Daily Current Affairs in BengaliCurrent Affairs

13th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

13th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৩ই জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নতুন সংসদ ভবনের ছাদে স্থাপিত বৃহৎ অশোক স্তম্ভটির ওজন কত?

(A) ৯৫০০ কেজি
(B) ৮০০০ কেজি
(C) ৯০০০ কেজি
(D) ৮৫০০ কেজি

উত্তর :
(A) ৯৫০০ কেজি

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ই জুলাই ২০২২-এ নতুন সংসদ ভবনের ছাদে একটি বৃহৎ জাতীয় প্রতীক (অশোক স্তম্ভ) উন্মোচন করেছেন।
  • এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি ও মোট ওজন ৯৫০০ কিলোগ্রাম এবং উচ্চতা ৬.৫ মিটার।

২. World Population Prospects 2022 অনুযায়ী, ভারত কত সালের মধ্যে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে?

(A) ২০২৩
(B) ২০২৬
(C) ২০২৫
(D) ২০২৪

উত্তর :
(A) ২০২৩

  • জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে।
  • জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বিশ্ব জনসংখ্যা ২০২২ সালের নভেম্বরের মধ্যে ৮ বিলিয়ন, ২০৩০ সালে প্রায় ৮.৫ বিলিয়ন এবং ২০৫০ সালে ৯.৭ বিলিয়নে পৌঁছাতে পারে।
  • ১৯৫০ সালের পর বর্তমানে বিশ্বের জনসংখ্যা সবচেয়ে ধীর গতিতে বাড়ছে।

৩. জাপান সরকার সম্প্রতি কাকে Order of the Rising Sun, Gold and Silver Star দ্বারা ভূষিত করেছে?

(A) কুশল জৈন
(B) প্রমোদ তোমর
(C) নারায়ণন কুমার
(D) রবি পারমার

উত্তর :
(C) নারায়ণন কুমার

  • চেন্নাই-ভিত্তিক সানমার গ্রুপের ভাইস-চেয়ারম্যান নারায়ণন কুমারকে জাপান সরকার ‘অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড এন্ড সিলভার স্টারে’ ভূষিত করেছে।
  • জাপান ও ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পেছনে অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।
  • তিনি ইন্দো-জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও চেয়ারম্যান।

৪. কেন্দ্রের নতুন শিক্ষা নীতি (NEP) বাস্তবায়নের প্রক্রিয়ার সূচনাকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে কোনটি?

(A) পাঞ্জাব
(B) উত্তরাখণ্ড
(C) গোয়া
(D) হরিয়ানা

উত্তর :
(B) উত্তরাখণ্ড

  • উত্তরাখন্ড ১২ই জুলাই ২০২২-এ কেন্দ্রের নতুন শিক্ষা নীতি (NEP) বাস্তবায়নের প্রক্রিয়া সূচনাকারী দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে।
  • উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘বাল ভাটিকাস’ উদ্বোধন করে এই প্রক্রিয়া শুরু করেছেন।

৫. ওয়ানডে ইন্টারন্যাশনালে (ODI) ১৫০টি উইকেট নেওয়া দ্রুততম ভারতীয় হয়ে উঠলেন কে?

(A) রবিচন্দ্রন অশ্বিন
(B) অক্ষর প্যাটেল
(C) রবীন্দ্র জাদেজা
(D) মহম্মদ শামি

উত্তর :
(D) মহম্মদ শামি

  • ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি ODI তে ১৫০টি উইকেট নেওয়া দ্রুততম ভারতীয় বোলার হয়ে উঠেছেন।
  • ১২ই জুলাই ২০২২-এ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের উদ্বোধনী ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
  • মহম্মদ শামি তার ১৫০ উইকেট পূরণ করতে মোট ৮০টি ম্যাচ নিয়েছিলেন এবং প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগারকারের রেকর্ড ছাড়িয়ে গেছেন, যিনি ৯৭টি ম্যাচের পর ১৫০টি উইকেট সম্পন্ন করেছিলেন।

৬. Drugs Controller General of India (DCGI) কোন রোগের বিরুদ্ধে দেশের প্রথম দেশীয়ভাবে তৈরি ‘হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন’ (HPV)এর অনুমোদন করেছে?

(A) মূত্রাশয় ক্যান্সার
(B) সার্ভিকাল ক্যান্সার
(C) কিডনি ক্যান্সার
(D) স্তন ক্যান্সার

উত্তর :
(B) সার্ভিকাল ক্যান্সার

  • ১২ই জুলাই ২০২২-এ Drugs Controller General of India (DCGI) সার্ভিকাল ক্যান্সারের বিরুদ্ধে দেশের প্রথম দেশীয়ভাবে তৈরি হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন (HPV) অনুমোদন করেছে।
  • এই ভ্যাকসিন তৈরি করেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII)।

৭. Syama Prasad Mukherjee Rurban Mission র‌্যাঙ্কিংয়ে কোন রাজ্য শীর্ষে রয়েছে?

(A) কেরালা
(B) কর্ণাটক
(C) আসাম
(D) ঝাড়খণ্ড

উত্তর :
(D) ঝাড়খণ্ড

  • ঝাড়খন্ড, শ্যামা প্রসাদ মুখার্জি রুরবান মিশনের ডেল্টা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে।
  • কেন্দ্র ২০১৬ সালে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নকে উদ্দীপিত করার এবং সুপরিকল্পিত Rurban ক্লাস্টার তৈরির লক্ষ্যে এই মিশনটি চালু করেছিল।

৮. সম্প্রতি স্পেনে অনুষ্ঠিত ‘গিজন চেস মাস্টার্স’ টুর্নামেন্ট কে জয় লাভ করেছেন?

(A) ম্যাগনাস কার্লসেন
(B) ডিং লিরেন
(C) আলীরেজা ফিরোজ্জা
(D) ডি. গুকেশ

উত্তর :
(D) ডি. গুকেশ

  • ভারতের গ্র্যান্ডমাস্টার (GM) ডি. গুকেশ সম্প্রতি এ স্পেনে অনুষ্ঠিত গিজন দাবা মাস্টার্স জিতেছেন।
  • নয় রাউন্ডের মধ্যে আট পয়েন্ট নিয়ে জিতেছেন তিনি।
  • ব্রাজিলের আলেকজান্ডার ফিয়ার ৬.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং স্পেনের পেদ্রো আন্তোনিও জিনেস ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

৯. দক্ষিণ কোরিয়ার চাংওয়ানে শুটিংয়ে International Shooting Sport Federation (ISSF) World Cup এ সম্প্রতি কে তার প্রথম স্বর্ণপদক জিতেছেন?

(A) সিংরাজ আধান
(B) বরুণ তোমর
(C) অর্জুন বাবুটা
(D) সরতাজ সিং টিওয়ানা

উত্তর :
(C) অর্জুন বাবুটা

  • অর্জুন ২৬১.১ স্কোর নিয়ে আট জন পুরুষদের র‌্যাঙ্কিং রাউন্ডে শীর্ষে ছিলেন।
  • ইসরায়েলের সের্গেই রিখটার ব্রোঞ্জ জিতেছেন।

১০. সম্প্রতি কে World Yoga Cup 2022-এ জয় লাভ করেছেন?

(A) নারায়ণন কুমার
(B) অতীশ দেশমুখ
(C) রবি পারমার
(D) সূর্য মুখার্জি

উত্তর :
(D) সূর্য মুখার্জি

  • উত্তর প্রদেশের গাজিয়াবাদে গত ২৬ থেকে ২৭শে জুন অবধি অনুষ্ঠিত হয়েছিল ‘World Yoga Cup 2022’।
  • হুগলী জেলার আরামবাগের ছেলে সূর্য মুখার্জি ২৭ থেকে ২০টি বিভাগে ‘World Yoga Cup 2022’-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button