QuizQuiz

বি.আর.আম্বেদকর স্পেশাল কুইজ – আম্বেদকর জয়ন্তী

Quiz on Dr.B.R.Ambedkar

বি.আর.আম্বেদকর স্পেশাল কুইজ

আজ ৬ই ডিসেম্বর। বাবাসাহেব আম্বেদকরের মৃত্যুবার্ষিকী।  ১৮৯১ সালে ১৪ই এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধানের স্থপতিকার ড: বাবাসাহেব ভীমরাও আম্বেদকর। আজকে আম্বেদকরের মৃত্যুদিন  উপলক্ষ্যে দেওয়া রইলো বি.আর.আম্বেদকর স্পেশাল কুইজ

১. জওহরলাল নেহরু : কৌল
রবীন্দ্রনাথ ঠাকুর : কুশারী
ডঃ বি আর আম্বেদকর : ?

উত্তর :
সাকপাল। {পৈতৃক উপাধি }

২. ডক্টর বি আর আম্বেদকর এর জন্মস্থান এর নাম এসেছে “Military Headquarters of War” এর নাম থেকে। বর্তমানে ডঃ আম্বেদকর নগর নামে পরিচিত এই স্থানটির পূর্বে কী নাম ছিল?

উত্তর :
Mhow .

৩. বি আর আম্বেদকর কোন বিষয়ে ডক্টরেট ডিগ্রী (PhD) অর্জন করেন?

উত্তর :
অর্থনীতি।

৪. প্রথম এবং একমাত্র ব্যক্তি হিসেবে ডঃ বি আর আম্বেদকর একটি গুরুত্বপূর্ণ ডিগ্রী Doctor All Science অর্জন করেন। কোন প্রতিষ্ঠান থেকে তাঁকে এই সম্মান হয়েছিল?

উত্তর :
London School of Economics.

৫. ১৯৩৫-৩৬ সাল নাগাদ আম্বেদকর তাঁর জীবনের কিছু ঘটনা নিয়ে ২০ পৃষ্ঠার একটি আত্মজীবনী মূলক বই লেখেন,বইটির নাম কী?

উত্তর :
Waiting for a Visa.

৬. ১৯৩৬ সালে ডঃ বি আর আম্বেদকর একটি রাজনৈতিক দল গঠন করেন,যা ১৯৩৭ সালে বোম্বে নির্বাচনে অংশগ্রহণ করে। এই রাজনৈতিক দলটির কী নাম ছিল?

উত্তর :
ইনডিপেনডেন্ট লেবার পার্টি।

৭. ডঃ আম্বেদকর তাঁর লেখা “The Problem of the Rupee – Its Origin and its Solution” বইটিতে কিছু নির্দেশিকা,কার্য শৈলী এবং দৃষ্টি ভঙ্গি উপস্থাপন করেন,যেগুলি তিনি হিলটন ইয়ং কমিশনের সামনে রাখেন, এগুলি অনুসারে করে কোন ভারতীয় প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল?

উত্তর :
রিজার্ভ ব্যাঙ্ক অফ্ ইন্ডিয়া।

৮. ভারতীয় সংবিধানের কারিগর বা স্থপতি বলা হয় বি. আর. আম্বেদকর কে। সংবিধান তৈরির সময় তিনি কোন কমিটির সভাপতি ছিলেন?

উত্তর :
খসড়া কমিটির।

৯. স্বাধীন ভারতের প্রথম ক্যাবিনেটের সদস্য ছিলেন ডঃ আম্বেদকর। তাঁর অধীনে কোন মন্ত্রক ছিল?

উত্তর :
আইন মন্ত্রক ।

১০. ডঃ বি আর আম্বেদকর এর সমাধিস্থল কী নামে পরিচিত ?

উত্তর :
Chaitya Bhoomi

১১. কত সালে আম্বেদকর ভারতরত্ন সম্মান অর্জন করেন?

উত্তর :
১৯৯০।

১২. স্বামী বিবেকানন্দ : রায়পুর
রাজীব গান্ধী : হায়দ্রাবাদ
সর্দার বল্লভভাই প্যাটেল : আহমেদাবাদ
ডঃ বি আর আম্বেদকর : ?

উত্তর :
মীরুট ,উত্তরপ্রদেশ । (বিমানবন্দর) .

১৩. ডঃ বি আর আম্বেদকর এর জীবনের উপর ভিত্তি করে ২০০০ সালে “Dr. B.R. Ambedkar” নামে ফিচার ফ্লিম নির্দেশনা করেন জব্বর প্যাটেল। এই সিনেমায় আম্বেদকরের ভূমিকায় কে অভিনয় করেন?

উত্তর :
মুহাম্মদ পানাপর্মবিল ইসমাইল ।(Mammootty).

১৪. আম্বেদকর হাউস স্মৃতিসৌধ বন্ধের বিরুদ্ধে ভারত সম্প্রতি আবেদন করেছে । এটি কোন দেশে অবস্থিত ?

উত্তর :
জাপান।

১৫. সম্প্রতি ধর্মচক্র প্রবর্তন দিবস কার স্মৃতিতে পালন করা হলো ?

উত্তর :
৯ই অক্টোবর বি আর আম্বেদকরের স্মৃতিতে পুনের দীক্ষাভূমিতে বৌদ্ধরা ধর্মচক্র প্রবর্তন দিবস পালন করলো । এই দিনটিতে আম্বেদকর বৌদ্ধ ধর্ম প্রহণ করেছিলেন ।

আরো দেখে নাও : 

মহাত্মা গান্ধী কুইজ । Quiz on Mahatma Gandhi

বাংলা কুইজ – সেট ৯২ জওহরলাল নেহেরু স্পেশাল কুইজ

নেতাজি কুইজ –  বাংলা কুইজ – সেট ৯৩

রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ –  বিশ্বকবি স্পেশাল –  সেট ১৩১

স্বামী বিবেকানন্দ স্পেশাল কুইজ -বাংলা কুইজ – সেট ৮৭

লাল বাহাদুর শাস্ত্রী কুইজ । Quiz on Lal Bahadur Shastri

এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button