বাংলা ব্যাকরণ

প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ MCQ প্রাকটিস সেট

Primay TET Special Bengali Grammar MCQ Questions Answrs

প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ MCQ প্রাকটিস সেট

প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ MCQ : সম্প্রতি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি। দীর্ঘ অবসানের পর অবশেষে এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আশায় বুক বেঁধেছে অনেক ছাত্র-ছাত্রীরা। সামনে রয়েছে বহু প্রতীক্ষিত লড়াই। লড়াইটা কিন্তু সহজ নয়। বহুদিন থেকে এই পরীক্ষার জন্য বুক বেঁধে বসে রয়েছে অনেকে। তাই এক একটি মার্কসের জন্যও প্রবল লড়াই করে যেতে হবে।

এই পরীক্ষায় সাধারণত ১০-১৫টি বাংলা ব্যাকরণ থেকে MCQ প্রশ্ন এসে থাকে। আর এই প্রশ্নগুলি থেকে নম্বর তোলাও সোজা। এর জন্য চায় নিয়মিত প্রাকটিস। তাই তোমাদের জন্য আমরা কিছু এই রকম প্রাকটিস সেট নিয়ে আসতে চলেছি।

আমাদের এই প্রাকটিস সেট গুলো কি রকম লাগছে এবং প্রাইমারি টেট সম্পর্কিত আর কি ধরণের প্রাকটিস সেট তোমরা চাও সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই রকম প্রাকটিস সেট দিতে চেষ্টা করবো।

প্রাথমিক টেট MCQ প্র্যাকটিস সেট

১. দেশের বন্ধু = দেশবন্ধু এটি কি ধরণের সমাস ?

(A) তৎপুরুষ সমাস
(B) দ্বিগু সমাস
(C) কর্মধারয় সমাস
(D) অব্যয়ীভাব সমাস

উত্তর
(A) তৎপুরুষ সমাস

 [Also Check : Bangla Samas PDF | বাংলা সমাস পিডিএফ –  বাংলা ব্যাকরণ ]


২. ‘ত’ বর্গের পর ‘স’থাকলে দুটো মিলে কি হয় ?

(A) চ্ছ
(B)
(C)
(D)

উত্তর
(A) চ্ছ

৩. সূর্য প্রত্যহ পূর্ব দিকে উঠে।—এটি কি ধরণের ক্রিয়া ?

(A) সকর্মক
(B) সমাপিকা
(C) অকর্মক
(D) অসমাপিকা

উত্তর
(B) সমাপিকা

৪. যে বর্ণ বা বর্ণসমষ্টি মূল শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে, সেগুলিকে _____বলে।

(A) কারক
(B) সমাস
(C) বিভক্তি
(D) প্রত্যয়

উত্তর
(C) বিভক্তি

[ দেখে নাও : কারক ও বিভক্তি –  বাংলা ব্যাকরণ]


৫. কর্তা যেখানে অপ্রধান অথচ কর্ম সম্পাদনে ভূমিকা গ্রহণ করে, তখন তাকে _______ কর্তা বলে।

(A) অনুক্ত
(B) উক্ত
(C) প্রযোজক
(D) নিরপেক্ষ

উত্তর
(A) অনুক্ত

৬. নিচের কোনটি ভুল ?

(A) ভূ + ত + অ = ভূত
(B) বস্ + ত = বসত
(C) হন্ + ত = হত
(D) নম্ + ত = নত

উত্তর
(A) ভূ + ত + অ = ভূত

[ দেখে নাও : শুদ্ধ ও অশুদ্ধ বানান তালিকা – নিয়ম – PDF – বাংলা ব্যাকরণ]


৭. ছবির সদৃশ = প্রতিচ্ছবি — এটি কি ধরণের সমাস ?

(A) বহুব্রীহি সমাস
(B) অব্যয়ীভাব সমাস
(C) তৎপুরুষ সমাস
(D) দ্বিগু সমাস

উত্তর
(B) অব্যয়ীভাব সমাস

৮. জ কিংবা ঝ-এর পরে ম-র স্থানে –

(A) জ্ঞ-হয়
(B) ঞ-হয়
(C) ন হয়
(D) ণ-হয়

উত্তর
(B) ঞ-হয়

৯. কল্ কল্ – এটি কি ধরণের অব্যয়?

(A) ভাববাচক
(B) পদান্বয়ী
(C) ধ্বন্যাত্মক
(D) সমুচ্চয়ী

উত্তর
(C) ধ্বন্যাত্মক

১০. নিচের কোনটি ‘চন্দ্র’ শব্দটির সমার্থক শব্দ নয় ?

(A) নিশাপতি
(B) কুবলয়
(C) শশধর
(D) চন্দ্ৰমা

উত্তর
(B) কুবলয়

[ দেখে নাওসমার্থক শব্দ বা একার্থক শব্দ – বাংলা ব্যাকরণ –  Samarthak Shobdo –  PDF


১১. ‘ভার’ শব্দটির পদান্তর হল – 

(A) ভারত্ব
(B) ভারীত্ব
(C) ভারী
(D) কোনটি নয়

উত্তর
(C) ভারী

[ দেখে নাও৫৫০+ পদ পরিবর্তন তালিকা । পদান্তর । Pod Poriborton –  PDF Download


১২. যেখানে কর্তা অন্যকে দিয়ে কর্ম সম্পাদন করে তাকে বলে –

(A) উক্ত কর্তা
(B) অনুক্ত কর্তা
(C) নিরপেক্ষ কর্তা
(D) প্রযোজক কর্তা

উত্তর
(D) প্রযোজক কর্তা

১৩. সে নিজেই কথা বলছে।—এটি কি ধরণের সর্বনাম ?

(A) সাফল্যবাচক
(B) আত্মবাচক
(C) নির্দেশক
(D) প্রশ্নবোধক

উত্তর
(B) আত্মবাচক

১৪. অন্যের দ্বারা নির্ধারিত হয়ে বা প্রেরিত হয়ে যে কাজ করে, তাকে বলা হয় _____ কর্তা।

(A) সাধন
(B) সহযোগী
(C) প্রযোজ্য
(D) নিরপেক্ষ

উত্তর
(C) প্রযোজ্য

১৫. নিমিত্ত – এটি কি ধরণের অব্যয়?

(A) পদান্বয়ী
(B) অনন্বয়ী
(C) সমুচ্চয়ী
(D) ধ্বন্যাত্মক

উত্তর
(A) পদান্বয়ী

১৬. যে বিদেশে থাকে – বহুপদটির একপদীকরণ হল –

(A) বিদেশী
(B) প্রবাসী
(C) পরদেশী
(D) কোনটি নয়

উত্তর
(B) প্রবাসী

[ দেখে নাও : ১০০০+ এক কথায় প্রকাশ – বাক্য সংকোচন – PDF – বাংলা ব্যাকরণ ] 


১৭. ত বা দ -এর পরে শ-থাকলে সন্ধির ক্ষেত্রে –

(A) চ-হয়
(B) ছ-হয়
(C) জ-হয়
(D) ঝ-হয়

উত্তর
(B) ছ-হয়

[ দেখে নাও : ৪৫০+ সন্ধি বিচ্ছেদ তালিকা PDF – Sondhi Bicched in Bengali ] 


১৮. ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছিল। —এটি কি ধরণের ক্ৰিয়া ?

(A) সকর্মক
(B) সমাপিকা
(C) অকর্মক
(D) অসমাপিকা

উত্তর
(D) অসমাপিকা

১৯. নিচের কোন বানানটি ঠিক ?

(A) শশিভুসন
(B) শশিভূষণ
(C) শসিভূষন
(D) শশিভুসণ

উত্তর
(B) শশিভূষণ

২০. রাবণের পুত্র – এটির এককথায় প্রকাশ হোল

(A) ইন্দ্ৰজিৎ
(B) মেঘনাদ
(C) রাবণি
(D) কোনটি নয়

উত্তর
(C) রাবণি

২১. নিচের কোন দুটি বর্ণ অন্তঃস্থ বর্ণ?

(A) প, ফ
(B) র, ল
(C) ব, ভ
(D) চ, ছ

উত্তর
(B) র, ল

২২. রাম বিদ্যালয়ে গিয়াছে – এটি কোন বর্তমান কাল ?

(A) ঘটমান
(B) পুরাঘটিত
(C) নিত্য
(D) ঐতিহাসিক

উত্তর
(B) পুরাঘটিত

২৩. নিচের কোনটি ভুল-

(A) হন + তব্য = হন্তব্য
(B) শ্ৰু + তব্য = শ্রোতব্য
(C) ধৃ + + তব্য = ধৃতব্য
(D) ক + তব্য = কর্তব্য

উত্তর
(D) ক + তব্য = কর্তব্য

২৪. অশিক্ষিত শব্দটির বিপরীত শব্দ হল –

(A) শিক্ষিত
(B) উচ্চশিক্ষিত
(C) নিরক্ষর
(D) সাক্ষর

উত্তর
(A) শিক্ষিত

[ দেখে নাও : ৫৫০+ বিপরীতার্থক শব্দ তালিকা । বিপরীত শব্দ তালিকা –  PDF ] 


২৫. “বনের পাখি ছিল বনে”— রেখাঙ্কিত পদের কারক নির্ণয় করো।

(A) কর্মকারক
(B) কর্তৃকারক
(C) করণ কারক
(D) অধিকরণ কারক

উত্তর
(D) অধিকরণ কারক

২৬. নিচের কোন্ বানানটি ঠিক?

(A) উদ্বেল
(B) উদ্দেল
(C) উদেল
(D) উদ্বেল

উত্তর
(A) উদ্বেল

২৭. ‘কি’ দিয়ে প্রশ্ন করলে পাবো ____ কারক।

(A) কর্ম
(B) অপাদান
(C) সম্প্রদান
(D) কর্তৃ

উত্তর
(A) কর্ম

২৮. “বুলবুলিতে ধান খেয়েছে”- রেখাঙ্কিত পদটির কারক হল –

(A) কর্মকারক
(B) কর্তৃকারক
(C) সম্প্রদান কারক
(D) করণ কারক

উত্তর
(B) কর্তৃকারক

২৯. বাক্যে অসমাপিকা ও সমাপিকা ক্রিয়ার কর্তা পৃথক হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে ________ কর্তা বলে।

(A) প্রযোজ্য
(B) সহযোগী
(C) নিরপেক্ষ
(D) সাধন

উত্তর
(C) নিরপেক্ষ

৩০. উত্তরপদের প্রাধান্য পায় ______ সমাসে।

(A) কর্মধারয়
(B) দ্বন্দ্ব
(C) অব্যয়ীভাব
(D) বহুব্রীহি

উত্তর
(A) কর্মধারয়

৩১. ব্যক্তি বা পুরুষকে বোঝালে কোন সর্বনাম হয় ?

(A) পুরুষবাচক
(B) প্রশ্নবোধক
(C) আত্মবাচক
(D) নির্দেশক

উত্তর
(A) পুরুষবাচক

৩২. ‘কি দ্বারা’ দিয়ে প্রশ্ন করলে পাবো –

(A) কর্ম
(B) কর্তৃ
(C) অপাদান
(D) করণ

উত্তর
(D) করণ

৩৩. যে মরে না – বহুপদটির একপদীকরণ হোল –

(A) অমর
(B) দেবতা
(C) মৃত্যুহীন
(D) কোনটি নয়

উত্তর
(A) অমর

৩৪. বাংলা ভাষায় মোট কতগুলি বর্ণ?

(A) ৪২টি
(B) ৪৬টি
(C) ৪৭টি
(D) ৪৫টি

উত্তর
(C) ৪৭টি

৩৫. ‘ট’ কিংবা ‘ঠ’ – এর আগে সবসময় ______ বসে।

(A)
(B)
(C)
(D)

উত্তর
(C)

৩৬. বিভক্তি এবং অনুসর্গ যোগে শব্দগঠনের ভঙ্গী বা বৈশিষ্ট্যকে কি বলে ?

(A) ক্রিয়ারূপ
(B) ধাতুরূপ
(C) শব্দরূপ
(D) কর্তারূপ

উত্তর

৩৭. পূর্ণ যে চন্দ্র = পূর্ণচন্দ্র -এটি কি ধরণের সমাস ?

(A) তৎপুরুষ সমাস
(B) কর্মধারয় সমাস
(C) বহুব্রীহি সমাস
(D) দ্বিগু সমাস

উত্তর
(B) কর্মধারয় সমাস

৩৮. অন্যপদের অর্থ প্রাধান্য পায় _______ সমাসে |

(A) বহুব্রীহি
(B) কর্মধারয়
(C) অব্যয়ীভাব
(D) দ্বিগু

উত্তর
(A) বহুব্রীহি

৩৯. ‘অন্ধজনে দেহ আলো’—রেখাঙ্কিত পদে কোন কারক বর্তমান?

(A) অপাদান কারক
(B) সম্প্রদান কারক
(C) অধিকরণ কারক
(D) করণ কারক

উত্তর
(B) সম্প্রদান কারক

৪০. কিংবা—এটি কি ধরণের অব্যয়?

(A) সমুচ্চয়ী
(B) অনন্বয়ী
(C) পদান্বয়ী
(D) ধ্বন্যাত্মক

উত্তর
(A) সমুচ্চয়ী

৪১. রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। এটি কি ধরণের ক্রিয়া?

(A) সকর্মক
(B) অসমাপিকা
(C) অকর্মক
(D) সমাপিকা

উত্তর
(A) সকর্মক

৪২. নিচের কোন বানানটি ভুল।

(A) ব্যবসা
(B) ব্যর্থ
(C) আলস্য
(D) অভ্যস্থ

উত্তর
(D) অভ্যস্থ

৪৩. নিচের কোনটি ‘সমুদ্র’ শব্দটির সমার্থক শব্দ নয়?

(A) সলিল
(B) অর্ণব
(C) সাগর
(D) জলধি

উত্তর
(A) সলিল

৪৪. “আমার কথা শোন”— এটি কি ধরণের বাক্য?

(A) যৌগিক বাক্য
(B) সরল বাক্য
(C) জটিল বাক্য
(D) কোনটি নয়

উত্তর

৪৫. নিচের কোনটি ‘জল’ শব্দটির সমার্থক শব্দ নয়?

(A) উদক
(B) বারিধি
(C) বারি
(D) নীর

উত্তর
(B) বারিধি

৪৬. ‘কোথা থেকে’ দিয়ে প্রশ্ন করলে পাবো ____ কারক।

(A) অপাদান
(B) কর্তৃ
(C) কর্ম
(D) করণ

উত্তর
(A) অপাদান

৪৭. স্থির শব্দটির বিপরীতার্থক শব্দ কি হবে?

(A) অস্থিরতা
(B) অস্থির
(C) চঞ্চলতা
(D) গতিময়

উত্তর
(B) অস্থির

৪৮. ‘মুগ্ধ’ শব্দটি পদান্তর হল—

(A) মুগ্ধতা
(B) মোহ
(C) মুগ্ধত্ব
(D) মোহত্ব

উত্তর
(B) মোহ

৪৯. ‘মোচন’ শব্দটির পদান্তর হোল-

(A) মুক্ত
(B) মোচিত
(C) মোচনীয়
(D) মোচনীয়তা

উত্তর
(A) মুক্ত

৫০. বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যান্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদের বা সম্পর্ক তাকে ________ব লে।

(A) সমাস
(B) প্রত্যয়
(C) কারক
(D) অব্যয়

উত্তর
(C) কারক

৫১. তিনি পুজা করেন – এটি

(A) নিত্য বর্তমান
(B) ঘটমান বর্তমান
(C) ঐতিহাসিক বর্তমান
(D) পুরাঘটিত বর্তমান

উত্তর
(A) নিত্য বর্তমান

৫২. মোট ব্যঞ্জনবর্ণের সংখ্যা হল –

(A) ৩২টি
(B) ৩৪টি
(C) ৩৫টি
(D) ৩৬টি

উত্তর
(C) ৩৫টি

৫৩. অল্পপ্রাণ শব্দটির বিপরীতার্থক শব্দটি কি হবে ?

(A) গুরুপ্রাণ
(B) বেশিপ্রাণ
(C) স্বল্পপ্রাণ
(D) মহাপ্রাণ

উত্তর
(D) মহাপ্রাণ

৫৪. “প্রশ্নটির উত্তর বোঝানো সহজ নয়”– বাক্যটি কি ধরণের ?

(A) না বাচক বাক্য
(B) বিস্ময়সূচক বাক্য
(C) হ্যাঁ বাচক বাক্য
(D) প্রশ্নবোধক বাক্য

উত্তর
(A) না বাচক বাক্য

৫৫. “উত্তর আমার অজানা”– এটি কি ধরণের বাক্য?

(A) না বাচক
(B) বিস্ময়সূচক
(C) হ্যাঁ বাচক
(D) কোনটি নয়

উত্তর
(C) হ্যাঁ বাচক

৫৬. মালা গান গাইতেছিল – এটি

(A) ঘটমান অতীত
(B) নিত্যবৃত্ত অতীত
(C) সাধারণ অতীত
(D) পুরাঘটিত অতীত

উত্তর
(A) ঘটমান অতীত

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button