Daily Current Affairs in BengaliCurrent Affairs

17th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

17th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৭ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 16th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দেশের পুরুষ এয়ার রাইফেল দল সম্প্রতি ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে?

(A) মিশর
(B) তুরস্ক
(C) থাইল্যান্ড
(D) ভারত

উত্তর
(D) ভারত

  • মিশরের কায়রোতে চলমান ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের পুরুষদের এয়ার রাইফেল দল ১৬ই অক্টোবর ২০২২-এ স্বর্ণপদক জিতে নিয়েছে।
  • রুদ্রাংক্ষ বালাসাহেব পাতিল, কিরণ অঙ্কুশ যাদব এবং অর্জুন বাবুতার ত্রয়ী চীনকে ১২-১০ ব্যবধানে হারিয়ে ভারতের পঞ্চম স্বর্ণপদক জিতেছে।

২. স্লোভাক প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অপূর্ব শ্রীবাস্তব
(B) অরবিন্দ ভার্মা
(C) বলবীর সেমওয়াল
(D) সিদ্ধার্থ সিং

উত্তর
(A) অপূর্ব শ্রীবাস্তব

  • তিনি বর্তমানে টরন্টোতে ভারতের কনস্যুলেটে কনসাল-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • এর আগে, বসনিয়া ও হার্জেগোভিনা এবং কুয়েতে যথাক্রমে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন পার্থ সতপতী এবং আদর্শ স্বয়িকা।
  • স্লোভাক প্রজাতন্ত্র (স্লোভাকিয়া) রাজধানী: ব্রাতিস্লাভা

৩. নিচের কোন রাজ্য সরকার রাজ্য সরকারি পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে?

(A) ওড়িশা
(B) গুজরাট
(C) ত্রিপুরা
(D) পশ্চিমবঙ্গ

উত্তর
(A) ওড়িশা

  • রাজ্য সরকারী পদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ১৫ই অক্টোবর ২০২২-এ ঘোষণা করেছেন যে সমস্ত ৫৭,০০০ চুক্তিভিত্তিক কর্মচারীকে নিয়মিত করা হবে।
  • এই সিদ্ধান্ত কার্যকর করতে রাজ্য সরকার প্রতি বছর অতিরিক্ত ১,৩০০ কোটি টাকা খরচ করবে।
  • ওড়িশায় চুক্তিভিত্তিক নিয়োগ ২০১৩ সালে শুরু হয়েছিল।

৪. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি কোথায় দেশের প্রথম হিন্দিতে MBBS কোর্স চালু করেছেন?

(A) নতুন দিল্লি
(B) ভোপাল
(C) লখনউ
(D) জয়পুর

উত্তর
(B) ভোপাল

  • মধ্যপ্রদেশের ভোপালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৬ই অক্টোবর ২০২২-এ দেশের প্রথম একটি হিন্দি MBBS কোর্স চালু করেছেন।
  • সম্প্রতি সংসদ সদস্যদের একটি কমিটি হিন্দিভাষী রাজ্যে উচ্চশিক্ষার জন্য হিন্দি ভাষাকে সুপারিশ করেছে।

৫. গুজরাটের কোন শহরে ভারত-আফ্রিকার একটি প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হতে চলেছে?

(A) আহমেদাবাদ
(B) গান্ধীনগর
(C) ভাদোদরা
(D) সুরাট

উত্তর
(B) গান্ধীনগর

  • গুজরাটের গান্ধীনগরে ১৮ই অক্টোবর ২০২২ এ ভারত-আফ্রিকার প্রতিরক্ষা সংলাপটি DefExpo 2022 এর পাশে অনুষ্ঠিত হবে।
  • প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আফ্রিকান দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের হোস্ট করবেন।
  • ২০২০ সালে উত্তর প্রদেশের লখনউতে প্রথমবারের মতো ভারত-আফ্রিকা প্রতিরক্ষা মন্ত্রীদের কনক্লেভ অনুষ্ঠিত হয়েছিল।

৬. ভারতীয় সেনাবাহিনী ‘অগ্নিবীর স্যালারি অ্যাকাউন্টের’ জন্য কয়টি নতুন ব্যাঙ্কের সাথে একটি চুক্তি সাক্ষর করেছে?

(A) ১২
(B)
(C) ১১
(D) ১০

উত্তর
(C) ১১

  • অগ্নিবীরদের নাম নথিভুক্ত করার সময় ব্যাঙ্কিং সুবিধা দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী ১১টি ব্যাঙ্কের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
  • ব্যাঙ্কগুলি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, IDBI ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, Yes ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, IDFC ফার্স্ট ব্যাঙ্ক এবং বন্ধন ব্যাঙ্ক।

৭. সম্প্রতি কোথায় তিন দিনব্যাপী ‘তৃতীয় বিশ্ব কুচিপুড়ি নাট্যোৎসবের’ আয়োজন করা হয়েছে?

(A) বিজয়ওয়াড়ায়
(B) বিশাখাপত্তনম
(C) তিরুপতি
(D) গুন্টুর

উত্তর
(A) বিজয়ওয়াড়ায়

  • বিজয়ওয়াড়ায় তিন দিনব্যাপী তৃতীয় বিশ্ব কুচিপুড়ি নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।
  • বিশ্ব কুচিপুডি নাট্যোৎসবটি ১৪ই অক্টোবর ২০২২-এ শুরু হয়৷
  • বিশ্ব বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী ভেম্পতি চায়না সত্যমের ৯৩তম জন্মবার্ষিকীর স্মরণে এই কুচিপুড়ি নৃত্য উৎসবের আয়োজন করা হচ্ছে৷

৮. লিঙ্গসমতা ও মহিলাদের ক্ষমতায়নের জন্য ICC সম্প্রতি কোন সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) UNICEF
(B) NATO
(C) WHO
(D) IMF

উত্তর
(A) UNICEF

  • বিশ্বের সেরা কিছু খেলোয়াড়কে নিয়ে বৃহত্তর জেন্ডার ইকুয়ালিটি ক্যাম্পেইন চালানোর উদ্দেশ্যে এই বহুকটি করা হয়েছে।

ICC :

  • প্রতিষ্ঠা : ১৫ই জুন ১৯০৯
  • চেয়ারম্যান : গ্রেগ বার্কলে

UNICEF :

  • সদর দপ্তর: নিউ ইয়র্ক
  • প্রতিষ্ঠা: ১১ই ডিসেম্বর ১৯৪৬
  • প্রধান: ক্যাথরিন এম রাসেল

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button