Daily Current Affairs in BengaliCurrent Affairs

26th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

26th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৬শে  জুন  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 26th June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও :  25th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ভারতের কোন রাজ্য সরকার নুমালিগড় এবং গোহপুরের মধ্যে প্রথম জলের নিচে টানেল নির্মাণের ঘোষণা করেছে ?

(A) মহারাষ্ট্র
(B) আসাম
(C) পশ্চিমবঙ্গ
(D) গুজরাট

উত্তর
(B) আসাম

  • আসাম সরকার নুমালিগড় এবং গোহপুরের মধ্যে ৬,০০০ কোটি টাকা ব্যয়ে প্রথম জলের নীচে টানেল তৈরি করতে চলেছে৷
  • ব্রহ্মপুত্র নদের তলদেশে দিয়ে এই টানেল তৈরী করা হবে।

২. কে সম্প্রতি ফর্মুলা ওয়ান রেসিংয়ে আয়রটন সেনার ৪১টি জয়ের রেকর্ডে স্পর্শ করেছে ?

(A) লুইস হ্যামিল্টন
(B) ম্যাক্স ভার্স্টাপেন
(C) সেবাস্তিয়ান ভেটেল
(D) মাইকেল শুমেকার

উত্তর
(B) ম্যাক্স ভার্স্টাপেন

  • কানাডিয়ান ক্র্যান্ড প্রিক্স জেতার পর রেড বুল এর F1 টিম ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন তার ক্যারিয়ারের ৪১তম জয় নিশ্চিত করেন।
  • এর সাথে তিনি ক্যারিয়ারে সবচেয়ে বেশি জয়ের জন্য কিংবদন্তি আইরটন সেনার রেকর্ডের সমান সংখ্যক জয় লাভ করে রেকর্ড করেন।

৩. কেনিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারতীয় নৌবাহিনীর কোন জাহাজ সম্প্রতি মোম্বাসা সফর করেছে ?

(A) INS বিক্রমাদিত্য
(B) INS সুনয়না
(C) INS কলকাতা
(D) INS রাজপুত

উত্তর
(B) INS সুনয়না
INS সুনয়না কেনিয়ার যোগে সামুদ্রিক প্রতিবেশীদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য ২০ থেকে ২৩ শে জুন মোম্বাসা ভ্রমণ করে।

৪. কোন রাজ্য সরকার দেশী গরু কেনার জন্য অনুদানের কথা সম্প্রতি ঘোষণা করেছে?

(A) মধ্য প্রদেশ
(B) উত্তর প্রদেশ
(C) বিহার
(D) রাজস্থান

উত্তর
(B) উত্তর প্রদেশ

  • দেশি গরুর প্রজনন প্রচার এবং গরু পালনকারীদের আয় বাড়ানোর প্রয়াসে, যোগী সরকার “নন্দ বাবা মিল্ক মিশন” এর অধীনে অন্যান্য রাজ্য থেকে দেশি গরু কেনার জন্য ৪০,০০০ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
  • নন্দ বাবা মিশনের অধীনে, রাজ্যে দুধ উৎপাদনের গতি বাড়ানোর জন্য, পাঞ্জাব থেকে সাহিওয়াল, রাজস্থানের থারপার্ক এবং গুজরাট থেকে সিরের মতো দেশীয় জাতের গরু কেনার জন্য পরিবহন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে।

৫. ভারতীয় বিমান বাহিনী (IAF) দ্বারা সম্প্রতি পরিচালিত মহড়ার নাম হল –

(A) রণবিজয়
(B) গরুড়
(C) বায়ু শক্তি
(D) থান্ডারবোল্ট

উত্তর
(A) রণবিজয়
ভারতীয় বিমান বাহিনী সম্প্রতি রণবিজয় অনুশীলন চালায় যেখানে Su-30 সহ যুদ্ধবিমান দ্বারা দিবারাত্রি অভিযান পরিচালিত হয়।

৬. সম্প্রতি খবরের শিরোনামে আসে হেলিওপোলিস ওয়ার সিমেট্রি। এটি কোথায় অবস্থিত ?

(A) আমেরিকা
(B) মিশর
(C) অস্ট্রেলিয়া
(D) মায়ানমার

উত্তর
(B) মিশর
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিশরের কায়রোতে হেলিওপলিস ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় আত্মত্যাগকারী ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

৭. ভারতের কোন রাজ্য মাদকের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি ডেডিকেটেড স্পেশাল টাস্ক ফোর্স (STF) গঠন করার পরিকল্পনা করছে?

(A) হিমাচল প্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) পাঞ্জাব
(D) উত্তর প্রদেশ

উত্তর
(A) হিমাচল প্রদেশ
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ঘোষণা করেছেন  যে রাজ্য সরকার রাজ্যে মাদকের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি ডেডিকেটেড স্পেশাল টাস্ক ফোর্স গঠন করবে।

৮. সম্প্রতি কাকে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান “অর্ডার অফ দ্য নাইল (Order of the Nile )” এ ভূষিত করা হয়েছে?

(A) দ্রৌপদী মুর্মু
(B) নরেন্দ্র মোদি
(C) এস জয়শঙ্কর
(D) জো বিডেন

উত্তর
(B) নরেন্দ্র মোদি

  • মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি তাদের দ্বিপাক্ষিক বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে  মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান “Order of the Nile” এ ভূষিত করা করেছেন।
  • ১৯৯৭ সালের পর এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী আফ্রিকা সফর করলো।

মিশর সম্পর্কিত কিছু তথ্য –

  • রাজধানী: কায়রো
  • মুদ্রা: মিশরীয় পাউন্ড
  • অফিসিয়াল ভাষা: আরবি
  • রাষ্ট্রপতি: আবদেল ফাত্তাহ আল-সিসি
  • প্রধানমন্ত্রী: মোস্তফা মাদবৌলী
  • পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

৯. নিচের কোন ব্যক্তি IPAF -এর 1ম কলা ক্রান্তি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ?

(A) সন্ধ্যা মুখার্জি
(B) পন্ডিত পি ডি বাউল
(C) ভিক্টর ব্যানার্জি
(D) মঙ্গলা কান্তি রায়

উত্তর
(B) পন্ডিত পি ডি বাউল

  • সম্প্রতি কলকাতায় ইন্টারন্যাশনাল পারফরমিং আর্ট ফেস্টিভ্যাল (IPAF) এর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের গভর্নর ড. সি.ভি. আনন্দ বোস
  • পদ্মশ্রী বাউল সম্রাট পণ্ডিত পূর্ণ দাস বাউলকে ঐতিহ্যবাহী শিল্পে অসামান্য অবদানের জন্য আইপিএএফ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

১০. নিচের কোন ভারতীয় গলফার লেডিস চেক ওপেন ২০২৩ গলফ খেতাব জিতে নিয়েছেন ?

(A) দীক্ষা ডাগর
(B) অদিতি অশোক
(C) ত্বেসা মালিক
(D) স্মৃতি মেহরা

উত্তর
(A) দীক্ষা ডাগর

  • দীক্ষা দাগর (জন্ম: ১৪ই ডিসেম্বর ২০০০) হলেন একজন ভারতীয় নারী পেশাদার বধির গলফ খেলোয়াড়।
  • তিনি সম্প্রতি লেডিস ইউরোপিয়ান ট্যুরে (LET) চেক লেডিস ওপেন ২০২৩ চ্যাম্পিয়নশিপ জিতেছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button