14th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
14th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৪ই মার্চ – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th March Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন দিনটিতে প্রতিবছর আন্তর্জাতিক নদীরক্ষা দিবস পালিত হয়?
(A) ৪ঠা মার্চ
(B) ১৪ই মার্চ
(C) ১লা মার্চ
(D) ৩রা মার্চ
- নদীর জন্য আন্তর্জাতিক কর্ম দিবস প্রতি বছর ১৪ই মার্চ পালন করা হয়।
- এই দিনটি নদীর সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে।
- ১৯৯৭ সালের মার্চ মাসে ব্রাজিলের কুরিটিবাতে, নদীতে বাঁধ দেওয়ার বিরোধী এক আন্তর্জাতিক সম্মেলনে এই এই দিবসটি গৃহীত হয়।
২. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোন শহরে ১১ তম ‘খেল মহাকুম্ভ’-এর সূচনার ঘোষণা করেছেন?
(A) শ্রীনগর
(B) গুরুগ্রাম
(C) আহমেদাবাদ
(D) চণ্ডীগড়
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ই মার্চ ২০২২-এ আহমেদাবাদে ১১ তম ‘খেল মহাকুম্ভ’-এর উদ্বোধনের ঘোষণা করেছিলেন।
- খেল মহাকুম্ভ ২০১০ সালে গুজরাটে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ১৬টি খেলাধুলা এবং ১৩ লক্ষ অংশগ্রহণকারীর সাথে শুরু হয়েছিল।
- এখন এখানে ৩৬টি সাধারণ ক্রীড়া এবং ২৬টি প্যারা-স্পোর্টস খেলা হয়।
- ১১ তম এই সংস্করণে ৪৫ লাখেরও বেশি ক্রীড়াবিদরা অংশ নেবেন।
৩. কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল ইলেকট্রিক অটো ক্রয় ও নিবন্ধনের জন্য একটি অনলাইন পোর্টাল ‘My EV’ চালু করেছে?
(A) দিল্লী
(B) উত্তর প্রদেশ
(C) কর্ণাটক
(D) চণ্ডীগড়
- ১২ই মার্চ এই পোর্টাল লঞ্চ করেছিল দিল্লী সরকার।
- দিল্লী সরকার Delhi Electric Vehicle Policy-এর অধীনে ঋণের উপর e-auto কেনার উপর ৫% সুদের সহায়তা প্রদান করবে।
৪. কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি কপিল দেবের দ্রুততম টেস্ট হাফ-সেঞ্চুরির ৪০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন?
(A) শ্রেয়াল আইয়ার
(B) ঋষভ পন্ত
(C) অক্ষর প্যাটেল
(D) রবীন্দ্র জাদেজা
- ১৩ই মার্চ ২০২২ এ ঋষভ পন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে এই রেকর্ড ভাঙলেন।
- তিনি দ্বিতীয় ইনিংসের ৪২ তম ওভারে ২৮ বলে তার অর্ধশতক পূর্ণ করেন।
- ১৯৮২ সালে পাকিস্তানের বিরুদ্ধে কপিল দেবের ৩০ বলে অর্ধশতক (৫০ রান) পূর্ণ করেছিলেন।
৫. সাহিত্য একাডেমি এর ৬৮ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘Monsoon’ বইটির লেখক কে?
(A) বিষ্ণু সাক্সেনা
(B) অভয় কুমার
(C) নীলোৎপল মৃণাল
(D) সত্যজিৎ রায়
- সাহিত্য আকাদেমি ১২ই মার্চ ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর লোগো ডিজাইন করেছিলেন সত্যজিৎ রায় নিজেই এবং পন্ডিত জওহরলাল নেহেরু ছিলেন এর প্রথম প্রেসিডেন্ট।
- একাডেমি থেকে প্রকাশিত প্রথম বইটি ছিল দামোদর ধর্মানন্দ কোশাম্বীর ‘ভগবান বুদ্ধ’ (১৯৫৬)।
৬. সম্প্রতি ভারতের কোন শহরে বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র (floating solar power plant) উদ্বোধন করা হয়েছে?
(A) শ্রীনগর
(B) তুতিকোরিন
(C) আহমেদাবাদ
(D) উদয়পুর
- ‘সাউদার্ন পেট্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড’ (SPIC) ২০২২ সালের মার্চ মাসে ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন এবং সম্পূর্ণরূপে চালু করেছে।
- তামিলনাড়ুর তুতিকোরিনে SPIC কারখানার প্রাঙ্গনে অবস্থিত, এই ৪৮-একর ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রটি ৬২-একর এলাকা জুড়ে বিস্তৃত একটি বড় জলাধারের উপর স্থাপন করা হয়েছে।
- এটি প্রতি বছর ৪২ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
৭. কোন রাজ্য সরকার সম্প্রতি কর্মহীন মায়েদের জন্য ‘আমা যোজনা’ এবং ছাত্রীদের জন্য ‘বাহিনী’ প্রকল্প চালু করেছে?
(A) সিকিম
(B) মেঘালয়
(C) আসাম
(D) মণিপুর
- ‘আমা যোজনা’ প্রকল্পের অধীনে, রাজ্যের সমস্ত অ-কর্মজীবী মা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক ২০,০০০ টাকা করে পাবেন।
- ‘বাহিনী’ স্কিমে রাজ্য সরকার ৯ এবং তার উপরে শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করবে।
৮. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ভারতের ২৩ তম মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন?
(A) তানিয়া সচদেব
(B) প্রিয়াঙ্কা নুটাকি
(C) পদ্মিনী রাউট
(D) কোনেরু হাম্পি
- ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন বা বিশ্ব দাবা ফেডারেশন একটি আন্তর্জাতিক সংস্থা যা বিভিন্ন জাতীয় দাবা ফেডারেশনকে সংযুক্ত করে এবং আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে।
আন্তর্জাতিক দাবা ফেডারেশন:
- গঠন : ২০শে জুলাই, ১৯২৪;
- সদর দপ্তর : লুসান, সুইজারল্যান্ড
- সদস্যপদ: ১৯৫টি জাতীয় সমিতি
- প্রেসিডেন্ট : আরকাদি ডভোরকোভিচ
৯. নিম্নোক্তদের মধ্যে কাকে সম্প্রতি Telecom Disputes Settlement and Appellate Tribunal (TDSAT)-এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(A) জন জি রবার্টস
(B) প্রশান্ত কুমার
(C) ডিএন প্যাটেল
(D) রাজেশ বিন্দল
- কেন্দ্র দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএন প্যাটেলকে Telecom Disputes Settlement and Appellate Tribunal-এর (TDSAT) পরবর্তী চেয়ারপার্সন হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে।
- বিচারপতি প্যাটেল বর্তমান TDSAT চেয়ারপারসন বিচারপতি শিব কীর্তি সিং-এর স্থলাভিষিক্ত হবেন।
১০. নিচের কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি, রফিক তারার সম্প্রতি প্রয়াত হলেন?
(A) বাংলাদেশ
(B) পাকিস্তান
(C) মালয়েশিয়া
(D) মায়ানমার
- রফিক তারার ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
- তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাকে মনোনীত করেছিলেন।
- তিনি ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
- তিনি ৬ই মার্চ, ১৯৮৯ থেকে ৩১শে অক্টোবর, ১৯৯১ পর্যন্ত লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
To check our latest Posts - Click Here