Daily Current Affairs in BengaliCurrent Affairs

14th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

14th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪ই মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি14th March Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটিতে প্রতিবছর আন্তর্জাতিক নদীরক্ষা দিবস পালিত হয়?

(A) ৪ঠা মার্চ
(B) ১৪ই মার্চ
(C) ১লা মার্চ
(D) ৩রা মার্চ

[spoiler title=”উত্তর : “] (B) ১৪ই মার্চ

  • নদীর জন্য আন্তর্জাতিক কর্ম দিবস প্রতি বছর ১৪ই মার্চ পালন করা হয়।
  • এই দিনটি নদীর সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে।
  • ১৯৯৭ সালের মার্চ মাসে ব্রাজিলের কুরিটিবাতে, নদীতে বাঁধ দেওয়ার বিরোধী এক আন্তর্জাতিক সম্মেলনে এই এই দিবসটি গৃহীত হয়।
[/spoiler]

২. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোন শহরে ১১ তম ‘খেল মহাকুম্ভ’-এর সূচনার ঘোষণা করেছেন?

(A) শ্রীনগর
(B) গুরুগ্রাম
(C) আহমেদাবাদ
(D) চণ্ডীগড়

[spoiler title=”উত্তর : “] (C) আহমেদাবাদ

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ই মার্চ ২০২২-এ আহমেদাবাদে ১১ তম ‘খেল মহাকুম্ভ’-এর উদ্বোধনের ঘোষণা করেছিলেন।
  • খেল মহাকুম্ভ ২০১০ সালে গুজরাটে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ১৬টি খেলাধুলা এবং ১৩ লক্ষ অংশগ্রহণকারীর সাথে শুরু হয়েছিল।
  • এখন এখানে ৩৬টি সাধারণ ক্রীড়া এবং ২৬টি প্যারা-স্পোর্টস খেলা হয়।
  • ১১ তম এই সংস্করণে ৪৫ লাখেরও বেশি ক্রীড়াবিদরা অংশ নেবেন।
[/spoiler]

৩. কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল ইলেকট্রিক অটো ক্রয় ও নিবন্ধনের জন্য একটি অনলাইন পোর্টাল ‘My EV’ চালু করেছে?

(A) দিল্লী
(B) উত্তর প্রদেশ
(C) কর্ণাটক
(D) চণ্ডীগড়

[spoiler title=”উত্তর : “] (A) দিল্লী

  • ১২ই মার্চ এই পোর্টাল লঞ্চ করেছিল দিল্লী সরকার।
  • দিল্লী সরকার Delhi Electric Vehicle Policy-এর অধীনে ঋণের উপর e-auto কেনার উপর ৫% সুদের সহায়তা প্রদান করবে।
[/spoiler]

৪. কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি কপিল দেবের দ্রুততম টেস্ট হাফ-সেঞ্চুরির ৪০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন?

(A) শ্রেয়াল আইয়ার
(B) ঋষভ পন্ত
(C) অক্ষর প্যাটেল
(D) রবীন্দ্র জাদেজা

[spoiler title=”উত্তর : “] (B) ঋষভ পন্ত

  • ১৩ই মার্চ ২০২২ এ ঋষভ পন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে এই রেকর্ড ভাঙলেন।
  • তিনি দ্বিতীয় ইনিংসের ৪২ তম ওভারে ২৮ বলে তার অর্ধশতক পূর্ণ করেন।
  • ১৯৮২ সালে পাকিস্তানের বিরুদ্ধে কপিল দেবের ৩০ বলে অর্ধশতক (৫০ রান) পূর্ণ করেছিলেন।
[/spoiler]

৫. সাহিত্য একাডেমি এর ৬৮ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘Monsoon’ বইটির লেখক কে?

(A) বিষ্ণু সাক্সেনা
(B) অভয় কুমার
(C) নীলোৎপল মৃণাল
(D) সত্যজিৎ রায়

[spoiler title=”উত্তর : “] (B) অভয় কুমার

  • সাহিত্য আকাদেমি ১২ই মার্চ ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
  • এর লোগো ডিজাইন করেছিলেন সত্যজিৎ রায় নিজেই এবং পন্ডিত জওহরলাল নেহেরু ছিলেন এর প্রথম প্রেসিডেন্ট।
  • একাডেমি থেকে প্রকাশিত প্রথম বইটি ছিল দামোদর ধর্মানন্দ কোশাম্বীর ‘ভগবান বুদ্ধ’ (১৯৫৬)।
[/spoiler]

৬. সম্প্রতি ভারতের কোন শহরে বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র (floating solar power plant) উদ্বোধন করা হয়েছে?

(A) শ্রীনগর
(B) তুতিকোরিন
(C) আহমেদাবাদ
(D) উদয়পুর

[spoiler title=”উত্তর : “] (B) তুতিকোরিন

  • ‘সাউদার্ন পেট্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড’ (SPIC) ২০২২ সালের মার্চ মাসে ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন এবং সম্পূর্ণরূপে চালু করেছে।
  • তামিলনাড়ুর তুতিকোরিনে SPIC কারখানার প্রাঙ্গনে অবস্থিত, এই ৪৮-একর ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রটি ৬২-একর এলাকা জুড়ে বিস্তৃত একটি বড় জলাধারের উপর স্থাপন করা হয়েছে।
  • এটি প্রতি বছর ৪২ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
[/spoiler]

৭. কোন রাজ্য সরকার সম্প্রতি কর্মহীন মায়েদের জন্য ‘আমা যোজনা’ এবং ছাত্রীদের জন্য ‘বাহিনী’ প্রকল্প চালু করেছে?

(A) সিকিম
(B) মেঘালয়
(C) আসাম
(D) মণিপুর

[spoiler title=”উত্তর : “] (A) সিকিম

  • ‘আমা যোজনা’ প্রকল্পের অধীনে, রাজ্যের সমস্ত অ-কর্মজীবী মা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক ২০,০০০ টাকা করে পাবেন।
  • ‘বাহিনী’ স্কিমে রাজ্য সরকার ৯ এবং তার উপরে শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করবে।
[/spoiler]

৮. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ভারতের ২৩ তম মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন?

(A) তানিয়া সচদেব
(B) প্রিয়াঙ্কা নুটাকি
(C) পদ্মিনী রাউট
(D) কোনেরু হাম্পি

[spoiler title=”উত্তর : “] (B) প্রিয়াঙ্কা নুটাকি

  • ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন বা বিশ্ব দাবা ফেডারেশন একটি আন্তর্জাতিক সংস্থা যা বিভিন্ন জাতীয় দাবা ফেডারেশনকে সংযুক্ত করে এবং আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে।

আন্তর্জাতিক দাবা ফেডারেশন:

  • গঠন : ২০শে জুলাই, ১৯২৪;
  • সদর দপ্তর : লুসান, সুইজারল্যান্ড
  • সদস্যপদ: ১৯৫টি জাতীয় সমিতি
  • প্রেসিডেন্ট : আরকাদি ডভোরকোভিচ
[/spoiler]

৯. নিম্নোক্তদের মধ্যে কাকে সম্প্রতি Telecom Disputes Settlement and Appellate Tribunal (TDSAT)-এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) জন জি রবার্টস
(B) প্রশান্ত কুমার
(C) ডিএন প্যাটেল
(D) রাজেশ বিন্দল

[spoiler title=”উত্তর : “] (C) ডিএন প্যাটেল

  • কেন্দ্র দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএন প্যাটেলকে Telecom Disputes Settlement and Appellate Tribunal-এর (TDSAT) পরবর্তী চেয়ারপার্সন হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে।
  • বিচারপতি প্যাটেল বর্তমান TDSAT চেয়ারপারসন বিচারপতি শিব কীর্তি সিং-এর স্থলাভিষিক্ত হবেন।
[/spoiler]

১০. নিচের কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি, রফিক তারার সম্প্রতি প্রয়াত হলেন?

(A) বাংলাদেশ
(B) পাকিস্তান
(C) মালয়েশিয়া
(D) মায়ানমার

[spoiler title=”উত্তর : “] (B) পাকিস্তান

  • রফিক তারার ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
  • তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাকে মনোনীত করেছিলেন।
  • তিনি ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
  • তিনি ৬ই মার্চ, ১৯৮৯ থেকে ৩১শে অক্টোবর, ১৯৯১ পর্যন্ত লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button