Daily Current Affairs in BengaliCurrent Affairs

22nd August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

22nd August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২২শে আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22nd August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কাকে Paytm-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পুনর্নিযুক্ত করা হয়েছে?

(A) শেরী সাইফি
(B) বিজয় শেখর শর্মা
(C) কৃত্তিকা ত্যাগী
(D) সৈয়দ আরসলান আলী

উত্তর :
(B) বিজয় শেখর শর্মা

  • বিজয় শেখর শর্মা Paytm-এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন।
  • Paytm কোম্পানিটি ২০১০ সালে বিজয় শেখর শর্মা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

২. কোন শহরে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সম্প্রতি “ভারতের প্রথম দেশীয়ভাবে উন্নত হাইড্রোজেন ফুয়েল সেল বাস” লঞ্চ করেছেন?

(A) পুনে
(B) কলকাতা
(C) আহমেদাবাদ
(D) মুম্বাই

উত্তর :
(A) পুনে

  • কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ২১শে আগস্ট ২০২২-এ পুনেতে “ভারতের প্রথম দেশীয়ভাবে উন্নত হাইড্রোজেন ফুয়েল সেল বাস” লঞ্চ করেছেন।
  • বাসটি তৈরি করেছে Council of Scientific and Industrial Research (CSIR) এবং বেসরকারি সংস্থা KPIT লিমিটেড।

৩. কেন্দ্রীয় সরকার নিম্নোক্ত কোনটিকে সম্প্রতি GI ট্যাগ প্রদান করেছে?

(A) তেজপুর লিচু
(B) মুগা সিল্ক
(C) মিথিলা মাখানা
(D) মালিহাবাদী আম

উত্তর :
(C) মিথিলা মাখানা

  • সম্প্রতি মিথিলা মাখানাকে GI ট্যাগ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
  • এই সিদ্ধান্তের ফলে বিহারের মিথিলা অঞ্চলের পাঁচ লক্ষেরও বেশি কৃষক উপকৃত হবেন।
  • একবার কোনো পণ্য GI ট্যাগ পেয়ে গেলে, কোনো ব্যক্তি বা কোম্পানি ওই নামে একই ধরনের কোনো আইটেম বিক্রি করতে পারবে না।
  • GI ট্যাগ ১০ বছরের জন্য বৈধ থাকে।

৪. বুলগেরিয়ার সোফিয়ায় অনুর্ধ্ব-২০ ‘World Wrestling Championship 2022’-এ স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর কে হয়ে উঠলেন?

(A) ভিনেশ ফোগাট
(B) অন্তিম পাংহাল
(C) ববিতা কুমারী
(D) সাক্ষী মালিক

উত্তর :
(B) অন্তিম পাংহাল

  • ১৭ -বছর বয়সী কুস্তিগীর অন্তিম পাংহাল ১৯শে অগাস্ট ২০২২-এ বুলগেরিয়ার সোফিয়াতে অনুর্ধ্ব-২০ ‘World Wrestling Championship’-এ স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হয়ে উঠেছেন।
  • এটি ছিল অনুর্ধ্ব-২০ ‘বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ’-এর ৪৫তম সংস্করণ।

৫. ভারত সম্প্রতি কোন রোগের পরীক্ষা করার জন্য প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করেছে?

(A) কোভিড-19
(B) পোলিও
(C) চিকেন পক্স
(D) মাঙ্কিপক্স

উত্তর :
(D) মাঙ্কিপক্স

  • মাঙ্কিপক্স রোগের পরীক্ষা করার জন্য ভারত প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করেছে ভারত।
  • কিটটি মাঙ্কিপক্স রোগের প্রাথমিক সনাক্তকরণে সহায়তা করবে।
  • ভারতে এখন পর্যন্ত মাঙ্কিপক্সের দশটি কেস রিপোর্ট করা হয়েছে।

৬. আব্দুল গাফফার নাদিয়াদওয়ালা সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

(A) আইনজীবী
(B) চলচ্চিত্র নির্মাতা
(C) ক্রিকেটার
(D) ডাক্তার

উত্তর :
(B) চলচ্চিত্র নির্মাতা

  • তিনি ১৯৬৫ সালে ”মহাভারত” সহ ৫০ টিরও বেশি হিন্দি ছবির প্রযোজক ছিলেন এবং ২০০০-এর দশকে ”হেরা ফেরি” এবং ”ওয়েলকাম”-এর মতো হিট কমেডি ছবিতেও যুক্ত ছিলেন তিনি।

 


৭. সম্মপ্রতি কে FTX Crypto Cup এ টানা তিনটি গেম জিতে এবং পাঁচবারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করলেন?

(A) রাহুল জাখর
(B) শাহু তুষার মানে
(C) রমেশবাবু প্রজ্ঞানন্ধ
(D) মেরাজ আহমদ খান

উত্তর :
(C) রমেশবাবু প্রজ্ঞানন্ধ

  • গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানান্ধা সম্প্রতি FTX ক্রিপ্টো কাপে টানা তিনটি গেম জিতে এবং পাঁচবারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে ইতিহাস তৈরি করেছিলেন।
  • প্রজ্ঞানান্ধা, ২০১৬ সালে ১০ বছর বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন।

৮. চন্ডীগড় এয়ারপোর্টের নাম পরিবর্তন করে সম্প্রতি কি রাখা হচ্ছে?

(A) ঋষি অরবিন্দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
(B) দাদাভাই নৌরজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
(C) ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
(D) তাঁতিয়া টোপি এয়ারপোর্ট

উত্তর :
(C) ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

  • পাঞ্জাব ও হরিয়ানা সরকার স্বাধীনতা সংগ্রামের আইকন শহীদ ভগৎ সিংয়ের নামে চণ্ডীগড়ের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করতে সম্মত হয়েছে।
  • পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা এই সিদ্বান্ত নিয়েছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button