Daily Current Affairs in BengaliCurrent Affairs

25th August Current Affairs Quiz 2023 – Bengali – FIDE বিশ্বকাপ ২০২৩ এর রানার হলেন প্রজ্ঞানন্দ

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৫শে আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  24th August Current Affairs Quiz 2023 – Bengali – জাতীয় সবুজ ট্রাইব্যুনালের চেয়ারপারসন প্রকাশ শ্রীবাস্তব

Daily Current Affairs MCQ in Bengali


১. BRICS 2023 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস দেশগুলিকে কোন উপহার দিয়েছেন?

(A) সুরাহী
(B) গোন্ড পেইন্টিং
(C) নক্কাশি
(D) উপরের সবগুলো

[spoiler title=’উত্তর ‘ ] (D) উপরের সবগুলো

  • প্রধানমন্ত্রী তেলেঙ্গানা থেকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসাকে একজোড়া ‘সুরাহি’ এবং তাঁর স্ত্রী এবং আয়োজক দেশের প্রথম মহিলাকে নাগাল্যান্ডের শাল উপহার দেন।
  • উপহারটিতে রৌপ্য ‘নক্কাশি’ও রয়েছে। এগুলি প্রথমে কাগজে আঁকা হয় পরে সেই নকশা রূপালী চাদরে করা হয়।
  • শ্রী মোদী মধ্যপ্রদেশ থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে গন্ড পেইন্টিং উপহার দিয়েছেন।
[/spoiler]

২. মধ্যপ্রদেশের কোন শহরে, মুখ্যমন্ত্রী শিবরাজ শ্রী হনুমান লোকের উদ্বোধন করেন?

(A) ইন্দোর
(B) গোয়ালিয়র
(C) ভোপাল
(D) ছিন্দওয়ারা

[spoiler title=’উত্তর ‘ ] (D) ছিন্দওয়ারা

  • মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার জাম সানওয়ালি হনুমান মন্দিরে শ্রী হনুমান লোকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
  • তিনি এটাও ঘোষণা করেন যে ছিন্দওয়াড়া থেকে একটি নতুন জেলা তৈরি করা হবে।
[/spoiler]

৩. ইন্ডিয়ান পাম্প ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন?

(A) কে.ভি. কার্তিক
(B) আর. কুমারভেলু
(C) কপিল সিব্বল
(D) রানা দুর্গাবতী

[spoiler title=’উত্তর ‘ ] (A) কে.ভি. কার্তিক

  • ভারতীয় পাম্প ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (আইপিএমএ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন কে.ভি. কার্তিক।
  • তিনি ভারতের অন্যতম প্রধান পাম্প উৎপাদনকারী কোম্পানি ডেকান ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডিরেক্টর।
[/spoiler]

৪. FIDE বিশ্বকাপ ২০২৩ এর রানার আপ হয়েছেন –

(A) হিকারু নাকামুরা
(B) রমেশবাবু প্রজ্ঞানন্দ
(C) ফ্যাবিয়ানো কারুয়ানা
(D) ম্যাগনাস কার্লসেন

[spoiler title=’উত্তর ‘ ] (B) রমেশবাবু প্রজ্ঞানন্দ

  • সম্প্রতি FIDE বিশ্বকাপে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসনের কাছে পরাজিত হন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা।
  • মাত্র ১৮ বছর বয়সে প্রজ্ঞানন্দা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে সবাইকে তাক লাগিয়ে দেন।
[/spoiler]

৫. কোন রাজ্য সরকার ২ অক্টোবর, ২০২৩ থেকে ১ লিটারের নিচে প্লাস্টিকের জলের বোতল নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি জারি করেছে?

(A) আসাম
(B) পশ্চিমবঙ্গ
(C) ওড়িশা
(D) মুম্বাই

[spoiler title=’উত্তর ‘ ] (A) আসাম
আসাম সরকার ২ অক্টোবর, ২০২৩ থেকে ১ লিটারের নিচে প্লাস্টিকের জলের বোতল নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি জারি করেছে। [/spoiler]

৬. কোন দেশ সম্প্রতি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি ডিভাইস তৈরি করেছে?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) জার্মানি
(C) ভারত
(D) যুক্তরাজ্য

[spoiler title=’উত্তর ‘ ] (B) জার্মানি

  • জার্মানি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি ডিভাইস তৈরি করেছে৷
  • এই ডিভাইসটি প্রথমবার ভারতে আনা হয়েছে এবং পুনেতে দৃষ্টি প্রতিবন্ধীদের দেওয়া হয়েছে।
  • এই যন্ত্রটির সাহায্যে অন্ধ ক্রীড়াবিদরা শুটিংয়ে অংশগ্রহণ করতে পারবে।
[/spoiler]

৭. ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু সম্প্রতি কার স্মরণে ডাকটিকিট প্রকাশ করেছেন ?

(A) দাদি প্রকাশমণি
(B) সত্য সাই বাবা
(C) নিম করোলি বাবা
(D) দেবরাহা বাবা

[spoiler title=’উত্তর ‘ ] (A) দাদি প্রকাশমণি
ভারতের রাষ্ট্রপতি, শ্রীমতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে ব্রহ্মা কুমারীদের প্রাক্তন প্রধান দাদি প্রকাশনীর স্মরণে একটি ডাকটিকিট প্রকাশ করেছেন। [/spoiler]

৮. সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী মোদিকে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার প্রদান করেছে ?

(A) রুয়ান্ডা
(B) মিশর
(C) দক্ষিন আফ্রিকা
(D) গ্রীস

[spoiler title=’উত্তর ‘ ] (D) গ্রীস

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রীক রাষ্ট্রপতি ক্যাটেরিনা সাকেল্লারপোলু ‘দ্য গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার‘ পুরস্কারে ভূষিত করেছেন।
  • এটি গ্রিসের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান।
[/spoiler]

৯. ‘বিশ্ব জল সপ্তাহ ২০২৩’ (World Water Week 2023) অনুষ্ঠানের আয়োজক কোন দেশ কোনটি ?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) সুইডেন
(C) শ্রীলঙ্কা
(D) বাংলাদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (B) সুইডেন
‘বিশ্ব জল সপ্তাহ ২০২৩’ (World Water Week 2023) এর থিম ‘Seeds of Change: Innovative Solutions for a Water-Wise World’ । সুইডেনের স্টকহোমে এটি আয়োজন করা হয়েছে । [/spoiler]

১০. ভারতের প্রথম দেশীয় ই-ট্র্যাক্টর Prima ET11 কোন প্রতিষ্ঠান তৈরি করেছে?

(A) L&T
(B) DRDO
(C) CSIR
(D) IIT Madras

[spoiler title=’উত্তর ‘ ] (C) CSIR
দেশীয় পদ্ধতিতে তৈরী ই-ট্র্যাক্টর Prima ET11 তৈরি করেছে CSIR-এর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CMERI), দুর্গাপুর। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button