QuizQuiz

রাজা রামমোহন রায় কুইজ

Quiz on Raja Ram Mohan Roy

রাজা রামমোহন রায় কুইজ

রাজা রামমোহন রায় কুইজ : আজ ২২ শে মে, আজকের দিনে ১৭৭২ সালে হুগলী জেলায় জন্মগ্রহণ করেন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, দার্শনিক তথা বাংলার নবজাগরণের জনক রাজা রামমোহন রায়। তাঁর জন্মদিন উপলক্ষ্যে তাঁকে উৎসর্গ করে বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো রাজা রামমোহন রায় কুইজ।
দেখে নাও রাজা রামমোহন রায় কুইজ

“Truth and Virtue do not necessarily belong to wealth and Power and distinctions of big mansions” – রাজা রামমোহন রায়

 

১.রামমোহন রায় কে “রাজা” উপাধি কে দিয়েছিলেন?

[spoiler title=”উত্তর : “]দ্বিতীয় আকবর।[/spoiler]

২.১৮০৪ সালে মুর্শিদাবাদে থাকাকালীন , রাজা রামমোহন রায় “Tuhfat-ul-Muwahhidin” নামে তাঁর প্রথম গ্রন্থ লেখেন।এটি তিনি কোন ভাষায় লিখেছিলেন?

[spoiler title=”উত্তর : “]ফরাসি।[/spoiler]

৩.১৮২৮ সালে দ্বারকানাথ ঠাকুর এর সঙ্গে মিলে রাজা রাম মোহন রায় কী প্রতিষ্ঠা করেন?

[spoiler title=”উত্তর : “]ব্রহ্ম সভা। (যা পরবর্তী কালে ব্রহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে) .[/spoiler]

৪.১৮২১ সালে ৪ ঠা ডিসেম্বর প্রকাশক তারাচাদ দত্ত এর সহযোগিতায় বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা চালু করেন রাজা রামমোহন রায়।এই পত্রিকার নাম কী ছিল?

[spoiler title=”উত্তর : “]সম্বাদ কৌমুদী ।[/spoiler]

৫.১৮২৯ সালের ৪ ঠা ডিসেম্বর রাজা রাম মোহন রায় এর দীর্ঘ প্রচেষ্টায় ব্রিটিশদের সহায়তায় ১৭নম্বর রেগুলেশন আইন জারির মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়। সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে রাজা রাম মোহন রায় কে কোন গভর্নর জেনারেল সাহায্য করেছিলেন?

[spoiler title=”উত্তর : “]লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। [/spoiler]

৬.রাজা রামমোহন রায় এর কর্মজীবন এবং সংস্কার এর উপর ভিত্তি করে ১৯৬৫ সালে বাংলা ভাষায় মুক্তি পায় বিজয় বোস নির্দেশিত চলচ্চিত্র
“রাজা রামমোহন”, এই সিনেমায় রাম মোহন রায় এর ভূমিকায় কে অভিনয় করেছিলেন?

[spoiler title=”উত্তর : “]বসন্ত চৌধুরী। [/spoiler]

৭.কে রাজা রাম মোহন রায়কে “Father of New India” আখ্যা দেন?

[spoiler title=”উত্তর : “]গোপাল কৃষ্ণ গোখলে। [/spoiler]

৮. স্টাপ্লেটন, ব্রিস্টেল এ পথচারীদের জন্য একটি রাস্তার নাম রাখা হয়েছে রাজা রাম মোহন রায়ের নামানুসারে। এটির নাম কী?

[spoiler title=”উত্তর : “]”Rajah Rammohun Walk” .[/spoiler]

৯. রাজা রাম মোহন রায় এর সমাধিস্থল কোথায় অবস্থিত?

[spoiler title=”উত্তর : “]ব্রিস্টেল [ তাঁর মৃত্যুর পর তাঁকে ব্রিস্টেল এ তাঁর বাড়িতে সমাহিত করা হয়। ১০ বছর পর প্রিন্স দ্বারকা নাথ ঠাকুর রাম মোহন রায় এর সমাধি ব্রিস্টেল এর বাড়ি থেকে আর্নেস ভেল এ নতুন ভাবে সমাহিত করেন এবং তার উপর মন্দির তৈরি করেন] .[/spoiler]

১০.২০০৪ সালে বিবিসি দ্বারা করা পোল “গ্রেটেস্ট বেঙ্গলি অফ্ এল টাইম” – এ রাজা রামমোহন রায় এর অবস্থান কত ছিল?

[spoiler title=”উত্তর : “]১০ (দশম) [/spoiler]

আরো দেখে নাও : রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ – বিশ্বকবি স্পেশাল  সেট ১৩১

কতটা জানি বিদ্যাসাগরকে । প্রশ্নোত্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্যুইজ

কুইজ রবীন্দ্রনাথ ঠাকুর

নেতাজি কুইজ  বাংলা কুইজ – সেট ৯৩

স্বামী বিবেকানন্দ স্পেশাল কুইজ -বাংলা কুইজ – সেট ৮৭

বাংলা কুইজ – সেট ১৬০ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button