackswan’-এর একজন মেম্বার।
৮. কোন দল সম্প্রতি ‘FIH Hockey 5s Championship’-এ জয় জয়লাভ করেছে?
(A) ভারত
(B) বাংলাদেশ
(C) জাপান
(D) পাকিস্তান
- ফাইনালে পোল্যান্ডকে ৬-৪ গোলে হারিয়েছে ভারতীয় দল।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here