Daily Current Affairs in BengaliCurrent Affairs

13th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

13th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৩ই জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 12th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কোন রাজ্যের দল ১২ ঘন্টার মধ্যে ৪,৫০০টি পেনাল্টি কিক সহ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করেছে?

(A) কেরালা
(B) কর্ণাটক
(C) পাঞ্জাব
(D) গুজরাট

উত্তর
(A) কেরালা

  • ক্রীড়া ও যুব বিষয়ক বিভাগ কেরালার মাঞ্জেরিতে গিনেস রেকর্ড গড়ার উদ্দেশ্যে একটি ড্রিম গোল পেনাল্টি শুটআউটে ইভেন্টের আয়োজন করেছিল।
  • উদ্বোধনী কিক নেন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ইউ শরাফালি।
  • রেকর্ডের শেষ পেনাল্টি কিকটি নেন ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান।

২. কোন সংস্থা সম্প্রতি প্রথমবারের মতো বাসমতি চালের জন্য নিয়ন্ত্রক মানদণ্ডের বিজ্ঞপ্তি দিয়েছে?

(A) FCI
(B) FSSAI
(C) NABARD
(D) BIS

উত্তর
(B) FSSAI

  • FSSAI : Food Safety and Standards Authority of India
  • এই মান অনুযায়ী, বাসমতি চাল নিজস্ব প্রাকৃতিক সুগন্ধি বৈশিষ্ট্য ধারণ করবে এবং কৃত্রিম রং থেকে মুক্ত থাকবে।
  • বাসমতি চাল হল ভারতীয় উপমহাদেশের হিমালয় পাদদেশে চাষ করা ধানের একটি প্রিমিয়াম জাত।
  • এই মানগুলি ১লা আগস্ট ২০২৩ থেকে বলবৎ করা হবে।

৩. কনস্টানটাইন II সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন দেশের প্রাক্তন রাজা ছিলেন?

(A) ফ্রান্স
(B) সাইপ্রাস
(C) অস্ট্রিয়া
(D) গ্রীস

উত্তর
(D) গ্রীস

  • গ্রিসের প্রাক্তন এবং শেষ রাজা দ্বিতীয় কনস্টানটাইন সম্প্রতি গ্রিসের এথেন্সে প্রয়াত হয়েছেন।
  • তিনি ১৯৭৪ সাল পর্যন্ত গ্রীস শাসন করেছিলেন।
  • তিনি ১৯৪০ সালের ২রা জুন গ্রীসের এথেন্সের কাছে সিখিকোতে জন্মগ্রহণ করেছিলেন।

৪. কোন দেশ তার স্কুলের শিক্ষার্থীদের জন্য পাঞ্জাবিকে নতুন ভাষা হিসেবে গ্রহণ করার ঘোষণা করেছে?

(A) মালয়েশিয়া
(B) ইন্দোনেশিয়া
(C) নিউজিল্যান্ড
(D) অস্ট্রেলিয়া

উত্তর
(D) অস্ট্রেলিয়া

  • ২০২১ সালের আদমশুমারিতে দেখা গেছে যে পাঞ্জাবি ভাষা অস্ট্রেলিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল ভাষা যা ২৩৯,০০০ জনেরও বেশি জনগণ ব্যবহার করে।
  • তামিল, হিন্দি এবং কোরিয়ান ভাষা ইতিমধ্যেই ২০২১ সালে পাঠ্যসূচিতে যুক্ত করা হয়েছে।

৫. ভারতের বৃহত্তম ছাত্র-চালিত উত্সব সারাং-উৎসব নিম্নলিখিত কোন IIT-তে শুরু হয়েছে?

(A) IIT মাদ্রাজ
(B) IIT কানপুর
(C) IIT দিল্লি
(D) IIT বোম্বে

উত্তর
(A) IIT মাদ্রাজ

  • সারাং হল ছাত্রদের দ্বারা পরিচালিত সবচেয়ে বড় উৎসবগুলির মধ্যে একটি।
  • ফেস্টটি ১৫ই জানুয়ারী ২০২৩ পর্যন্ত চলবে।
  • Saarang 2023 80,000-এরও বেশি দর্শক আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।
  • Saarang 2023-এর থিম হল ‘মিস্টিক হিউজ’।

৬. ২০২৩ সালে লোহরি উৎসব পালিত হচ্ছে কবে?

(A) ১১ই জানুয়ারী
(B) ১৪ই জানুয়ারী
(C) ১৩ই জানুয়ারী
(D) ১২ই জানুয়ারী

উত্তর
(B) ১৪ই জানুয়ারী

  • মকর সংক্রান্তির একদিন আগে, ১৪ই জানুয়ারি ২০২৩-এ লোহরি উৎসব উদযাপিত হচ্ছে।
  • এটি পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং জম্মুতে পালিত হয়।
  • এটি রবিশস্যের ফসল কাটার উদ্দেশ্যে পালিত হয়।

৭. জাদুনামা গ্রন্থের রচয়িতা কে?

(A) পবন সি. লাল
(B) অরবিন্দ মন্ডলোই
(C) রিচা মিশ্র
(D) ডাঃ শ্রীরাম চাউলিয়া

উত্তর
(B) অরবিন্দ মন্ডলোই

  • প্রকাশিত হল প্রবীণ লেখক-গীতিকার জাভেদ আখতারের উপর লেখা একটি জীবনী “জাদুনামা”।
  • বইটির লেখক অরবিন্দ মান্ডলোই।
  • বইটির নাম জাদুনামা কারণ জাভেদ আখতারের ছোটবেলার নাম ছিল ‘জাদু’।

৮. সম্প্রতি কোন শহরে ভারত-জাপান Environment Week-এর উদ্বোধন করা হয়েছে?

(A) নতুন দিল্লি
(B) জয়পুর
(C) কলকাতা
(D) চেন্নাই

উত্তর
(A) নতুন দিল্লি

  • ১২ই জানুয়ারী, ২০২৩ এ ভারত-জাপান পরিবেশ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে নতুন দিল্লিতে।
  • এই উপলক্ষে, পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদব জাপানের পরিবেশমন্ত্রী আকিহিরো নিশিমুরার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button