Daily Current Affairs in BengaliCurrent Affairs

17th & 18th October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৭ ও ১৮ই অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (17th & 18th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 15th & 16th October Current Affairs Quiz 2023 – Bengali


১. সম্প্রতি অমিত শাহ কোন রাজ্যে সামাউ শহীদ স্মৃতিসৌধ ও গ্রন্থাগার (Samau Shaheed Memorial and Library) এর উদ্বোধন করলেন ?

(A) গুজরাট
(B) উত্তর প্রদেশ
(C) মধ্য প্রদেশ
(D) অন্ধ্র প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (A) গুজরাট
১৮৫৭ সালে সামাউতে স্বাধীনতা সংগ্রামের সময় ১২ জন বীর তাদের জীবন উৎসর্গ করেছিলেন, কিন্তু ২০২২-২৩ সাল পর্যন্ত তাদের জন্য কোন স্মৃতিসৌধ ছিল না, উদ্বোধন করা স্মৃতিসৌধটি তাদের বীরত্বের গাথাকে অমর করে রাখবে। [/spoiler]

২. গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ?

(A) মুম্বাই
(B) কলকাতা
(C) নতুন দিল্লি
(D) পুনে

[spoiler title=’উত্তর ‘ ] (A) মুম্বাই
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ ই অক্টোবর, ২০২৩-এ গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট (GMIS) ২০২৩-এর তৃতীয় সংস্করণের উদ্বোধন করবেন। [/spoiler]

৩. সম্প্রতি কোন ভারতীয় নৌ-জাহাজ নাইজেরিয়ার লাগোস শহরে গিয়েছে?

(A) INS মাগার
(B) INS দিল্লি
(C) INS সুমেধা
(D) INS সুরাত

[spoiler title=’উত্তর ‘ ] (C) INS সুমেধা
INS সুমেধা, একটি দেশীয়ভাবে ডিজাইন করা এবং তৈরি নৌ-অফশোর প্যাট্রোল ভেসেল (NOPV)। [/spoiler]

৪. দাম্পা টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

(A) আসাম
(B) মিজোরাম
(C) মণিপুর
(D) অরুণাচল প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (B) মিজোরাম

  • ভারতের মিজোরামের ডাম্পা ব্যাঘ্র সংরক্ষণে বুফয়েডস ভূপতি (Bufoides bhupathyi) নামে একটি নতুন প্রজাতির ব্যাঙের সন্ধান পাওয়া গেছে।
  • এটির নামকরণ করা হয়েছে একজন বিশিষ্ট হারপেটোলজিস্ট এস ভূপতি -এর নামে।
  • উভচর (amphibians) এবং সরিসৃপ প্রাণীদের নিয়ে কাজ করেন এমন বিজ্ঞানীদের বলা হয় হারপেটোলজিস্ট, আর প্রাণি বিজ্ঞানের যে শাখায় এসব প্রাণীদের নিয়ে আলোচনা করা হয় তাকে হারপেটোলজি বলে।
[/spoiler]

৫. সম্প্রতি নিম্নলিখিত কোন সংস্থা এন্টি-মানি লন্ডারিং মানকে শক্তিশালী করতে এবং আর্থিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একগুচ্ছ সংশোধনী জারি করেছে?

(A) NHB
(B) SEBI
(C) RBI
(D) NABARD

[spoiler title=’উত্তর ‘ ] (B) SEBI

  • সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) অ্যান্টি-মানি লন্ডারিং (AML) মানকে শক্তিশালী করতে এবং ফাইন্যান্স টেররিজম (CFT) লড়াইয়ের জন্য একটি সংশোধনী জারি করেছে৷
  • এই নির্দেশিকাগুলি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২ -এর অধীনে প্রতিষ্ঠিত নিয়মগুলির উপর ভিত্তি করে করা হয়েছে ।

SEBI

  • SEBI – Securities and Exchange Board of India
  • চেয়ারম্যান- মাধবী পুরী বুচ
  • প্রতিষ্ঠিত – ১৯৯২ সালে
  • সদর দপ্তর – মুম্বাই, মহারাষ্ট্র
[/spoiler]

৬. সম্প্রতি ভারতের তামিলনাড়ুতে খামার-জাত তেলাপিয়া ক্ষতি করা ভাইরাসটির নাম কী?

(A) Tilapia parvovirus (TiPV)
(B) Nile tilapia
(C) Oreochromis niloticus
(D) Vibrosis

[spoiler title=’উত্তর ‘ ] (A) Tilapia parvovirus (TiPV)

  • Tilapia parvovirus (TiPV) হল একটি ভাইরাস যা খামার-জাত তেলাপিয়াকে প্রভাবিত করে।
  • তেলাপিয়া “দরিদ্র-মানুষের মাছ” হিসাবে বিবেচিত।
  • মোজাম্বিক তেলাপিয়া ১৯৫০ এর দশকে ভারতীয় স্বাদু জলাশয়ে প্রবর্তিত হয়েছিল এবং তামিল ভাষায় একে জিলাবি বলা হয়।
[/spoiler]

৭. কোন রাজ্য সম্প্রতি রেললাইনে ট্রেনের দ্বারা বন্য হাতিদের আঘাত ঠেকাতে প্রথম AI-ভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা চালু করেছে?

(A) মহারাষ্ট্র
(B) তামিলনাড়ু
(C) কর্ণাটক
(D) কেরালা

[spoiler title=’উত্তর ‘ ] (B) তামিলনাড়ু

  • তামিলনাড়ুর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা চালু করেছে যা বন্য হাতি এট্টিমাদাই-ওয়ালায়ার সেকশন বরাবর রেললাইনে ট্রেনে আঘাত করার আগে সতর্ক করতে পারে।
  • এর জন্য প্রযুক্তিবিদরা ‘A’ লাইন বরাবর টাওয়ারে লাগানো AI-ভিত্তিক থার্মাল ক্যামেরা প্রোগ্রাম করছেন।
[/spoiler]

৮. কোন ধরণের ক্যান্সারের চিকিৎসার জন্য NexCAR19 সম্প্রতি ভারতে অনুমোদন পেয়েছে ?

(A) ফুসফুসের ক্যান্সার
(B) স্তন ক্যান্সার
(C) বি-সেল লিম্ফোমা এবং লিউকেমিয়া
(D) মূত্রথলির ক্যান্সার

[spoiler title=’উত্তর ‘ ] (C) বি-সেল লিম্ফোমা এবং লিউকেমিয়া

  • ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI) NexCAR19 নামক CAR-T (Chimeric Antigen Receptor-T) সেল থেরাপির জন্য বাজার অনুমোদন জারি করেছে।
  • এটি কিছু ধরণের ক্যান্সারের জন্য একটি যুগান্তকারী চিকিত্সা।
[/spoiler]

৯. NASA সম্প্রতি একটি মহাকাশযান চালু করেছে যেটি একটি অনন্য ধাতু সমৃদ্ধ গ্রহাণু ছয় বছরের জন্য অধ্যয়ন করবে।
এই মহাকাশযানের নাম কী?

(A) Pioneer 11
(B) Voyager 2
(C) Psyche
(D) New Horizon

[spoiler title=’উত্তর ‘ ] (C) Psyche
Psyche মহাকাশ যানটি Psyche নামক একটি গ্রহাণুর অধ্যয়ন করবে। [/spoiler]

১০. ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর সম্প্রতি কোন দেশের তাও ড্যান পার্কে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন ?

(A) চীন
(B) ভিয়েতনাম
(C) রাশিয়া
(D) অস্ট্রেলিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (B) ভিয়েতনাম
সম্প্রতি ভিয়েতনামের তাও ড্যান পার্কে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন বিদেশ মন্ত্রী ড. এস জয়শঙ্কর। [/spoiler]

১১. কোন দল প্রথম হকি ইন্ডিয়া সাব জুনিয়র পুরুষ ও মহিলা ওয়েস্ট জোন চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতেছে?

(A) Hockey Bihar
(B) Hockey Madhya Pradesh
(C) Hockey Maharashtra
(D) Hockey Uttar Pradesh

[spoiler title=’উত্তর ‘ ] (B) Hockey Madhya Pradesh
হকি মধ্যপ্রদেশ সাব জুনিয়র পুরুষ ও মহিলা উভয় বিভাগেই জিতেছে। [/spoiler]

১২. তাজ কার্নিভাল কোন স্থানে শুরু হবে?

(A) লখনউ
(B) আগ্রা
(C) অযোধ্যা
(D) গোন্ডা

[spoiler title=’উত্তর ‘ ] (B) আগ্রা
আগ্রাতে ১৭ই অক্টোবর থেকে ১০ই নভেম্বর, ২০২৩ পর্যন্ত তাজ কার্নিভাল নামে একটি নতুন উৎসবের আয়োজন করেছে ভারত । [/spoiler]

১৩. নিচের কোন ব্যক্তি ‘চন্দ্রযান-৩’-সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার জন্য ‘আপনা চন্দ্রযান’ পোর্টাল চালু করেছেন?

(A) অমিত শাহ
(B) ধর্মেন্দ্র প্রধান
(C) নির্মলা সীতারমন
(D) নিতিন গড়করি

[spoiler title=’উত্তর ‘ ] (B) ধর্মেন্দ্র প্রধান
‘আপনা চন্দ্রায়ণ’ ওয়েব পোর্টালের উদ্বোধন করেছেন শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। [/spoiler]

১৪. ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নিচের কোনটি ‘সেরা অনুসন্ধানী চলচ্চিত্র (Best Investigative Film)’ পুরস্কার পেয়েছে?

(A) Anunaad: The Resonance
(B) Gandhi and co.
(C) Looking for Challan
(D) 777 Charlie

[spoiler title=’উত্তর ‘ ] (C) Looking for Challan
‘লুকিং ফর চালান’, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (IGNCA) দ্বারা নির্মিত এবং বাপ্পা রায় পরিচালিত একটি মর্মস্পর্শী চলচ্চিত্র যেটি ‘সেরা অনুসন্ধানী চলচ্চিত্র’ বিভাগে ২০২৩ সালে জাতীয় পুরস্কার জিতেছে। [/spoiler]

১৫. দক্ষিণ-পূর্ব রেলওয়ের এখতিয়ারে ভারতীয় রেলওয়ের দ্বারা সম্প্রতি অনুমোদিত চার জোড়া ট্রেনের মধ্যে কোন রাজ্য তিনটি পেয়েছে?

(A) ওড়িশা
(B) হিমাচল প্রদেশ
(C) অন্ধ্র প্রদেশ
(D) বিহার

[spoiler title=’উত্তর ‘ ] (A) ওড়িশা

  • ওড়িশায় রাষ্ট্রপতি মুর্মুর জন্মস্থানে প্রথম যাত্রীবাহী ট্রেনের অনুমোদন দিয়েছে রেল।
  • দক্ষিণ-পূর্ব রেলওয়ের এখতিয়ারে ভারতীয় রেলওয়ে দ্বারা সম্প্রতি অনুমোদিত চার জোড়া ট্রেনের মধ্যে তিনটি ওডিশার উপজাতি-অধ্যুষিত ময়ুরভঞ্জ জেলায় বরাদ্দ করা হয়েছে।
  • নতুন ট্রেনগুলি হল: কলকাতা (শালিমার)-বাদামপাহার-কলকাতা (শালিমার) সাপ্তাহিক এক্সপ্রেস, বাদামপাহার-রাউরকেলা-বাদামপাহার সাপ্তাহিক এক্সপ্রেস, রাউরকেলা-টাটানগর-রাউরকেলা(সপ্তাহে ৬ দিন) এবং টাটানগর-বাদামপুর-টাটানগর (সপ্তাহে ৬ দিন)।
[/spoiler]

১৬. ভারত সরকার কবে পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল যেটি সম্প্রতি অনির্দিষ্ট কালের জন্য আরও বাড়ানো হয়েছে ?

(A) ৩০ এপ্রিল, ২০২৩
(B) ৩০ সেপ্টেম্বর, ২০২৩
(C) ৩১ অক্টোবর, ২০২৩
(D) ১ নভেম্বর, ২০২৩

[spoiler title=’উত্তর ‘ ] (C) ৩১ অক্টোবর, ২০২৩

  • বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদক ভারত ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত চিনির রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ রেখেছিল।
  • তবে নতুন মরশুমে সেই নিষেধাজ্ঞার পরিমাণ আরও বাড়ানো হয়েছে।
  • কেন্দ্রের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button