25th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
25th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৫শে মার্চ – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th March Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. “Unfilled Barrels: India’s Oil Story”- বইটির লেখক কে?
(A) রিচা মিশ্র
(B) তানভীর গিল
(C) আয়েশা ফরিদী
(D) সুচেতা দালাল
- সাংবাদিক রিচা মিশ্রের ““Unfilled Barrels: India’s Oil Story” হল গত অর্ধ শতাব্দীতে ভারতের তেল ও গ্যাস সেক্টরের উন্নয়নের গল্প।
- বইটি ১৯৭০-এর দশকে পেট্রোলিয়াম মন্ত্রী কেশব দেব মালব্যের ভূমিকার কথা তুলে ধরে।
২. ২০২২ সাল ‘অসম রাইফেলস’-এর প্রতিষ্ঠা দিবসের কোন বার্ষিকীকে চিহ্নিত করে?
(A) ১৯০তম
(B) ১৮৭তম
(C) ১৮৯তম
(D) ১৮৮তম
- আসাম রাইফেলস রাইজিং ডে প্রতি বছর ২৪ শে মার্চে পালিত হয়।
- অসম রাইফেলস ভারতের প্রাচীনতম আধাসামরিক বাহিনী।
- আসাম রাইফেলস ১৮৩৫ সালে “চাচার লেভি” নামে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ‘আসাম রাইফেলস’ নামটি ১৯১৭ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।
৩. কোন দিনটিতে ‘International Day of the Unborn Child’ পালিত হয়?
(A) ২৩শে মার্চ
(B) ২৪শে মার্চ
(C) ২৫শে মার্চ
(D) ২৬শে মার্চ
- দ্বিতীয় সেন্ট জন পল এর রাজ্যাভিষেকের সময় ১৯৯৯ সালে উরুগুয়েতে গর্ভপাতের (Abortion) শিকারদের জন্য এই স্মরণ দিবসটি চালু হয়েছিল হয়েছিল।
৪. সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের উপদেষ্টা (Adviser) হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) বিনোদ জি খাণ্ডারে
(B) সঞ্জীব কুমার শর্মা
(C) হরপাল সিং
(D) আর কে এস কুশওয়াহা
- প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল বিনোদ জি খাণ্ডারে সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।
- ২০১৮ থেকে অক্টোবর ২০২১ পর্যন্ত, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ‘জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়’-এ (National Security Council Secretariat) সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
৫. ‘Norwegian Academy of Science and Letters’ কাকে সম্প্রতি অ্যাবেল পুরস্কার ২০২২ (Abel Prize) প্রদান করেছে?
(A) উইলিয়াম ব্রাউডার
(B) এলেন স্পারটাস
(C) হ্যাল অ্যাবেলসন
(D) ডেনিস পার্নেল সুলিভান
- টপোলজিতে (গণিত বিষয়ক) তার যুগান্তকারী অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হয়।
- তিনি অসংখ্য পুরস্কার জিতেছেন, তার মধ্যে Steele Prize, ২০১০ এ গণিতে Wolf Prize ইত্যাদি।
৬. তিরুবনন্তপুরমে ভারতীয় গ্র্যান্ড প্রিক্স ২ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেসে সম্প্রতি কে নতুন জাতীয় রেকর্ড কে তৈরি করলেন?
(A) কে টি ইরফান
(B) বিষ্ণু সারাভানন
(C) শিবপাল সিং
(D) অবিনাশ সাবলে
- ২৩শে মার্চ ২০২২ এ এই রেকর্ড করেন তিনি।
- মহিলাদের ৪০০ মিটার স্প্রিন্টার, প্রিয়া মোহন এবং ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌর মহিলাদের ইভেন্টগুলিতে শীর্ষ সম্মান ভাগ করে নেন ৷
৭. ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি (Chief Justice of India) আরসি লাহোতি সম্প্রতি প্রয়াত হলেন। কোন বছরে তিনি National Law Day Award পেয়েছিলেন?
(A) ২০০০
(B) ২০০৬
(C) ২০০৪
(D) ২০০২
- ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি (CJI) আরসি লাহোতি ২৩শে মার্চ, ২০২২-এ মারা যান।
- তিনি জুন ২০০৪ থেকে অক্টোবর ২০০৫ পর্যন্ত CJI হিসাবে দায়িত্ব পালন করেন।
- ২০০৬ সালে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং তাকে জাতীয় আইন দিবস পুরস্কার প্রদান করেন।
৮. এমএস ধোনি সম্প্রতি IPL ২০২২ মরসুমের আগে CSK এর ক্যাপ্টেন পদ থেকে পদত্যাগ করেছেন। কে CSK-এর নতুন ক্যাপ্টেন হবেন?
(A) রোহিত শর্মা
(B) ঋষভ পন্ত
(C) রবীন্দ্র জাদেজা
(D) রবিচন্দ্রন অশ্বিন
- এমএস ধোনি ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসে ক্যাপ্টেন হিসাবে নেতৃত্ব দিয়েছেন।
- ধোনি এবং সুরেশ রায়নার পরে CSK তে নেতৃত্ব দেওয়া তৃতীয় খেলোয়াড় হবেন রবীন্দ্র জাদেজা।
- ধোনির নেতৃত্বে CSK ২০১০, ২০১১, ২০১৮ এবং ২০২১ সালে মোট চারটি IPL শিরোপা জিতেছেন।
৯. মহারাষ্ট্র বিধানসভা নাগরিক সংস্থা, কর্পোরেশন এবং স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত কর্মকর্তাদের জন্য কোন ভাষা বাধ্যতামূলক করার বিল পাস করেছে?
(A) খানদেশী
(B) মালওয়ানি
(C) সামবেদী
(D) মারাঠি
- কিছু কিছু সরকারি কাজে স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা ইংরেজি বা হিন্দি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
- মার্চ মাসে, রাজ্য বিধানসভা আরো একটি আইন অনুমোদন করেছিল যাতে সমস্ত দোকানের সাইনবোর্ডে মারাঠি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।
১০. সম্প্রতি Dun and Bradstreet এর আন্তর্জাতিক কৌশলগত উপদেষ্টা বোর্ডে কে যোগদান করেছেন?
(A) দীনেশ কুমার খারা
(B) রজনীশ কুমার
(C) আদিত্য পুরী
(D) শাশ্বত নাকরানি
- প্রাক্তন SBI চেয়ারম্যান রজনীশ কুমার ২৪শে মার্চ ২০২২ তারিখে Dun & Bradstreet এর আন্তর্জাতিক কৌশলগত উপদেষ্টা বোর্ডে যোগদান করেছেন।
- Dun & Bradstreet Corporation হল একটি আমেরিকান কোম্পানি যা ব্যবসার জন্য বাণিজ্যিক ডেটা ও বিভিন্ন বিশ্লেষণের তথ্য প্রদান করে।
To check our latest Posts - Click Here