Daily Current Affairs in BengaliCurrent Affairs

2nd November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

2nd November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১লা নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 1st November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোন রাজ্যের মানগড় ধামকে একটি জাতীয় স্মৃতিসৌধ ঘোষণা করেছেন?

(A) রাজস্থান
(B) হরিয়ানা
(C) কেরালা
(D) গুজরাট

[spoiler title=’উত্তর ‘ ] (A) রাজস্থান

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১লা নভেম্বর রাজস্থানের মানগড় ধামকে একটি জাতীয় স্মৃতিসৌধ ঘোষণা করেছেন।
  • এই ধামটি, ১৯১৩ সালে ব্রিটিশ সেনাবাহিনী দ্বারা গণহত্যা হওয়া প্রায় ১,৫০০ জন আদিবাসীদের জন্য একটি স্মারক।
  • গুজরাট-রাজস্থান সীমান্তের বাঁশওয়ারা জেলায় এটি অবস্থিত।
  • ১৯১৩ সালে মানগড়ে ব্রিটিশদের বিরুদ্ধে আদিবাসীদের সমাবেশের নেতৃত্বে ছিলেন সমাজ সংস্কারক গোবিন্দ গুরু।
[/spoiler]

২. কোন দেশ প্রাক্তন মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডিকে মরণোত্তর ‘ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার’ সম্মানে ভূষিত করেছে?

(A) বাংলাদেশ
(B) পাকিস্তান
(C) ওমান
(D) ইরান

[spoiler title=’উত্তর ‘ ] (A) বাংলাদেশ

  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ১ নভেম্বর ঢাকায় সাবেক মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডিকে মর্যাদাপূর্ণ ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মানে ভূষিত করেছেন।
  • বাংলাদেশের স্বাধীনতায় অবদানের জন্য তাকে ভূষিত করা হয়েছে।
  • কেনেডি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তানে মার্কিন সামরিক ও অর্থনৈতিক সাহায্য বন্ধ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেন।
  • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মার্চ ১৯৭১ – ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত চলেছিল।
[/spoiler]

৩. নিম্নোক্ত লেখকদের মধ্যে কে তার সর্বশেষ বই ‘Nuclearization of Asia’ প্রকাশ করেছেন?

(A) রিনে নাবা
(B) মার্সেল প্রুস্ট
(C) ভলতেয়ার
(D) জুল ভার্ন

[spoiler title=’উত্তর ‘ ] (A) রিনে নাবা

  • ফরাসি লেখক রেনে নাবা সম্প্রতি জেনেভায় তার সর্বশেষ বই ‘Nuclearization of Asia’ প্রকাশ করেছেন।
  • তিনি “International Center for the Fight against Terrorism” এর ভাইস প্রেসিডেন্ট।
[/spoiler]

৪. UGC সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রতি বছর কোন দিনটিতে ‘ভারতীয় ভাষা দিবস’ পালন করার নির্দেশ দিয়েছে?

(A) ৩১শে অক্টোবর
(B) ২রা নভেম্বর
(C) ১১ই ডিসেম্বর
(D) ১লা নভেম্বর

[spoiler title=’উত্তর ‘ ] (C) ১১ই ডিসেম্বর

  • UGC সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতি বছর ১১ই ডিসেম্বর ‘ভারতীয় ভাষা দিবস’ পালনের নির্দেশ দিয়েছে।
  • ১১ই ডিসেম্বর আধুনিক তামিল কবিতার পথপ্রদর্শক কবি সুব্রামানিয়া ভারতীর জন্মবার্ষিকী।
[/spoiler]

৫. সম্প্রতি প্রয়াত ভারতের স্টিল ম্যানের নাম কি?

(A) পার্থ সতপতী
(B) বিবেক সিং
(C) শঙ্করসুব্রহ্মণ্যন কে
(D) জামশেদ জে ইরানি

[spoiler title=’উত্তর ‘ ] (D) জামশেদ জে ইরানি

  • ভারতের স্টিল ম্যান হিসাবে পরিচিত জামশেদ জে ইরানি সম্প্রতি জামশেদপুরে প্রয়াত হলেন।
  • তিনি ধাতুবিদ্যার ক্ষেত্রে তাঁর পরিষেবার স্বীকৃতি হিসাবে ২০০৮ সালে সরকার কর্তৃক লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
[/spoiler]

৬. সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্টের ২১তম সভায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কে?

(A) এস জয়শঙ্কর
(B) কিরেন রিজিজু
(C) অমিত শাহ
(D) নরেন্দ্র মোদি

[spoiler title=’উত্তর ‘ ] (A) এস জয়শঙ্কর

  • এটি ১লা নভেম্বর ২০২২-এ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল।
  • চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বেইজিংয়ে এই বৈঠকের আয়োজন করবেন।
  • ভারত ২০২২ সালের সেপ্টেম্বর থেকে SCO এর প্রেসিডেন্ট।
[/spoiler]

৭. ভারতের প্রথম অ্যাকোয়া পার্ক কোন রাজ্যে স্থাপিত হবে?

(A) মেঘালয়
(B) মহারাষ্ট্র
(C) গোয়া
(D) অরুণাচল প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (D) অরুণাচল প্রদেশ

  • ভারত সরকার অরুণাচল প্রদেশের নিম্ন সুবনসিরি জেলার তারিনে ভারতের প্রথম অ্যাকোয়া পার্ক স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে।
  • রাজধানী: ইটানগর
  • মুখ্যমন্ত্রীঃ পেমা খান্ডু
[/spoiler]

৮. উত্তর ভারতের প্রথম ডেটা সেন্টার কোন রাজ্যে স্থাপিত হয়েছে?

(A) উত্তরপ্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) উত্তরাখণ্ড
(D) রাজস্থান

[spoiler title=’উত্তর ‘ ] (A) উত্তরপ্রদেশ

  • উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তর ভারতের প্রথম হাইপার-স্কেল ডেটা সেন্টার Yotta Yotta D1 এর উদ্বোধন করেছেন।
  • উত্তরপ্রদেশে কেন্দ্রটি ৫,০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button