WB Primary TET Syllabus 2022 PDF Download | প্রাথমিক TET সিলেবাস 2022 :
WB Primary TET Syllabus 2022 PDF : নিচে দেওয়া রইলো WB PTET 2022 এর সিলেবাস এবং Exam Pattern। সকল পরীক্ষার্থীরা সহজেই আমাদের website থেকে West Bengal Primary TET 2022 এর syllabus এর PDF Download করে নিতে পারে।
প্রাথমিক TET পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রাথমিক (I থেকে IV) স্তরের স্কুল শিক্ষক নিয়োগ করা হয়।
West Bengal Board of Primary Education (WBBPE) সম্প্রতি ঘোষণা করেছে যে এবছর ১১ই ডিসেম্বর PTET পরীক্ষা সম্পন্ন হবে।
১৪ই অক্টোবর পরীক্ষার জন্য আবেদন (Form Fill Up) শুরু হয়েছে। সুতরাং হাতে খুব কম সময় থাকায় পরীক্ষার্থীদের উঁচিত এখনই সিলেবাস ধরে পড়শোনা করার।নিচে পেয়ে যাবে পরীক্ষা সম্বন্ধিত সমস্ত জরুরি তথ্য।
সব পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রথমে জানতে হয় সেই পরীক্ষার নম্বর বিভাজন সম্পর্কে।
WB PTET পরীক্ষায় পরীক্ষার্থীদের মোট ১৫০ মিনিটে ১৫০টি প্রশ্নের উত্তর দিতে হয়।
প্রতি প্রশ্নের মান ১।
কোনো নেগেটিভ মার্কিংথাকেনা।
বিষয়
প্রশ্ন সংখ্যা
নম্বর
প্রথম ভাষা-বাংলা
30
30
দ্বিতীয় ভাষা-ইংরেজি
30
30
শিশু বিকাশ এবং শিক্ষাবিজ্ঞান
30
30
গণিত
30
30
পরিবেশগত অধ্যয়ন
30
30
মোট নম্বর
150
150
প্রাথমিক TET পরীক্ষার নম্বর বিভাজন
WB Primary TET Syllabus 2022 :
(A) প্রথম ভাষা: বাংলা সিলেবাস
বিভাগ- ১ বাংলাসাহিত্য (Bengali Literature) :
Unseen অনুচ্ছেদ – দুটি অনুচ্ছেদ যার মধ্যে একটিগদ্যবানাটক এবং একটিকবিতা, বোধগম্যতা, অনুমিত ব্যাকরণ এবং মৌখিক দক্ষতার প্রশ্নাবলী (গদ্য অনুচ্ছেদটি সাহিত্যিক বৈজ্ঞানিক বিবরণ বা বিতর্কিত হতে পারে)
বিভাগ- ২ বাংলাব্যাকরণ (Bengali grammar) :
ধবনি-বর্ণ-বর্ণ বিশ্লেষণ
পুরুষ
যুক্ত বর্ণ
উপসর্গ
পদ
অনুসর্গ
সম্বন্ধপদ
বাক্য
ক্রিয়ার কাল
পদ-পরিবর্তন
ধ্বন্যাত্মক শব্দ ও শব্দ দ্বৈত
বিপরীত শব্দ
লিঙ্গ
সমার্থক শব্দ
বচন
প্রায় সমোচ্চারিত ও সমোচ্চারিত
ভিন্নার্থক শব্দ
এককথায় প্রকাশ
বানানবিধি
ছেদ-যতি
সন্ধি ও বিচ্ছেদ
সমাস
কারক ও বিভক্তি (পড়ুন)
ধ্বনি
বাগধারা
ধ্বনি পরিবর্তন
শুদ্ধ ও অশুদ্ধ (পড়ুন)
ধাতু ও প্রত্যয়
বাংলাব্যাকরণ
বিভাগ- ৩ বাংলা শিক্ষণবিদ্যা (Bengali Pedagogy) :
শিক্ষা এবং অর্জন
ভাষাশিক্ষায় ব্যাকরণের ভূমিকা
ভাষা শিক্ষার মূলনীতি
শিক্ষণ-শিখনের উপকরণ
ভাষাদক্ষতা ও বিকাশ
সংশোধনমূলক শিক্ষণ
শিশুর ভাষাগত বিকাশ
শিক্ষাদানের পদ্ধতি
ভাষার বোধশক্তি ও পারদর্শিতার মূল্যায়ন
শোনা, পড়া ও লেখা
শ্রেণীকক্ষে ভাষা শেখানোর চ্যালেঞ্জ
ভাষার অসুবিধা, ত্রুটি এবং ব্যাধি
পাঠ্য পুস্তক, বহুমিডিয়া উপকরণ
পাঠদানের বহুভাষিক উৎস।
বাংলা শিক্ষণবিদ্যা (Bengali Pedagogy)
(B) দ্বিতীয় ভাষা: ইংরেজি সিলেবাস
Part-1 ইংরেজি ব্যাকরণ (English Grammar) :
Subject and predicate
Vocabulary
Prepositions
Punctuations
Nouns
Wh-words
Verbs and tenses
Phrasal verbs
Adjectives
Synonyms & Antonyms
Adverbs
Correct Spelling
Pronouns
Gender
Conjunctions
Error Correction
Cluse
Interrogatives
ইংরেজি ব্যাকরণ (English Grammar)
Part-2 কম্প্রিহেনশন টেস্ট (Comprehension Test) :
Two passages, one from prose and the other from poetry with questions on comprehension, inference, grammar, and test of vocabulary.
Part-3 ইংরেজি ভাষার জন্য শিক্ষাবিদ্যা (Pedagogy for English Language) :
Learning and Acquisition
Language Skills
Principles of language Teaching
Testing and Evaluation
Metacognition
Role of Listening, Reading, Writing, and Speaking
Critical Perspective on the role of Grammar
Teaching Learning Materials
Challenges of Teaching Language in a Divers Classroom
Remedial teaching
ইংরেজি ভাষার জন্য শিক্ষাবিদ্যা (Pedagogy for English Language)
(C) শিশুবিকাশ এবং শিক্ষাবিজ্ঞান :
বিকাশের ধারণা
শিশুদের বিকাশের নীতি
শিশু শিক্ষার নানান দিক
শিক্ষা মনবিদ্যা
বংশগতি ও পরিবেশের প্রভাব
সামাজিকীকরণ প্রক্রিয়া
পাইগেট, কোহেলবার্গ এবং ভাইগটস্কি: গঠন এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি