Daily Current Affairs in BengaliCurrent Affairs

17th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

17th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৭ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. Danish Open সাঁতারে পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে সম্প্রতি কে রৌপ্য পদক জিতলেন?

(A) মিঠুন মঞ্জুনাথ
(B) সৌরভ চৌধুরী
(C) বিশ্বনাথ সুরেশ
(D) বেদান্ত মাধবন

[spoiler title=”উত্তর : “] (D) বেদান্ত মাধবন

  • বেদান্ত মাধবন সম্প্রতি ডেনমার্কের কোপেনহেগেনে ‘ডেনিশ ওপেন সাঁতার’ প্রতিযোগীয়াত পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন।
  • তিনি এর আগে ২০২১ সালের মার্চ মাসে লাটভিয়া ওপেনে একটি ব্রোঞ্জ পদক এবং জুনিয়র ন্যাশনাল অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে সাতটি পদক জিতেছিলেন।
[/spoiler]

২. ‘Malcolm Adiseshiah Award 2022’ এর জন্য সম্প্রতি কাকে নির্বাচিত করা হয়েছে?

(A) নরেন্দ্র মোদি
(B) প্রভাত পট্টনায়েক
(C) নীলমণি ফুকন
(D) আরেফা জোহরি

[spoiler title=”উত্তর : “] (B) প্রভাত পট্টনায়েক

  • প্রখ্যাত ভারতীয় অর্থনীতিবিদ এবং রাজনৈতিক ভাষ্যকার প্রভাত পট্টনায়েককে ২০২২ সালের ‘ম্যালকম আদিশেশিয়া পুরস্কার’-এর জন্য নির্বাচিত হয়েছেন।
  • পুরস্কারের মধ্যে রয়েছে একটি সম্মাননা পত্র এবং নগদ ২ লাখ টাকা।
[/spoiler]

৩. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন রাজ্যে সম্প্রতি ভগবান হনুমানের ১০৮ ফুটের একটি মূর্তি উন্মোচন করেছেন?

(A) গুজরাট
(B) পাঞ্জাব
(C) উত্তর প্রদেশ
(D) হরিয়ানা

[spoiler title=”উত্তর : “] (A) গুজরাট

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ই এপ্রিল ২০২২-এ গুজরাটের মরবিতে ভগবান হনুমানের একটি ১০৮ ফুট উঁচু মূর্তি উন্মোচন করেছিলেন।
  • ‘হনুমানজি চার ধাম’ প্রকল্পের অংশ হিসাবে সারা দেশে চার দিকে চারটি মূর্তির মধ্যে দ্বিতীয়টি মূর্তি এটি।
  • সিরিজের প্রথম মূর্তিটি ২০১০ সালে হিমাচল প্রদেশের সিমলায় উত্তরে স্থাপিত হয়েছিল।
  • তৃতীয় মূর্তিটি হয়ে উঠবে রামেশ্বরমে।
[/spoiler]

৪. ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সম্প্রতি কে পদত্যাগ করেছেন?

(A) জনি বেয়ারস্টো
(B) জেমস অ্যান্ডারসন
(C) জো রুট
(D) বেন স্টোকস

[spoiler title=”উত্তর : “] (C) জো রুট

  • ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন জো রুট।
  • ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও বিজয়ের রেকর্ড তার দখলে।
  • তিনি বর্তমানে ইংল্যান্ডের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক।
[/spoiler]

৫. কোন দিনটিতে প্রতিবছর বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয়?

(A) ১৭ই এপ্রিল
(B) ১৫ই এপ্রিল
(C) ১৩ই এপ্রিল
(D) ১৮ই আপ্রল

[spoiler title=”উত্তর : “] (A) ১৭ই এপ্রিল

  • ১৯৮৯ সাল থেকে প্রতিবছর এই দিবসটি পালিত হচ্ছে।
  • এই বিশেষ রোগে আক্রান্ত রোগীদের রক্তপাতজনিত ব্যাধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়।
  • এই রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষত স্থান থেকে রক্তপাত বন্ধ হয়না।
[/spoiler]

৬. সম্প্রতি কোন রাজ্য ‘৭১তম সিনিয়র জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ’ জিতলো?

(A) পাঞ্জাব
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) ঝাড়খন্ড

[spoiler title=”উত্তর : “] (C) তামিলনাড়ু

  • তামিলনাড়ু সিনিয়র ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল এ পাঞ্জাবকে পরাজিত করে এই চ্যাম্পিয়নশিপের বিজয়ী হয়েছে।
[/spoiler]

৭. কোন রাজ্য সম্প্রতি প্রতিটি পরিবারকে প্রতিমাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে?

(A) পশ্চিমবঙ্গ
(B) পাঞ্জাব
(C) উত্তর প্রদেশ
(D) সিকিম

[spoiler title=”উত্তর : “] (B) পাঞ্জাব

  • পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ১লা জুলাই থেকে রাজ্যের প্রতিটি পরিবারের জন্য প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুত প্রদানের ঘোষণা দিয়েছেন।
  • কোনো পরিবার যদি মাসে ৩০০ ইউনিটের জায়গায় ৩৬০ ইউনিট বিদ্যুৎ খরচ করে তবে সেই পরিবারকে কেবল ৬০ ইউনিট বিদ্যুতের মূল্যই দিতে হবে।
[/spoiler]

৮. কোন দেশ সম্প্রতি ‘Iron Beam’ নামে নতুন প্রযুক্তির এক লেজার যুক্ত এয়ার ডিফেন্স সিস্টেম প্রস্তুত করেছে?

(A) আমেরিকা
(B) রাশিয়া
(C) পাকিস্তান
(D) ইজরায়েল

[spoiler title=”উত্তর : “] (D) ইজরায়েল

  • কল্পবিজ্ঞানের মত এমন দুঃসাধ্য কাজকে বাস্তবে রূপান্তর করলো ইজরায়েল।
  • গত মাসে পরিচালিত একাধিক সফল পরীক্ষায়, এই লেজার এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে ড্রোন, রকেট, মর্টার এবং অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলগুলিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button