7th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
7th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৭ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7th April Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. পার্সেল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কোন সরকারী মন্ত্রক সম্প্রতি ইন্ডিয়া পোস্টের সাথে পার্টনারশিপ করেছে?
(A) বাণিজ্য মন্ত্রণালয়
(B) রেলপথ – মন্ত্রণালয়
(C) বিদ্যুৎ মন্ত্রণালয়
(D) বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়
- ডেলিভারির স্টেশন থেকে স্টেশনের মধ্যবর্তী সংযোগ রেলওয়ের মাধ্যমে করা হবে। এবং বাকিটা ইন্ডিয়া পোস্টের দায়িত্বে।
২. কোন দিনটিকে প্রতিবছর ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ (World Health Day) হিসেবে পালন করা হয়?
(A) ১লা এপ্রিল
(B) ৫ই এপ্রিল
(C) ৭ই এপ্রিল
(D) ৩রা এপ্রিল
- বিশ্বব্যাপী সাধারণ স্বাস্থ্য এবং সুস্থতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৪৮ সালে প্রথম এই দিবস সম্পর্কে ঘোষণা করে।
- দিবসটি ১৯৫০ সালে প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল।
- ২০২২ সালের এই দিবসের থিম হল ‘Our planet, our health’।
৩. কোন দিনটিতে UNESCO রুয়ান্ডায় তুতসিদের বিরুদ্ধে ১৯৯৪ সালের গণহত্যার জন্য প্রথম ‘International Day of Reflection’ পালন করেছিল?
(A) ৪ঠা এপ্রিল
(B) ৭ই এপ্রিল
(C) ৫ই এপ্রিল
(D) ৩রা এপ্রিল
- দিনটি ২০০৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- এই হত্যা কাণ্ডে মাত্র ১০০ দিনের মধ্যে, ১ মিলিয়নেরও বেশি তুতসিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।
৪. ‘Forbes Billionaires 2022’ তালিকায় কে শীর্ষে রয়েছেন?
(A) মুকেশ আম্বানি
(B) গৌতম আদানি
(C) এলন মাস্ক
(D) জেফ বেজোস
- এলন মাস্ক ২১৯ বিলিয়ন ডলারের মোট সম্পদ নিয়ে এগিয়ে রয়েছেন, তারপরে অ্যামাজন প্রধান জেফ বেজোসের সম্পদ ১৭১ বিলিয়ন ডলার।
- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি তালিকায় ১০তম ধনী স্থান পেয়েছেন এবং শীর্ষ ১০ তে জায়গা করে নেওয়া একমাত্র ভারতীয়।
- মুকেশ আম্বানির, ১০০.১ বিলিয়ন ডলারের মোট সম্পদ রয়েছে।
৫. সম্প্রতি প্রকাশিত ‘GROHE-HURUN India Real Estate Rich List 2021’ অনুসারে, কে সবচেয়ে ধনী ভারতীয় রিয়েল এস্টেট উদ্যোক্তা হয়েছেন?
(A) রাজেশ মালহোত্রা
(B) সুরেশ চন্দর সচদেবা
(C) রাজীব সিং
(D) অনিল আগরওয়াল
- ৬১,২২০ কোটি টাকার মোট সম্পদের সাথে, DLF চেয়ারম্যান রাজীব সিং সবচেয়ে ধনী ভারতীয় রিয়েল এস্টেট উদ্যোক্তা হয়েছেন।
- তিনি ‘ম্যাক্রোটেক ডেভেলপারস’-এর মঙ্গল প্রভাত লোধাকে ছাড়িয়ে গেলেন, যিনি এর আগে তালিকার শীর্ষে ছিলেন।
৬. নিম্নোক্ত কোন ভারতীয় ‘Hurun Richest Self-Made Billionaires List 2022’-এর শীর্ষ ১০-এ স্থান করে নিয়েছেন?
(A) ফাল্গুনী নায়ার
(B) লীনা তেওয়ারি
(C) রাধা ভেম্বু
(D) কিরণ মজুমদার শ
- Nykaa-এর প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার ২০২২ সালের বিশ্বের ‘হুরুন রিচেস্ট সেল্ফ-মেড উইমেন লিস্ট’-এর শীর্ষ ১০-এ স্থান অর্জন করেছেন।
- তিনি ৭.৬ বিলিয়ন ডলারের বিশাল সম্পদের সাথে নারী বিলিয়নেয়ারদের তালিকায় সদ্য প্রবেশকারী।
- তিনি তালিকায় ১০ নম্বর স্থানে রয়েছেন।
৭. ‘ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন’ (WHO)-এর air quality database অনুসারে, বিশ্বের কত শতাংশ মানুষ অস্বাস্থ্যকর বায়ুতে শ্বাস নেয়?
(A) ৯৯
(B) ২৫
(C) ৭৫
(D) ৪৯
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের বায়ু মানের ডাটাবেসের আপডেট হাইলাইট করে যে বিশ্বের জনসংখ্যার প্রায় ৯৯ শতাংশ মানুষ দূষিত বায়ুতে শ্বাস নেয়।
- এখন পর্যন্ত, ১১৭টি দেশের ৬,০০০টিরও বেশি শহরে বায়ুর গুণমান পর্যবেক্ষণ করা হয়েছে।
৮. কোন দেশ হাইড্রোজেনের দহন ঘটিয়ে ‘সবুজ ইস্পাত’ (Green Steel) উৎপাদনের জন্য একটি পাইলট প্রকল্প শুরু করেছে?
(A) অস্ট্রেলিয়া
(B) ইতালি
(C) পোল্যান্ড
(D) সুইডেন
- সুইডেন একটি পাইলট প্রকল্প চালু করেছে যাতে ইস্পাত উৎপাদনে জড়িত কার্বন নিঃসরণ কমানো যায় ৷
- HYBRIT বা Hydrogen Breakthrough Iron-making Technology – সুইডেনের কোম্পানিগুলির একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে এই Green Steel উৎপাদন করা যাবে।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here