Daily Current Affairs in BengaliCurrent Affairs

11th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

11th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১১ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 11th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দেশ সম্প্রতি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল Shaheen-III এর সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে?

(A) ইরান
(B) বাংলাদেশ
(C) পাকিস্তান
(D) সৌদি আরব

উত্তর :
(C) পাকিস্তান

  • পাকিস্তানের সেনাবাহিনী ৯ই এপ্রিল ২০২২ এই ফ্লাইট টেস্ট করেছে।
  • মিসাইলটি ২,৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
  • এটি সলিড-ফুয়েলযুক্ত এবং ‘পোস্ট-সেপারেশন অল্টিটিউড কারেকশন’ (PSAC) সিস্টেমের সাথে তৈরী।

২. কোন দিনটিকে প্রতিবছর জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস (National Safe Motherhood Day) হিসেবে পালন করা হয়?

(A) ১১ই এপ্রিল
(B) ৪ঠা এপ্রিল
(C) ৭ই এপ্রিল
(D) ১০ই এপ্রিল

উত্তর :
(A) ১১ই এপ্রিল

  • এটি গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসেবার গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রচার করে।
  • এই অভিযানটি ‘White Ribbon Alliance’ (WRAI) দ্বারা চালু করা হয়েছিল।
  • বিশ্বব্যাপী গর্ভবতী মায়েদের মৃত্যুর প্রায় ১৫% ভারতে হয়।

৩. সম্প্রতি কোন দেশ গ্লাসগোতে অনুষ্ঠিত ‘Women’s Doubles and Mixed Doubles Squash’- এর শিরোপা জিতেছে?

(A) চীন
(B) মালয়েশিয়া
(C) ভারত
(D) থাইল্যান্ড

উত্তর :
(C) ভারত

  • দীপিকা পাল্লিকাল ৯ই এপ্রিল ২০২২-এ গ্লাসগোতে এই চ্যাম্পিয়নশিপে জোসনা চিনপ্পা এবং সৌরভ ঘোষালের সাথে যথাক্রমে মহিলাদের ডাবলস এবং মিক্সড ডাবলস শিরোপা জিতেছিলেন।
  • এরা ভারতের হয়ে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড ডাবলস স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ’ জিতেছে।

৪. কোন রাজ্যে, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সম্প্রতি পাঁচ দিনের ‘মাধবপুর ঘেদ মেলা’-র উদ্বোধন করেছেন?

(A) রাজস্থান
(B) উত্তর প্রদেশ
(C) মধ্য প্রদেশ
(D) গুজরাট

উত্তর :
(D) গুজরাট

  • রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ১০ই এপ্রিল ২০২২-এ গুজরাটের পোরবন্দর জেলার মাধবপুর ঘেদ গ্রামে এই পাঁচ দিনের মেলার উদ্বোধন করেছিলেন।
  • বিখ্যাত তীর্থস্থান মাধবপুর ঘেদে ভগবান কৃষ্ণ এবং দেবী রুকমণির বিবাহ উদযাপনের উদ্দেশ্যে এই মেলা অনুষ্ঠিত হয়।
  • বিখ্যাত মাধবরায় মন্দিরটি মূলত ১৩ শতকে এই গ্রামে নির্মিত হয়েছিল।

৫. কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি বিদেশী শিক্ষার্থীদের সুবিধার্থে ‘INDIA Alumni’ পোর্টালের উদ্বোধন করেছেন?

(A) মীনাক্ষী লেখি
(B) রাজনাথ সিং
(C) পীযূষ গয়াল
(D) সর্বানন্দ সোনোয়াল

উত্তর :
(A) মীনাক্ষী লেখি

  • ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ (ICCR) এটি চালু করেছে।
  • পোর্টালটি ”http://www.iccr.almaconnect.com”-এ অ্যাক্সেস করা যেতে পারে।

৬. কাকে সম্প্রতি ‘National Accreditation Board for Hospitals and Healthcare providers’ (NABH)-এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) ডঃ অনুকৃতি মিশ্র
(B) সঞ্জয় শর্মা
(C) ডাঃ মহেশ ভার্মা
(D) নীরজ ঠাকুর

উত্তর :
(C) ডাঃ মহেশ ভার্মা

  • তিনি গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
  • তিনি পদ্মশ্রী এবং ‘ডক্টর বি সি রায় পুরস্কার’-এর প্রাপক।
  • এর পাশাপাশি তিনি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কারও পেয়েছেন।

৭. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি শাকসবজি উৎপাদনকারী রাজ্য হিসাবে পুনরায় স্থান পেয়েছে?

(A) পশ্চিমবঙ্গ
(B) উত্তর প্রদেশ
(C) মধ্য প্রদেশ
(D) গুজরাট

উত্তর :
(B) উত্তর প্রদেশ

  • এর আগে শীর্ষে পশ্চিমবঙ্গ ছিল।
  • অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ ফল উৎপাদনে শীর্ষে রয়ে গেছে।
  • ২০২১-২২ সালের মধ্যে উত্তর প্রদেশে সবজির মোট উৎপাদন প্রায় ২৯.৫৮ মিলিয়ন।

৮. ‘দিল্লি মেট্রো রেল কর্পোরেশন’ (DMRC) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (MD) হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) সঞ্জীব কাপুর
(B) অনিল কুমার
(C) বিকাশ কুমার
(D) এম জগদেশ কুমার

উত্তর :
(C) বিকাশ কুমার

  • তিনি ডাঃ মাঙ্গু সিংয়ের স্থলাভিষিক্ত হবেন।
  • দেখ মেট্রো ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button