জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২২ প্রাপকদের তালিকা
যুব ও ক্রীড়া মন্ত্রক ২০২২ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার (National Sports Awards 2022) প্রাপকদের নাম ঘোষণা করেছে।
পুরস্কারপ্রাপ্তরা ৩০শে নভেম্বর, ২০২২ এ রাষ্ট্রপতি ভবনে একটি বিশেষভাবে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে তাদের পুরস্কার গ্রহণ করবেন।
কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার নিম্নোক্ত ক্রীড়াবিদ, প্রশিক্ষকদের পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
টেবিল টেনিস খেলোয়াড় অচন্ত শরৎ কমলকে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার দেওয়া হয়েছে।
অন্যদিকে, ২৫ জন খেলোয়াড়কে অর্জুন পুরষ্কার দেওয়া হবে যার মধ্যে রয়েছে নিখাত জারিন, সীমা পুনিয়া, লক্ষ্য সেন, ডিপ গ্রেস এক্কা, সুশীলা দেবী এবং ওমপ্রকাশ মিথারভাল।
দেখে নাও : IPL 2022 – আইপিএল ২০২২ – পুরস্কার – চ্যাম্পিয়ন ও অন্যান্য তথ্য
National Sports Awards 2022 List
জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২২ পুরস্কারপ্রাপ্তদের সম্পূর্ণ তালিকা :
মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার ২০২২ :
নং | খেলোয়াড়ের নাম | খেলার নাম |
---|---|---|
১ | শ্রী শরৎ কমল অচন্ত | টেবিল টেনিস |
দেখে নাও : ব্যালন ডি’অর পুরস্কার বিজয়ীদের তালিকা – ( ১৯৫৬ – ২০২১ ) – PDF
অর্জুন পুরস্কার পুরস্কার ২০২২ :
নং | খেলোয়াড়ের নাম | খেলার নাম |
---|---|---|
১ | লক্ষ্য সেন | ব্যাডমিন্টন |
২ | প্রণয় এইচ.এস | ব্যাডমিন্টন |
৩ | সীমা পুনিয়া | অ্যাথলেটিক্স |
৪ | এলধোস পল | অ্যাথলেটিক্স |
৫ | অবিনাশ মুকুন্দ সাবলে | অ্যাথলেটিক্স |
৬ | অমিত | বক্সিং |
৭ | নিখাত জারিন | বক্সিং |
৮ | আর প্রজ্ঞানান্ধা | দাবা |
৯ | ভক্তি প্রদীপ কুলকার্নি | দাবা |
১০ | দীপ গ্রেস এক্কা | হকি |
১১ | শ্রীমতি শুশীলা দেবী | জুডো |
১২ | সাক্ষী কুমারী | কাবাডি |
১৩ | মিসেস নয়ন মনি সাইকিয়া | লন বোল |
১৪ | সাগর কৈলাস ওভালকার | মল্লখাম্ব |
১৫ | ওমপ্রকাশ মিথারভাল | শুটিং |
১৬ | ইলাভেনিল ভ্যালারিভান | শুটিং |
১৭ | শ্রীজা আকুলা | টেবিল টেনিস |
১৮ | বিকাশ ঠাকুর | ভার উত্তোলন |
১৯ | সরিতা | কুস্তি |
২০ | আংশু | কুস্তি |
২১ | পারভীন | উশু |
২২ | মানসী গিরিশচন্দ্র যোশী | প্যারা ব্যাডমিন্টন |
২৩ | তরুণ ঢিলন | প্যারা ব্যাডমিন্টন |
২৪ | স্বপ্নিল সঞ্জয় পাতিল | প্যারা সাঁতার |
২৫ | জার্লিন আনিকা জে | বধির ব্যাডমিন্টন |
কোচদের জন্য দ্রোণাচার্য পুরস্কার ২০২২ :
ক) সাধারণ বিভাগ :
নং | কোচের নাম | খেলার নাম |
---|---|---|
১ | জীবনজোত সিং তেজা | তীরন্দাজ |
২ | মোহাম্মদ আলী কামার | বক্সিং |
৩ | সুমা সিদ্ধার্থ শিরুর | প্যারা শুটিং |
৪ | সুজিত মান | কুস্তি |
খ) লাইফটাইম অ্যাচিভমেন্ট :
নং | কোচের নাম | খেলার নাম |
---|---|---|
১ | দীনেশ জওহর লাড | ক্রিকেট |
২ | বিমল প্রফুল্ল ঘোষ | ফুটবল |
৩ | রাজ সিং | কুস্তি |
লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য ধ্যানচাঁদ পুরস্কার ২০২২ :
নং | খেলোয়াড়ের নাম | খেলার নাম |
---|---|---|
১ | অশ্বিনী আকুঞ্জি সি. | অ্যাথলেটিক্স |
২ | ধরমবীর সিং | হকি |
৩ | বি সি সুরেশ | কাবাডি |
৪ | নীর বাহাদুর গুরুং | প্যারা অ্যাথলেটিক্স |
রাষ্ট্রীয় খেলা প্রচার পুরস্কার ২০২২ :
- TransStadia Enterprises Private Limited
- Kalinga Institute of Industrial Technology
- Ladakh Ski & Snowboard Association
মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি ২০২২ :
- গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়, অমৃতসর
মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে জিতে নিয়েছেন ?
শ্রী শরৎ কমল অচন্ত
লক্ষ্য সেন কোন খেলার সাথে সম্পর্কিত ?
ব্যাডমিন্টন
কোন সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় ?
১৯৬১ সাল থেকে ।
দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
ক্রীড়াক্ষেত্রে কোচদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়।
To check our latest Posts - Click Here