শঙ্খ ঘোষ (১৯৩২-২০২১) – ক্যুইজ প্রশ্ন, পুরস্কার, গ্রন্থ তালিকা
শঙ্খ ঘোষ (১৯৩২-২০২১)বাংলা সাহিত্যের জগতে আবারও ইন্দ্রপতন। ৯০ বছর বয়সে করোনার বলি হলেন বর্ষীয়ান বাঙালি সাহিত্যিক শঙ্খ ঘোষ।
দেওয়া রইলো এই মহান সাহিত্যিক সম্পর্কিত কিছু জানা-অজানা কুইজের প্রশ্ন ও উত্তর ।
১. কবি শঙ্খ ঘোষ – এর প্রকৃত নাম কী?
[spoiler title=”উত্তর : “]চিত্তপ্রিয় ঘোষ।[/spoiler]
২. শঙ্খ ঘোষের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
[spoiler title=”উত্তর : “]দিনগুলি রাতগুলি। (১৯৫৬)[/spoiler]
৩. কোন কাব্যগ্রন্থের জন্য কবি শঙ্খ ঘোষ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার অর্জন করেন?
[spoiler title=”উত্তর : “]বাববের প্রার্থনা।[/spoiler]
৪. শঙ্খ ঘোষ কোন সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন?
[spoiler title=”উত্তর : “]২০১৬.[/spoiler]
৫. শঙ্খ ঘোষের লেখা শেষ গদ্যগ্রন্থ কোনটি?
[spoiler title=”উত্তর : “]সন্ধ্যানদীর জলে (২০১৯)[/spoiler]
৬. কবি শঙ্খ ঘোষ ১৯৯৯ সালে “রক্ত কল্যাণ নাটকটি” বাংলায় অনুবাদ করে দ্বিতীয় বারের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার অর্জন করেন। মূল নাটকটি কোন ভাষায় রচিত ছিল?
[spoiler title=”উত্তর : “]কন্নড়।[/spoiler]
৭. শঙ্খ ঘোষের ছদ্মনাম কী ছিল?
[spoiler title=”উত্তর : “]কুন্তক।[/spoiler]
৮. তাঁর প্রতিভার জন্য নানান সম্মান ও পুরস্কারের পাশাপাশি ২০১১ সালে পদ্ম পুরস্কারও অর্জন করেন কবি শঙ্খ ঘোষ।তাঁকে কোন পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছিল?
[spoiler title=”উত্তর : “]পদ্মভূষণ।[/spoiler]
৯. কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর শঙ্খ ঘোষের লেখা বইটির নাম কী ?
[spoiler title=”উত্তর : “]ওকাম্পোর রবীন্দ্রনাথ।[/spoiler]
১০. কোন কাব্যগ্রন্থের জন্য ১৯৮৯ সালে রবীন্দ্র পুরস্কার পান শঙ্খ ঘোষে ?
[spoiler title=”উত্তর : “]‘ধূম লেগেছে হৃৎকমলে’.[/spoiler]
সাহিত্যিক শঙ্খ ঘোষের কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার –
- ১৯৭৭-এ ‘মূর্খ বড়, সামাজিক নয়’ কাব্যগ্রন্থের জন্য নরসিংহ দাস পুরস্কার পান।
- ১৯৭৭ সালেই আবার ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান।
- ১৯৮৯ সালে ‘ধুম লেগেছে হৃদকমলে’ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান।
- ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’-এর জন্য সরস্বতী পুরস্কার পান।
- ১৯৯৯ সালে বিশ্বভারতীর দ্বারা দেশিকোত্তম সম্মানে সম্মানিত হন।
- ১৯৯৯ সালে কন্নঢ় ভাষায় লেখা নাটক “রক্তকল্যাণ” এর অনুবাদের জন্য দ্বিতীয়বার সাহিত্য অ্যাকাডেমি সম্মান পান তিনি।
- ২০১১-য় ভারত সরকার শঙ্খ ঘোষেকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেন।
- ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার।
শঙ্খ ঘোষের কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ তালিকা –
ক্রমঃ | কাব্যগ্রন্থের নাম | সাল |
---|---|---|
১ | দিনগুলি রাতগুলি | ১৯৫৬ |
২ | এখন সময় নয় | ১৯৬৭ |
৩ | নিহিত পাতালছায়া | ১৯৬৭ |
৪ | শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা | ১৯৭০ |
৫ | আদিম লতাগুল্মময় | ১৯৭২ |
৬ | মূর্খ বড় সামাজিক নয় | ১৯৭৪ |
৭ | বাবরের প্রার্থনা | ১৯৭৬ |
৮ | মিনিবুক | ১৯৭৮ |
৯ | তুমি তেমন গৌরী নও | ১৯৭৮ |
১০ | পাঁজরে দাঁড়ের শব্দ | ১৯৮০ |
১১ | কবিতাসংগ্রহ -১ | ১৯৮০ |
১২ | প্রহরজোড়া ত্রিতাল | ১৯৮২ |
১৩ | মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে | ১৯৮৪ |
১৪ | বন্ধুরা মাতি তরজায় | ১৯৮৪ |
১৫ | ধুম লেগেছে হৃদকমলে | ১৯৮৪ |
১৬ | কবিতাসংগ্রহ – ২ | ১৯৯১ |
১৭ | লাইনেই ছিলাম বাবা | ১৯৯৩ |
১৮ | গান্ধর্ব কবিতাগুচ্ছ | ১৯৯৪ |
১৯ | শঙ্খ ঘোষের নির্বাচিত প্রেমের কবিতা | ১৯৯৪ |
২০ | মিনি কবিতার বই | ১৯৯৪ |
২১ | শবের উপরে শামিয়ানা | ১৯৯৬ |
২২ | ছন্দের ভিতরে এত অন্ধকার | ১৯৯৯ |
২৩ | জলই পাষাণ হয়ে আছে | ২০০৪ |
২৪ | সমস্ত ক্ষতের মুখে পলি | ২০০৭ |
২৫ | মাটিখোঁড়া পুরোনো করোটি | ২০০৯ |
২৬ | গোটাদেশজোড়া জউঘর | ২০১০ |
২৭ | হাসিখুশি মুখে সর্বনাশ | ২০১১ |
২৮ | প্রতি প্রশ্নে জেগে ওঠে ভিটে | ২০১২ |
২৯ | প্রিয় ২৫ : কবিতা সংকলন | ২০১২ |
৩০ | বহুস্বর স্তব্ধ পড়ে আছে | ২০১৪ |
৩১ | প্রেমের কবিতা | ২০১৪ |
৩২ | শঙ্খ ঘোষের কবিতাসংগ্রহ | ২০১৫ |
৩৩ | শুনি নীরব চিৎকার | ২০১৫ |
৩৪ | এও এক ব্যথা উপশম | ২০১৭ |
শঙ্খ ঘোষের কিছু বিখ্যাত গদ্যগ্রন্থ তালিকা –
ক্রমঃ | গদ্যগ্রন্থের নাম | সাল |
---|---|---|
১ | কালের মাত্রা ও রবীন্দ্রনাটক | ১৯৬৯ |
২ | নিঃশব্দের তর্জনী | ১৯৭১ |
৩ | ছন্দের বারান্দা | ১৯৭২ |
৪ | এ আমির আবরণ | ১৯৮০ |
৫ | উর্বশীর হাসি | ১৯৮১ |
৬ | শব্দ আর সত্য | ১৯৮২ |
৭ | নির্মাণ আর সৃষ্টি | ১৯৮২ |
৮ | কল্পনার হিস্টোরিয়া | ১৯৮৪ |
৯ | জার্নাল | ১৯৮৫ |
১০ | ঘুমিয়ে পড়া এলবাম | ১৯৮৬ |
১১ | কবিতার মুহূর্ত | ১৯৮৭ |
১২ | কবিতালেখা কবিতাপড়া | ১৯৮৮ |
১৩ | ঐতিহ্যের বিস্তার | ১৯৮৯ |
১৪ | ছন্দময় জীবন | ১৯৯৩ |
১৫ | কবির অভিপ্রায় | ১৯৯৪ |
১৬ | এখন সব অলীক ক১৯৯৪ | |
১৭ | বইয়ের ঘর | ১৯৯৬ |
১৮ | সময়ের জলছবি | ১৯৯৮ |
১৯ | কবির মর্ম | ১৯৯৮ |
২০ | ইশারা অবিরত | ১৯৯৯ |
২১ | এই শহর রাখাল | ২০০০ |
২২ | ইচ্ছামতির মশা : ভ্রমণ | ২০০২ |
২৩ | দামিনির গান | ২০০২ |
২৪ | গদ্যসংগ্রহ ১-৬ | ২০০২ |
২৫ | অবিশ্বাসের বাস্তব | ২০০৩ |
২৬ | গদ্যসংগ্রহ – ৭ | ২০০৩ |
২৭ | সামান্য অসামান্য | ২০০৬ |
২৮ | প্রেম পদাবলী | ২০০৬ |
২৯ | ছেঁড়া ক্যামবিসের ব্যাগ | ২০০৭ |
৩০ | সময়পটে শঙ্খ ঘোষ : কবিতা সংকলন | ২০০৮ |
৩১ | ভিন্ন রুচির অন্ধকার | ২০০৯ |
৩২ | আরোপ আর উদ্ভাবন | ২০১১ |
৩৩ | বট পাকুড়ের ফেনা | ২০১১ |
৩৪ | গদ্যসংগ্রহ – ৮ | ২০১৩ |
৩৫ | দেখার দৃষ্টি | ২০১৪ |
৩৬ | আয়ওয়ার ডায়েরি | ২০১৪ |
৩৭ | নির্বাচিত প্রবন্ধ : রবীন্দ্রনাথ | ২০১৪ |
৩৮ | নির্বাচিত প্রবন্ধ : নানা প্রসঙ্গ | ২০১৪ |
৩৯ | নির্বাচিত গদ্যলেখা | ২০১৫ |
৪০ | গদ্যসংগ্রহ – ৯ | ২০১৫ |
৪১ | হে মহাজীবন : রবীন্দ্র প্রসঙ্গ | ২০১৬ |
৪২ | বেড়াতে যাবার সিঁড়ি | ২০১৬ |
৪৩ | অল্প স্বল্প কথা | ২০১৬ |
৪৪ | নিরহং শিল্পী | ২০১৭ |
৪৮ | গদ্যসংগ্রহ-১০ | ২০১৮ |
৪৬ | লেখা যখন হয় না | ২০১৯ |
৪৭ | পরম বন্ধু প্রদ্যুমন | ২০১৯ |
৪৮ | সন্ধ্যানদীর জলে : সংকলন | ২০১৯ |
আরো দেখে নাও : বাংলা ও বাঙালিয়ানা – শুভ নববর্ষ
রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ – বিশ্বকবি স্পেশাল – সেট ১৩১
কতটা জানি বিদ্যাসাগরকে । প্রশ্নোত্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্যুইজ
বাংলা কুইজ – সেট ১৬০ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ
To check our latest Posts - Click Here