Mixed MCQ

Daily General Awareness | Bengali | সাধারণ জ্ঞান | MCQ – সেট ২৩৫

Daily General Awareness Practice Set - 235

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৩৫

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৩৮৪১. সোশাল মিডিয়া তে বহুল প্রচারিত GIF Media File,
এই কথার GIF পুরো অর্থ কী?

(A) Graphics Interchange Format
(B) Graphics Interchange File
(C) Google Index File
(D) Google Instant File

উত্তর :
(A) Graphics Interchange Format

৩৮৪২. ভারতের  প্রথম আন্তর্জাতিক টি -২০ ম্যাচে,ভারতের হয়ে অধিনায়কত্ব কে করেছিলেন?

(A) বীরেন্দ্র শেওয়াগ
(B) শচিন টেন্ডুলকার
(C) মহেন্দ্র সিংহ ধোনি
(D) রাহুল দ্রাবিড়

উত্তর :
(A) বীরেন্দ্র শেওয়াগ

৩৮৪৩. কোন রক্ত গ্রুপকে সর্বজনীন প্লাজমা দাতা বলা হয়?

(A) O
(B) AB
(C) A+
(D) B+

উত্তর :
(B) AB

AB গ্রুপের রক্ত বহনকারীদের সর্বজনীন প্লাজমা দাতা বলা হয় ।


৩৮৪৪. যীশু খ্রীষ্টেকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কোন বছরে ?

(A)
(B) ৪ AD
(C) ১ AD
(D) ৩০ AD

উত্তর :
(D) ৩০ AD

৩০ খ্রীষ্টাব্দের ৭ই এপ্রিল যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ।


৩৮৪৫. ৩৮ তম সমান্তরাল রেখা (38 th Parallel Line)  কোন দুটি দেশের মধ্যে সীমা রেখা?

(A) আমেরিকা ও মেক্সিকো
(B) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
(C) আফগানিস্তান ও চীন
(D) জাপান ও রাশিয়া

উত্তর :
(B) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

৩৮ তম অক্ষরেখা – দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কোরিয়া দ্বীপটি জাপানের নিয়ন্ত্রণাধীন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিত বাহিনী কোরিয়া দ্বীপ দখল করে নেয়। পরে সোভিয়েত ইউনিয়নের রেড আর্মিরা উত্তর কোরিয়ার বিশাল অংশ এবং মার্কিন সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। দুই পরাশক্তি তাদের নিয়ন্ত্রণাধীন অংশে নিজেদের ভাবধারাপুষ্ট সরকার গঠন করে এবং ৩৮ তম অক্ষরখা বরাবর করিয়াকে সমান্তরাল করে বিভক্ত করে।


৩৮৪৬. কম্পিউটারে কোনো কিছু পেস্ট করার জন্য (কপি করার পর) কোন কমান্ড/ফাংশন ব্যাবহার করা হয়?

(A) Ctrl+V
(B) Ctrl + P
(C) Alt + V
(D) Alt+ P

উত্তর :
(A) Ctrl+V

কম্পিউটারে কপি করার জন্য Ctrl+C , পেস্ট করার জন্য Ctrl+V এবং কাট করার জন্য Ctrl+X ব্যবহার করা হয় ।


৩৮৪৭. কোন গ্রহে মধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক?

(A) পৃথিবী
(B) বৃহস্পতি
(C) শনি
(D) ইউরেনাস

উত্তর :
(B) বৃহস্পতি

সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির মধ্যাকর্ষণ শক্তি সৌরজগতের অন্য গ্রহগুলির তুলনায় বেশি ।



৩৮৪৮. জাতিসংঘ নিরাপত্তা পরিষদ – এ স্থায়ী ও অস্থায়ী সদস্য  মিলে মোট কটি দেশ আছে?

(A) ১০
(B)
(C)
(D) ১৫


৩৮৪৯. Sophophobia বলতে কী বোঝায়?

(A) শপিং করার ভয়
(B) নতুন কিছু শেখার ভয়
(C) ঘুমানোর ভয়
(D) ভাইরাসের ভয়

উত্তর :
(B) নতুন কিছু শেখার ভয়

৩৮৫০. অক্সফোর্ড অভিধান অনুসারে ২০১৯ সালের ওয়ার্ড অফ্ দা ইয়ার কোনটি?

(A) Climate Emergency
(B) Meme
(C) Trend
(D) Virus

উত্তর :
(A) Climate Emergency

আরো দেখুন : 

Daily General Awareness| Bengali | সাধারণ জ্ঞান | MCQ – সেট ২৩৪

শিখ সাম্রাজ্যের ইতিহাস

ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )

প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান

ভারতের ইতিহাস বই ( PDF )

Monthly Current Affairs । May 2020 | সাম্প্রতিকী – মে মাস – ২০২০

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

2 Comments

  1. GROUP O হল সার্বজনিন দাতা । ভুল উত্তর ঠিক করুন

    1. প্রশ্নটা ভালো করে পড়ো । প্রশ্নে সার্বজনীন প্লাজমা দাতা বলা হয়েছে, সার্বজনীন রক্ত দাতা নয় ।

দেখে নাও
Close
Back to top button