Notes

মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম

Name of Outer Layer of Different Organs of Human Body

মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম নিয়ে। মানবদেহের কোন অঙ্গের আবরণীর নাম কি – এই টপিকটি থেকে মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। তাই তোমাদের জন্য মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নামের তালিকাটি দেওয়া রইলো।

ক্রমঃঅঙ্গআবরণীর নাম
হৃদপিন্ডপেরিকার্ডিয়াম
ফুসফুসপ্লুরা
বৃক্করেনাল ক্যাপসুল
যকৃৎগ্লিসনস্ ক্যাপসুল
তরুণাস্থিপেরিকন্ড্রিয়াম
মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডমেনিনজেস
ক্রোমোজোমপেলিকল
কোষগহ্বরটনোপ্লাস্ট
অস্থি ( ভেতরের )এন্ডোস্টিয়াম
১০অস্থি ( বাইরের )পেরিঅস্টিয়াম
১১পেশীসারকোলেমা

১. হৃদপিন্ডের আবরণীকে কি বলে ?

হৃদপিন্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম।

২. মস্তিষ্কের আবরণ কে কি বলে ?

মেনিনজেস

৩. মানব মস্তিষ্কের তিন স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে কি বলে ?

মেনিনজেস

৪. ফুসফুসের পর্দার নাম কি ?

প্লুরা

আরও দেখে নাও : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

One Comment

  1. kichu kichu PDF download kora jai na….ektu dekhben plzz…osonkho dhonnobad ato materials provide korar jnno…

Back to top button