NotesGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন অঙ্গাণুর বিশেষ নাম – কোন অঙ্গানুকে কি বলে ডাকা হয় – PDF

Which Organ is Called by What Name

বিভিন্ন অঙ্গাণুর বিশেষ নাম

দেওয়া রইলো প্রাণী ও উদ্ভিদের বিভিন্ন অঙ্গাণুর বিশেষ নাম তালিকা । কোন অঙ্গানুকে কি বলে ডাকা হয় (Which Organ is called by what name ) তার একটি তালিকা দেওয়া রইলো ।

কোন অঙ্গানুকে কি বলে ডাকা হয়

নংঅঙ্গাণুবিশেষ নাম
কোষদেহের গঠনগত ও কার্যগত একক
মাইটোকন্ড্রিয়াকোষের শক্তিঘর বা পাওয়ার হাউস
লাইসোজোমকোষের আত্মঘাতী থলি
রাইবোজোমকোষের প্রোটিন তৈরির কারখানা
গলগি বডিকোষের ট্রাফিক পুলিশ
নিউক্লিয়াসকোষের – প্রাণকেন্দ্র / কন্ট্রোল সেন্টার / ব্রেন
এন্ডোপ্লাজমিক রেটিকিউলামকোষের পরিবহনতন্ত্র
হরমোনকেমিক্যাল মেসেঞ্জার
যকৃৎদেশের ল্যাবরেটরি
১০বৃক্কমানবদেহের ছাঁকনি
১১পিট্যুইটারিমাস্টার গ্লান্ড
১২হাইপোথ্যালামাসমাস্টার অফ মাস্টার গ্লান্ড
১৩থাইরয়েড গ্রন্থিএডামস আপেল
১৪ক্রোমোজোমবংশগতির ধারক ও বাহক
১৫ক্লোরোপ্লাস্টকোষের রান্না ঘর
১৬অ্যামাইনো অ্যাসিডপ্রোটিন তৈরির কাঁচামাল
১৭হিমোগ্লোবিনশরীরের রবিনহুড
১৮RNAপ্রোটিন তৈরির ব্লু প্রিন্ট
১৯প্লীহালোহিত রক্তকণিকার কবরস্থান
২০শ্বেত রক্তকণিকাদেহের আণুবীক্ষণিক সৈনিক
২১ক্ল্যাভিকলকলার বোন / বিউটি বোন
২২কাফ পেশী ( Calf Muscles )দ্বিতীয় হৃদপিন্ড
২৩পাকস্থলীদ্বিতীয় ব্রেন
List of Special Names of Different Organs

আরও দেখে নাও :

বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি PDF

মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ তালিকা । Excretory Organs of Animals – PDF

Download Section :

  • File Name : বিভিন্ন অঙ্গাণুর বিশেষ নাম
  • File Size : 238 KB
  • No. of Pages : 03
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Life Science, Biology

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button