Daily Current Affairs in BengaliCurrent Affairs

25th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

25th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৫শে মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th March Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. “Unfilled Barrels: India’s Oil Story”- বইটির লেখক কে?

(A) রিচা মিশ্র
(B) তানভীর গিল
(C) আয়েশা ফরিদী
(D) সুচেতা দালাল

[spoiler title=”উত্তর : “] (A) রিচা মিশ্র

  • সাংবাদিক রিচা মিশ্রের ““Unfilled Barrels: India’s Oil Story” হল গত অর্ধ শতাব্দীতে ভারতের তেল ও গ্যাস সেক্টরের উন্নয়নের গল্প।
  • বইটি ১৯৭০-এর দশকে পেট্রোলিয়াম মন্ত্রী কেশব দেব মালব্যের ভূমিকার কথা তুলে ধরে।
[/spoiler]

২. ২০২২ সাল ‘অসম রাইফেলস’-এর প্রতিষ্ঠা দিবসের কোন বার্ষিকীকে চিহ্নিত করে?

(A) ১৯০তম
(B) ১৮৭তম
(C) ১৮৯তম
(D) ১৮৮তম

[spoiler title=”উত্তর : “] (B) ১৮৭তম

  • আসাম রাইফেলস রাইজিং ডে প্রতি বছর ২৪ শে মার্চে পালিত হয়।
  • অসম রাইফেলস ভারতের প্রাচীনতম আধাসামরিক বাহিনী।
  • আসাম রাইফেলস ১৮৩৫ সালে “চাচার লেভি” নামে প্রতিষ্ঠিত হয়েছিল।
  • ‘আসাম রাইফেলস’ নামটি ১৯১৭ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।
[/spoiler]

৩. কোন দিনটিতে ‘International Day of the Unborn Child’ পালিত হয়?

(A) ২৩শে মার্চ
(B) ২৪শে মার্চ
(C) ২৫শে মার্চ
(D) ২৬শে মার্চ

[spoiler title=”উত্তর : “] (C) ২৫শে মার্চ

  • দ্বিতীয় সেন্ট জন পল এর রাজ্যাভিষেকের সময় ১৯৯৯ সালে উরুগুয়েতে গর্ভপাতের (Abortion) শিকারদের জন্য এই স্মরণ দিবসটি চালু হয়েছিল হয়েছিল।
[/spoiler]

৪. সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের উপদেষ্টা (Adviser) হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) বিনোদ জি খাণ্ডারে
(B) সঞ্জীব কুমার শর্মা
(C) হরপাল সিং
(D) আর কে এস কুশওয়াহা

[spoiler title=”উত্তর : “] (A) বিনোদ জি খাণ্ডারে

  • প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল বিনোদ জি খাণ্ডারে সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।
  • ২০১৮ থেকে অক্টোবর ২০২১ পর্যন্ত, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ‘জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়’-এ (National Security Council Secretariat) সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
[/spoiler]

৫. ‘Norwegian Academy of Science and Letters’ কাকে সম্প্রতি অ্যাবেল পুরস্কার ২০২২ (Abel Prize) প্রদান করেছে?

(A) উইলিয়াম ব্রাউডার
(B) এলেন স্পারটাস
(C) হ্যাল অ্যাবেলসন
(D) ডেনিস পার্নেল সুলিভান

[spoiler title=”উত্তর : “] (D) ডেনিস পার্নেল সুলিভান

  • টপোলজিতে (গণিত বিষয়ক) তার যুগান্তকারী অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হয়।
  • তিনি অসংখ্য পুরস্কার জিতেছেন, তার মধ্যে Steele Prize, ২০১০ এ গণিতে Wolf Prize ইত্যাদি।
[/spoiler]

৬. তিরুবনন্তপুরমে ভারতীয় গ্র্যান্ড প্রিক্স ২ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেসে সম্প্রতি কে নতুন জাতীয় রেকর্ড কে তৈরি করলেন?

(A) কে টি ইরফান
(B) বিষ্ণু সারাভানন
(C) শিবপাল সিং
(D) অবিনাশ সাবলে

[spoiler title=”উত্তর : “] (D) অবিনাশ সাবলে

  • ২৩শে মার্চ ২০২২ এ এই রেকর্ড করেন তিনি।
  • মহিলাদের ৪০০ মিটার স্প্রিন্টার, প্রিয়া মোহন এবং ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌর মহিলাদের ইভেন্টগুলিতে শীর্ষ সম্মান ভাগ করে নেন ৷
[/spoiler]

৭. ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি (Chief Justice of India) আরসি লাহোতি সম্প্রতি প্রয়াত হলেন। কোন বছরে তিনি National Law Day Award পেয়েছিলেন?

(A) ২০০০
(B) ২০০৬
(C) ২০০৪
(D) ২০০২

[spoiler title=”উত্তর : “] (B) ২০০৬

  • ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি (CJI) আরসি লাহোতি ২৩শে মার্চ, ২০২২-এ মারা যান।
  • তিনি জুন ২০০৪ থেকে অক্টোবর ২০০৫ পর্যন্ত CJI হিসাবে দায়িত্ব পালন করেন।
  • ২০০৬ সালে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং তাকে জাতীয় আইন দিবস পুরস্কার প্রদান করেন।
[/spoiler]

৮. এমএস ধোনি সম্প্রতি IPL ২০২২ মরসুমের আগে CSK এর ক্যাপ্টেন পদ থেকে পদত্যাগ করেছেন। কে CSK-এর নতুন ক্যাপ্টেন হবেন?

(A) রোহিত শর্মা
(B) ঋষভ পন্ত
(C) রবীন্দ্র জাদেজা
(D) রবিচন্দ্রন অশ্বিন

[spoiler title=”উত্তর : “] (C) রবীন্দ্র জাদেজা

  • এমএস ধোনি ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসে ক্যাপ্টেন হিসাবে নেতৃত্ব দিয়েছেন।
  • ধোনি এবং সুরেশ রায়নার পরে CSK তে নেতৃত্ব দেওয়া তৃতীয় খেলোয়াড় হবেন রবীন্দ্র জাদেজা।
  • ধোনির নেতৃত্বে CSK ২০১০, ২০১১, ২০১৮ এবং ২০২১ সালে মোট চারটি IPL শিরোপা জিতেছেন।
[/spoiler]

৯. মহারাষ্ট্র বিধানসভা নাগরিক সংস্থা, কর্পোরেশন এবং স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত কর্মকর্তাদের জন্য কোন ভাষা বাধ্যতামূলক করার বিল পাস করেছে?

(A) খানদেশী
(B) মালওয়ানি
(C) সামবেদী
(D) মারাঠি

[spoiler title=”উত্তর : “] (D) মারাঠি

  • কিছু কিছু সরকারি কাজে স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা ইংরেজি বা হিন্দি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
  • মার্চ মাসে, রাজ্য বিধানসভা আরো একটি আইন অনুমোদন করেছিল যাতে সমস্ত দোকানের সাইনবোর্ডে মারাঠি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।
[/spoiler]

১০. সম্প্রতি Dun and Bradstreet এর আন্তর্জাতিক কৌশলগত উপদেষ্টা বোর্ডে কে যোগদান করেছেন?

(A) দীনেশ কুমার খারা
(B) রজনীশ কুমার
(C) আদিত্য পুরী
(D) শাশ্বত নাকরানি

[spoiler title=”উত্তর : “] (B) রজনীশ কুমার

  • প্রাক্তন SBI চেয়ারম্যান রজনীশ কুমার ২৪শে মার্চ ২০২২ তারিখে Dun & Bradstreet এর আন্তর্জাতিক কৌশলগত উপদেষ্টা বোর্ডে যোগদান করেছেন।
  • Dun & Bradstreet Corporation হল একটি আমেরিকান কোম্পানি যা ব্যবসার জন্য বাণিজ্যিক ডেটা ও বিভিন্ন বিশ্লেষণের তথ্য প্রদান করে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button