Daily Current Affairs in BengaliCurrent Affairs

24th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

24th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৪শে সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th September Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 22st September Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ‘হামার বেটি-হামার মান’ প্রচারাভিযান নিচের কোন রাজ্যের দ্বারা চালু করা হয়েছে?

(A) ঝাড়খণ্ড
(B) পশ্চিমবঙ্গ
(C) বিহার
(D) ছত্তিশগড়

উত্তর
(D) ছত্তিশগড়

  • ছত্তিশগড় সরকার মহিলাদের সুরক্ষা এবং সমাজে তাদের ক্ষমতায়নের উদ্বেগের কথা মাথায় রেখে রাজ্যে ‘হামার বেটি-হামার মান’ প্রচারাভিযানটি চালু করেছে।
  • এই ক্যাম্পেইনের আওতায় মেয়েদের আইনগত অধিকার, যৌন অপরাধসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সম্পর্কে পড়ানো হবে।
  • হামার বেটি হামার মান অভিযানের আওতায় একটি হেল্পলাইন নম্বরও জারি করা হবে।

২. আসাম সরকারের ‘জল দূত’ উদ্যোগ নিম্নলিখিত কোন ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির সাথে সম্পর্কিত?

(A) জল সংরক্ষণ
(B) স্যানিটেশন
(C) স্বাস্থ্য
(D) উপরের সবগুলি

উত্তর
(D) উপরের সবগুলি

  • আসাম সরকার জল সংরক্ষণ এবং সম্পর্কিত সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি করতে রাজ্যে ২.৫ লক্ষ জল দূতকে নিযুক্ত করবে।

অসম :

  • রাজধানী: দিসপুর
  • মুখ্যমন্ত্রী: হিমন্ত বিশ্ব শর্মা
  • রাজ্যপাল: জগদীশ মুখী
  • জনসংখ্যা: ৩.০৯ কোটি
  • ভাষা: অসমীয়া ভাষা

৩. কোন শহরে ‘Dairy Cooperative Conclave’-এর উদ্বোধন করবেন অমিত শাহ?

(A) গ্যাংটক
(B) পাটনা
(C) সিমলা
(D) কলকাতা

উত্তর
(A) গ্যাংটক

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৭ই অক্টোবর ২০২২-এ সিকিমের গ্যাংটকে ‘Dairy Cooperative Conclave’-এর উদ্বোধন করবেন।
  • এটি ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ ডেইরি ফেডারেশন দ্বারা সংগঠিত হবে।

৪. কোন বছরে, ভারত গ্রেটার নয়ডার ‘বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট’-এ তার প্রথম MotoGP ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেস হোস্ট করবে?

(A) ২০২২
(B) ২০২৫
(C) ২০২৪
(D) ২০২৩

উত্তর
(D) ২০২৩

  • এটি ২০২৩-২০২৪ থেকে ২০৩০-২০৩১ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এটি ‘Grand Prix of Bharat’ নামে পরিচিত হবে।

৫. নিমোক্তদের মধ্যে কে সম্প্রতি হকি ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন?

(A) সন্দীপ সিং
(B) দিলীপ তিরকি
(C) রানী রামপাল
(D) চিত্রশি রাওয়াত

উত্তর
(B) দিলীপ তিরকি

  • প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক দিলীপ টির্কি ২৩শে সেপ্টেম্বর ২০২২-এ হকি ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন।
  • ইতিহাসে প্রথমবার, একজন প্রাক্তন ক্রীড়াবিদ এবং একজন অলিম্পিয়ান হকি ইন্ডিয়ার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।

৬. ‘Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas-Prime Minister Narendra Modi Speaks’ বইটি সম্প্রতি কে প্রকাশ করেছেন?

(A) এম ভেঙ্কাইয়া নাইডু
(B) আরিফ মোহাম্মদ খান
(C) অনুরাগ ঠাকুর
(D) উপরের সকলে

উত্তর
(D) উপরের সকলে

  • বইটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচিত বক্তৃতার একটি সংগ্রহ।
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২২-এ নতুন দিল্লির আকাশবাণী ভবনে বইটি প্রকাশিত হয়েছিল।

৭. নিম্নোক্ত কোন রাজ্য ‘Chief Minister’s Health Insurance Scheme’ নামে একটি নিজস্ব স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করবে?

(A) নাগাল্যান্ড
(B) কেরালা
(C) হিমাচল প্রদেশ
(D) উত্তর প্রদেশ

উত্তর
(A) নাগাল্যান্ড

  • নাগাল্যান্ড সরকার ১লা অক্টোবর ২০২২-এ মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা প্রকল্প (CMHIS) নামে নিজস্ব স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করবে।
  • এই প্রকল্পের অধীনে সুবিধাভোগী প্রতি পরিবার প্রতি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা কভারেজ পাবে।

৮. কোন রাজ্য সরকার ‘গবাদি পশু (গরু) নিয়ন্ত্রণ বিল’ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে?

(A) উত্তর প্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) গুজরাট
(D) মধ্যপ্রদেশ

উত্তর
(C) গুজরাট

  • গুজরাট বিধানসভা ‘গবাদি পশু নিয়ন্ত্রণ বিল’ পাস করেছিল যার লক্ষ্য ছিল রাজ্যের শহুরে এলাকার রাস্তায় বিপথগামী গবাদি পশুর চলাচল নিষিদ্ধ করা।
  • বিলটি পাসের পাঁচ মাস পরে, বিলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর রাজ্য সরকার তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button