২০২১ সালের সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ীদের তালিকা
Lists of Sahitya Akademi Award Winners 2021

২০২১ সালের সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ীদের তালিকা
২০২১ সালের সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ীদের তালিকা দেওয়া রইলো । কে কোন বিভাগে, কোন ভাষায় ২০২১ সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তার তথ্য সুন্দর করে দেওয়া রইলো ।
Table of Contents
২০২১ সালে কে কোন ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তার তালিকা দেওয়া রইলো ।
সাহিত্য একাডেমি পুরস্কার ২০২১ – বিজেতাদের তালিকা
এখনো পর্যন্ত ২০২১ সালের জন্য মোট ২০টি ভাষায় এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। গুজরাটি, মনিপুরি, মৈথিলি এবং ঊর্দু ভাষায় এই পুরস্কার বিজয়ীদের নামের তালিকা পরে ঘোষণা করা হবে।
নং | ভাষা | পুরস্কার প্রাপক | বিভাগ |
---|---|---|---|
১ | অসমীয়া | অনুরাধা শর্মা পুজারী | উপন্যাস |
২ | ইংলিশ | নমিতা গোখলে | উপন্যাস |
৩ | উড়িয়া | রুষিকেশ মল্লিক | কবিতা |
৪ | কঙ্কনী | সঞ্জীব ভেরেঙ্কার | কবিতা |
৫ | কন্নড় | ডি.এস. নাগাভূষণ | জীবনী |
৬ | কাশ্মীরি | ওয়ালী মঃ আসির কাশ্তাবারী | সমালোচনা |
৭ | ডোগরী | রাজ রাহী | ছোটো গল্প |
৮ | তামিল | আম্বাই | ছোটোগল্প |
৯ | তেলেগু | গরাটি ভেনকান্না | কবিতা |
১০ | নেপালী | ছবিলাল উপাধ্যায় | এপিক পোয়েট্রি |
১১ | পাঞ্জাবী | খালিদ হুসাইন | ছোটো গল্প |
১২ | বাংলা | ব্রাত্য বসু | নাটক |
১৩ | বোডো | Mwdai Gahai | কবিতা |
১৪ | মারাঠী | কিরণ গুরব | ছোটোগল্প |
১৫ | মালায়ালম | জর্জ অনাক্কুর | আত্মজীবনী |
১৬ | রাজস্থানী | মিথেশ নিরমোহী | কবিতা |
১৭ | সংস্কৃত | বিন্দেশ্বরীপ্রসাদ মিশ্র | কবিতা |
১৮ | সাঁওতালি | নিরঞ্জন হাঁসদা | ছোটো গল্প |
১৯ | সিন্ধি | অর্জুন চাওলা | কবিতা |
২০ | হিন্দি | দয়া প্রকাশ সিনহা | নাটক |
২০২১ সালে বাংলা ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মিত্র ও ঘোষ পাবলিশার্স ২০১৯ সালে দ্বারা প্রকাশিত “মীরজাফর ও অন্যান্য নাটক” শীর্ষক বইটির জন্য তিনি এই সম্মানে সম্মানিত হয়েছেন। মীরজাফর ছাড়াও এই বইয়ের বাকি দুটি নাটক হল – “আমি অনুকুলদা আর ওরা” এবং “একদিন আলাদিন” ।
আরও দেখে নাও :
১৫০টি বাংলা সাহিত্যের প্রশ্ন ও উত্তর – PDF Download
বাংলার জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
প্রশ্ন ও উত্তর
২০২১ সালে ব্রাত্য বসু কোন বইটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছে ?
মীরজাফর ও অন্যান্য নাটক বইটির জন্য ।
২০২১ সালে হিন্দি ভাষার জন্য কোন সাহিত্যিক এই পুরস্কারে সম্মানিত হয়েছেন ?
দয়া প্রকাশ সিনহা
বিন্দেশ্বরীপ্রসাদ মিশ্র কোন ভাষার ক্ষেত্রে ২০২১ সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতে নিয়েছেন ?
সংস্কৃত।
To check our latest Posts - Click Here