NotesQuizQuiz

শঙ্খ ঘোষ (১৯৩২-২০২১) – ক্যুইজ প্রশ্ন, পুরস্কার, গ্রন্থ তালিকা

Shankha Ghosh (1932 - 2021 )

শঙ্খ ঘোষ (১৯৩২-২০২১) – ক্যুইজ প্রশ্ন, পুরস্কার, গ্রন্থ তালিকা

শঙ্খ ঘোষ (১৯৩২-২০২১)বাংলা সাহিত্যের জগতে আবারও ইন্দ্রপতন। ৯০ বছর বয়সে করোনার বলি হলেন বর্ষীয়ান বাঙালি সাহিত্যিক শঙ্খ  ঘোষ।

দেওয়া রইলো এই মহান সাহিত্যিক সম্পর্কিত কিছু জানা-অজানা কুইজের প্রশ্ন ও উত্তর ।

১. কবি শঙ্খ ঘোষ – এর প্রকৃত নাম কী?
[spoiler title=”উত্তর : “]চিত্তপ্রিয় ঘোষ।[/spoiler]


২. শঙ্খ ঘোষের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
[spoiler title=”উত্তর : “]দিনগুলি রাতগুলি। (১৯৫৬)[/spoiler]


৩. কোন কাব্যগ্রন্থের জন্য কবি শঙ্খ ঘোষ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার অর্জন করেন?
[spoiler title=”উত্তর : “]বাববের প্রার্থনা।[/spoiler]


৪. শঙ্খ ঘোষ কোন সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন?
[spoiler title=”উত্তর : “]২০১৬.[/spoiler]


৫. শঙ্খ ঘোষের লেখা শেষ গদ্যগ্রন্থ কোনটি?
[spoiler title=”উত্তর : “]সন্ধ্যানদীর জলে (২০১৯)[/spoiler]


৬. কবি শঙ্খ ঘোষ ১৯৯৯ সালে “রক্ত কল্যাণ নাটকটি” বাংলায় অনুবাদ করে দ্বিতীয় বারের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার অর্জন করেন। মূল নাটকটি কোন ভাষায় রচিত ছিল?
[spoiler title=”উত্তর : “]কন্নড়।[/spoiler]


৭. শঙ্খ ঘোষের ছদ্মনাম কী ছিল?
[spoiler title=”উত্তর : “]কুন্তক।[/spoiler]


৮. তাঁর প্রতিভার জন্য নানান সম্মান ও পুরস্কারের পাশাপাশি ২০১১ সালে পদ্ম পুরস্কারও অর্জন করেন কবি শঙ্খ ঘোষ।তাঁকে কোন পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছিল?
[spoiler title=”উত্তর : “]পদ্মভূষণ।[/spoiler]


৯. কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর শঙ্খ ঘোষের লেখা বইটির নাম কী ?
[spoiler title=”উত্তর : “]ওকাম্পোর রবীন্দ্রনাথ।[/spoiler]


১০. কোন কাব্যগ্রন্থের জন্য ১৯৮৯ সালে রবীন্দ্র পুরস্কার পান শঙ্খ ঘোষে ?
[spoiler title=”উত্তর : “]‘ধূম লেগেছে হৃৎকমলে’.[/spoiler]


সাহিত্যিক শঙ্খ ঘোষের কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার –

  • ১৯৭৭-এ ‘মূর্খ বড়, সামাজিক নয়’ কাব্যগ্রন্থের জন্য নরসিংহ দাস পুরস্কার পান।
  • ১৯৭৭ সালেই আবার  ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান।
  • ১৯৮৯ সালে ‘ধুম লেগেছে হৃদকমলে’ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান।
  • ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’-এর জন্য সরস্বতী পুরস্কার পান।
  • ১৯৯৯ সালে বিশ্বভারতীর দ্বারা দেশিকোত্তম সম্মানে সম্মানিত হন।
  •  ১৯৯৯ সালে কন্নঢ় ভাষায় লেখা নাটক “রক্তকল্যাণ” এর অনুবাদের জন্য দ্বিতীয়বার সাহিত্য অ্যাকাডেমি সম্মান পান তিনি।
  • ২০১১-য় ভারত সরকার শঙ্খ ঘোষেকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেন।
  • ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার।

শঙ্খ ঘোষের কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ তালিকা –

ক্রমঃকাব্যগ্রন্থের নামসাল
দিনগুলি রাতগুলি১৯৫৬
এখন সময় নয়১৯৬৭
নিহিত পাতালছায়া১৯৬৭
শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা১৯৭০
আদিম লতাগুল্মময়১৯৭২
মূর্খ বড় সামাজিক নয়১৯৭৪
বাবরের প্রার্থনা১৯৭৬
মিনিবুক১৯৭৮
তুমি তেমন গৌরী নও১৯৭৮
১০পাঁজরে দাঁড়ের শব্দ১৯৮০
১১কবিতাসংগ্রহ -১১৯৮০
১২প্রহরজোড়া ত্রিতাল১৯৮২
১৩মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে১৯৮৪
১৪বন্ধুরা মাতি তরজায়১৯৮৪
১৫ধুম লেগেছে হৃদকমলে১৯৮৪
১৬কবিতাসংগ্রহ – ২১৯৯১
১৭লাইনেই ছিলাম বাবা১৯৯৩
১৮গান্ধর্ব কবিতাগুচ্ছ১৯৯৪
১৯শঙ্খ ঘোষের নির্বাচিত প্রেমের কবিতা১৯৯৪
২০মিনি কবিতার বই১৯৯৪
২১শবের উপরে শামিয়ানা১৯৯৬
২২ছন্দের ভিতরে এত অন্ধকার১৯৯৯
২৩জলই পাষাণ হয়ে আছে২০০৪
২৪সমস্ত ক্ষতের মুখে পলি২০০৭
২৫মাটিখোঁড়া পুরোনো করোটি২০০৯
২৬গোটাদেশজোড়া জউঘর২০১০
২৭হাসিখুশি মুখে সর্বনাশ২০১১
২৮প্রতি প্রশ্নে জেগে ওঠে ভিটে২০১২
২৯প্রিয় ২৫ : কবিতা সংকলন২০১২
৩০বহুস্বর স্তব্ধ পড়ে আছে২০১৪
৩১প্রেমের কবিতা২০১৪
৩২শঙ্খ ঘোষের কবিতাসংগ্রহ২০১৫
৩৩শুনি নীরব চিৎকার২০১৫
৩৪এও এক ব্যথা উপশম২০১৭

শঙ্খ ঘোষের কিছু বিখ্যাত গদ্যগ্রন্থ তালিকা –

ক্রমঃগদ্যগ্রন্থের নামসাল
কালের মাত্রা ও রবীন্দ্রনাটক১৯৬৯
নিঃশব্দের তর্জনী১৯৭১
ছন্দের বারান্দা১৯৭২
এ আমির আবরণ১৯৮০
উর্বশীর হাসি১৯৮১
শব্দ আর সত্য১৯৮২
নির্মাণ আর সৃষ্টি১৯৮২
কল্পনার হিস্টোরিয়া১৯৮৪
জার্নাল১৯৮৫
১০ঘুমিয়ে পড়া এলবাম১৯৮৬
১১কবিতার মুহূর্ত১৯৮৭
১২কবিতালেখা কবিতাপড়া১৯৮৮
১৩ঐতিহ্যের বিস্তার১৯৮৯
১৪ছন্দময় জীবন১৯৯৩
১৫কবির অভিপ্রায়১৯৯৪
১৬এখন সব অলীক ক১৯৯৪
১৭বইয়ের ঘর১৯৯৬
১৮সময়ের জলছবি১৯৯৮
১৯কবির মর্ম১৯৯৮
২০ইশারা অবিরত১৯৯৯
২১এই শহর রাখাল২০০০
২২ইচ্ছামতির মশা : ভ্রমণ২০০২
২৩দামিনির গান২০০২
২৪গদ্যসংগ্রহ ১-৬২০০২
২৫অবিশ্বাসের বাস্তব২০০৩
২৬গদ্যসংগ্রহ – ৭২০০৩
২৭সামান্য অসামান্য২০০৬
২৮প্রেম পদাবলী২০০৬
২৯ছেঁড়া ক্যামবিসের ব্যাগ২০০৭
৩০সময়পটে শঙ্খ ঘোষ : কবিতা সংকলন২০০৮
৩১ভিন্ন রুচির অন্ধকার২০০৯
৩২আরোপ আর উদ্ভাবন২০১১
৩৩বট পাকুড়ের ফেনা২০১১
৩৪গদ্যসংগ্রহ – ৮২০১৩
৩৫দেখার দৃষ্টি২০১৪
৩৬আয়ওয়ার ডায়েরি২০১৪
৩৭নির্বাচিত প্রবন্ধ : রবীন্দ্রনাথ২০১৪
৩৮নির্বাচিত প্রবন্ধ : নানা প্রসঙ্গ২০১৪
৩৯নির্বাচিত গদ্যলেখা২০১৫
৪০গদ্যসংগ্রহ – ৯২০১৫
৪১হে মহাজীবন : রবীন্দ্র প্রসঙ্গ২০১৬
৪২বেড়াতে যাবার সিঁড়ি২০১৬
৪৩অল্প স্বল্প কথা২০১৬
৪৪নিরহং শিল্পী২০১৭
৪৮গদ্যসংগ্রহ-১০২০১৮
৪৬লেখা যখন হয় না২০১৯
৪৭পরম বন্ধু প্রদ্যুমন২০১৯
৪৮সন্ধ্যানদীর জলে : সংকলন২০১৯

আরো দেখে নাও : বাংলা ও বাঙালিয়ানা – শুভ নববর্ষ

রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ – বিশ্বকবি স্পেশাল – সেট ১৩১

কতটা জানি বিদ্যাসাগরকে । প্রশ্নোত্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্যুইজ

বাংলা কুইজ – সেট ১৬০ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button