Daily Current Affairs in BengaliCurrent Affairs

12th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

12th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১২ই জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 12th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 11th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৫ তম সংস্করণে সম্প্রতি কে লাইফটাইম এচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হলেন?

(A) অপর্ণা সেন
(B) শালিনী কুমারী
(C) প্রভু চন্দ্র মিশ্র
(D) অম্বিকাসুথান মঙ্গদ

উত্তর
(A) অপর্ণা সেন

  • ১১ই  জানুয়ারী ২০২৩-এ জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৫তম সংস্করণে অপর্ণা সেনকে আজীবন কৃতিত্ব পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
  • অপর্ণা সেন ১৯৬১ সালে সত্যজিৎ রায়ের কিশোর কন্যা চলচ্চিত্রে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন।
  • তিনি একজন বাংলা সিনেমার পরিচালক এবং অভিনেত্রী।
  • তিনি ৯টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন।

২. Meta সম্প্রতি কাকে ভারতে গ্লোবাল বিজনেস গ্রুপের পরিচালক হিসাবে নিয়োগের ঘোষণা করেছে?

(A) সুন্দররমন রামমূর্তি
(B) জি কমলা বর্ধন রাও
(C) অজিত কুমার সাক্সেনা
(D) বিকাশ পুরোহিত

উত্তর
(D) বিকাশ পুরোহিত

  • তিনি Tata CLiQ এর প্রাক্তন CEO।
  • Meta :
  • CEO : মার্ক জুকারবার্গ
  • সদর দপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
  • প্রতিষ্ঠা : ২০০৪ সালের ফেব্রুয়ারী

৩. হুগো লরিস সম্প্রতি ৩৬ বছর বয়সে তার অবসরের ঘোষণা করেছেন। তিনি নিচের কোন খেলার সাথে যুক্ত ছিলেন?

(A) ক্রিকেট
(B) ফুটবল
(C) টেনিস
(D) হকি

উত্তর
(B) ফুটবল

  • ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস ৯ই জানুয়ারী ২০২৩-এ ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন।
  • ২০০৮ সালের নভেম্বরে ২১ বছর বয়সে উরুগুয়ের বিপক্ষে একটি ম্যাচের মাধ্যমে তাঁর আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়।

৪. রোজ ক্রিশ্চিয়ান ওসুকা রাপোন্ডা সম্প্রতি কোন দেশের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) গ্যাবন
(B) লিবিয়া
(C) সেনেগাল
(D) সার্বিয়া

উত্তর
(A) গ্যাবন

  • গ্যাবনের রাষ্ট্রপতি আলি বঙ্গো ৯ই জানুয়ারী ২০২৩-এ দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রোজ ক্রিশ্চিয়ান ওসুকা রাপোন্ডাকে ভাইস-প্রেসিডেন্টের ভূমিকায় নিযুক্ত করেছেন।
  • রাজধানী: লিব্রেভিল
  • রাষ্ট্রপতি : আলী বঙ্গো ওন্দিম্বা
  • মহাদেশ: আফ্রিকা

৫. সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, রেকর্ড শুরু হওয়ার পর থেকে ২০২২ সাল পৃথিবীর জন্য কততম উষ্ণ সাল ছিল?

(A) দ্বিতীয়
(B) পঞ্চম
(C) চতুর্থ
(D) তৃতীয়

উত্তর
(B) পঞ্চম

  • ইউরোপের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে রেকর্ড শুরু হওয়ার পর থেকে ২০২২ সাল পৃথিবীর জন্য পঞ্চম-উষ্ণতম বছর ছিল।
  • প্রতিবেদনে দেখা গেছে যে গত ৮ বছর রেকর্ডে সবচেয়ে উষ্ণ ছিল।
  • রিপোর্টে আরও জানিয়েছে যে ইউরোপ গত বছর তার উষ্ণতম গ্রীষ্ম রেকর্ড করেছে।

৬. সরকার সম্প্রতি কাকে অতিরিক্ত এক বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসাবে পুনঃনিযুক্ত করেছে?

(A) মাইকেল পাত্র
(B) বাস্কর বাবু রামচন্দ্রন
(C) প্রবীণ কুমার শ্রীবাস্তব
(D) জি কমলা বর্ধন রাও

উত্তর
(A) মাইকেল পাত্র

  • সরকার মাইকেল পাত্রকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসেবে অতিরিক্ত এক বছরের অতিরিক্ত সময়ের জন্য পুনরায় নিযুক্ত করেছে।
  • নিয়োগ কমিটির প্রধান ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • এই পদে উন্নীত হওয়ার আগে, তিনি RBI-এর একজন নির্বাহী পরিচালক ছিলেন।

৭. ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হলেন কে?

(A) ডক্টর বিনয় প্রকাশ সিং
(B) সুন্দররমন রামমূর্তি
(C) অনুরাগ কুমার
(D) অজয় কুমার শ্রীবাস্তব

উত্তর
(C) অনুরাগ কুমার

  • অনুরাগ কুমারকে ৯ই জানুয়ারী ২০২৩-এ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত করা হয়েছে।
  • এই নিয়োগের আগে তিনি ECIL-এর নির্বাহী পরিচালক ছিলেন।
  • তিনি সমীর মুখার্জির স্থলাভিষিক্ত হয়েছেন।

৮. সম্প্রতি কে “Spare” শিরোনামের স্মৃতিকথা প্রকাশ করেছেন?

(A) হেনরি চার্লস অ্যালবার্ট ডেভিড
(B) জর্জ আলেকজান্ডার লুই
(C) প্রিন্স হ্যারি
(D) আর্চি হ্যারিসন

উত্তর
(C) প্রিন্স হ্যারি

  • ব্রিটিশ রাজপরিবারের সদস্য , সাসেক্সের ডিউক – প্রিন্স হ্যারি “স্পেয়ার” শিরোনামে তার স্মৃতিকথা প্রকাশ করেছেন।
  • বইটি আমেরিকান ঔপন্যাসিক J. R. Moehringer-এর সহায়তায় লেখা হয়েছে।
  • বইটি তার বাবা কিং চার্লস, তার বড় ভাই প্রিন্স উইলিয়াম এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার সম্পর্কের বিবরণ প্রকাশ করে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button