Daily Current Affairs in BengaliCurrent Affairs

5th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

5th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৫ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 3rd November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটিকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়?

(A) ১লা নভেম্বর
(B) ৩০শে অক্টোবর
(C) ৫ই নভেম্বর
(D) ৩১শে অক্টোবর

উত্তর
(C) ৫ই নভেম্বর

  • এই দিবসটি ২০১৫ সালে জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল।
  • গত ১০০ বছরে, ৫৮টি পৃথক সুনামিতে ২৬০,০০০  জনেরও বেশি মানুষ মারা গেছে।

২. মিশরে আয়োজিত UNFCCC-এর ২৭তম কনফারেন্স অফ পার্টিস (COP27)-এ ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে কে থাকবেন?

(A) ভূপেন্দর যাদব
(B) রাজনাথ সিং
(C) সভাপতি দ্রৌপদী মুর্মু
(D) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উত্তর
(A) ভূপেন্দর যাদব

  • সম্মেলনটি ৬ থেকে ১৮ই নভেম্বর ২০২২ পর্যন্ত মিশরের শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৩. ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা লঞ্চ করা Chatbot টির নাম কী?

(A) আধার মিত্র
(B) আধার চ্যাটবট
(C) আধার নায়ক
(D) ই-সহযোগী

উত্তর
(A) আধার মিত্র

  • ৪ঠা নভেম্বর ২০২২-এ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) নতুন AI ভিত্তিক চ্যাটবট, ‘আধার মিত্র’ লঞ্চ করেছে।
  • এছাড়াও, UIDAI ২০২২ সালের অক্টোবরের জন্য জনসাধারণের অভিযোগ সমাধানের জন্য সমস্ত সরকারী দপ্তরের মধ্যে শীর্ষে স্থান পেয়েছে।

৪. সম্প্রতি কে ৫ বছরের জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-এর স্বাধীন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) কেভি কামাথ
(B) কে সুব্রামানিয়াম
(C) সুরেশ মালিক
(D) অমিতাভ কান্ত

উত্তর
(A) কেভি কামাথ

  • রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (RIL) ৪ঠা নভেম্বর ২০২২-এ কে ভি কামাথকে ৫ বছরের জন্য কোম্পানির স্বাধীন পরিচালক হিসেবে নিযুক্ত করেছে।
  • এছাড়াও তিনি ‘রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট লিমিটেডের’ (RSIL) নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত হয়েছেন।
  • RSIL-এর নাম পরিবর্তন করে রাখা হবে Jio Financial Services Ltd.।
  • কামাথ বর্তমানে ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্টের (NaBFID) চেয়ারম্যান।

৫. সম্প্রতি কে নতুন দিল্লিতে ‘গঙ্গা উৎসবের’ ষষ্ঠম সংস্করণের উদ্বোধন করেছেন?

(A) কিষাণ রেড্ডি
(B) কিরেন রিজিজু
(C) অরবিন্দ ধর্মপুরী
(D) বন্দী সঞ্জয় কুমার

উত্তর
(A) কিষাণ রেড্ডি

  • কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি ৪ঠা নভেম্বর ২০২২-এ নতুন দিল্লিতে গঙ্গা উৎসবের ষষ্ঠ সংস্করণের উদ্বোধন করেছিলেন।
  • প্রথম গঙ্গা উৎসব ২০১৭ সালে ‘এক শাম গঙ্গা কে নাম’ নামে সংগঠিত হয়েছিল।

৩০. নিম্নোক্ত উত্তর-পূর্ব রাজ্যগুলির মধ্যে কোনটিতে প্রথম মৎস্য জাদুঘর তৈরী হচ্ছে?

(A) অরুণাচল প্রদেশ
(B) নাগাল্যান্ড
(C) সিকিম
(D) মণিপুর

উত্তর
(A) অরুণাচল প্রদেশ

  • অরুণাচল প্রদেশে তৈরি করা হবে উত্তর-পূর্ব ভারতের প্রথম ধরনের মৎস্য জাদুঘর।
  • অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী: পেমা খান্ডু
  • রাজধানী : ইটানগর

৮. নিচের কোন ঔপন্যাসিককে সম্প্রতি ‘এজুথাচান পুরস্কার’-এর জন্য নির্বাচিত করা হয়েছে?

(A) অনিতা অগ্নিহোত্রী
(B) অরুন্ধতী রায়
(C) এ সেতুমাধবন
(D) একরাম আলী

উত্তর
(C) এ সেতুমাধবন

  • প্রখ্যাত মালয়ালম ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক এ সেথুমাধবন কেরালা সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘ইজুথাচান পুরস্কারের’ জন্য নির্বাচিত হয়েছেন।
  • মালায়ালাম ভাষা ও সাহিত্যে তার মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
  • পুরস্কারের মধ্যে রয়েছে নগদ ৫ লক্ষ টাকা এবং একটি সম্মাননাপত্র।

৩২. সম্প্রতি প্রয়াত স্বাধীন ভারতের প্রথম ভোটারের নাম কি?

(A) সঞ্জীব চোপড়া
(B) সুরিন্দর সিং মহল
(C) শ্যাম শরণ নেগি
(D) সুরেশ মালিক

উত্তর
(C) শ্যাম শরণ নেগি

  • স্বাধীনা ভারতের প্রথম ভোটার শ্যাম শরণ নেগি সম্প্রতি ১০৬ বছর বয়সে প্রয়াত হলেন।
  • তিনি হিমাচলপ্রদেশের বাসিন্দা।

৮. নিচের কোন কোম্পানি ভারতের প্রথম ‘রেসপনসিবল স্টিল সার্টিফিকেশন’ পেয়েছে?

(A) JSW স্টিল
(B) TATA স্টিল
(C) ESL স্টিল লিমিটেড
(D) জিন্দাল স্টিল

উত্তর
(B) TATA স্টিল

  • TATA স্টিল জামশেদপুরে তার তিনটি উৎপাদন সুবিধার জন্য ‘ResponsibleSteel Certification’ পেয়েছে।
  • CEO: টি.ভি. নরেন্দ্রন
  • প্রতিষ্ঠা: ২৫শে আগস্ট ১৯০৭

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button