Geography NotesGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন দেশের উপনাম তালিকা – Nicknames of Countries

Nickname of Countries in the World

বিভিন্ন দেশের উপনাম তালিকা – Nicknames of Countries

প্রিয় ছাত্রেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন দেশের উপনাম তালিকা ( Nicknames of Countries ) নিয়ে। বিশ্বের কিছু দেশ ও তাদের উপনামের তথ্য সুন্দর করে দেওয়া রইলো ।

Nick Name (উপনাম )দেশ
Cockpit of Europe (ইউরোপের ককপিট)বেলজিয়াম
Battlefield of Europe (ইউরোপের যুদ্ধক্ষেত্র)বেলজিয়াম
Britain of The South (দক্ষিণের ব্রিটেন)নিউজিল্যান্ড
Island continent (দ্বীপপুঞ্জের মহাদেশ)অস্ট্রেলিয়া
Land of Kangaroos (ক্যাঙ্গারুর দেশ)অস্ট্রেলিয়া
Land of Golden Fleece (সোনালী পশমের দেশ)অস্ট্রেলিয়া
Gift of Nile (নীলনদের দান)মিশর
Land of Pyramid (পিরামিডের দেশ)মিশর
Island of Pearls (মুক্তার দ্বীপ)বাহরিন
Land of White Elephant (সাদাহাতির দেশ)থাইল্যান্ড
Land of Lightning (বজ্রপাতের দেশ)ভূটান
Land of Thousand  Lakes (সহস্র হ্রদের দেশ)ফিনল্যান্ড
Land of Morning Calm (স্নিগ্ধ সকালের দেশ)কোরিয়া ***
Hermit Kingdom (ঋষির রাজ্য)কোরিয়া ***
Land of The Hummingbird (হামিংবার্ড এর দেশ)ত্রিনিদাদ এন্ড টোবাগো
Land of Cakes (কেকের দেশ)স্কটল্যান্ড
Land of Flying Fish (উড়ন্ত মাছের দেশ)বার্বাডোজ
Land of Golden Pagoda (সোনালি প্যাগোডার দেশ)মায়ানমার
Land of Golden Fiber (সোনালি আঁশের দেশ)বাংলাদেশ
Land of Maple (ম্যাপেল এর দেশ)কানাডা
Lady of Snow (তুষার মানবী)কানাডা
Land of Lilies (লিলি ফুলের দেশ)কানাডা
Little Venice (ক্ষুদ্র ভেনিস)ভেনেজুয়েলা
Mother-in-law of Europe (ইউরোপের শাশুড়ি)ডেনমার্ক
Dairy of Northern Europe (উত্তর ইউরোপের দুগ্ধকেন্দ্র)ডেনমার্ক
Emerald Isle (পান্না দ্বীপ)আয়ারল্যান্ড
Sugar bowl of The World (পৃথিবীর চিনির পাত্র)কিউবা
Storehouse of The World (পৃথিবীর গুদাম ঘর)মেক্সিকো
Playground of Europe (ইউরোপের খেলার মাঠ)সুইজারল্যান্ড
Land of The Risinng Sun (সূর্যোদয়ের দেশ)জাপান
Land of Earthquakes (ভুমিকম্পের দেশ)জাপান
Land of Nocturnal Sun (নিশীথ সূর্যের দেশ)নরওয়ে
Sickman of Europe (ইউরোপের রুগ্ন মানুষ)তুরস্ক
Boot of Europe (ইউরোপের বুট)ইতালি
Land of Copper (তামার দেশ)জাম্বিয়া
Pearl of Africa (আফ্রিকার মুক্তা)উগান্ডা
Granary of Europe (ইউরোপের শস্যভাণ্ডার)ইউক্রেন
কোন দেশের উপনাম কি

*** “Hermit’s kingdom”  এবং  “Land of Morning Calm”    এই নামদুটি প্রথম ব্যবহৃত হয় যথাক্রমে ১৮৮২ এবং ১৯৩৪ সালে, তখন কোরিয়া অবিভক্ত ছিল। কোরিয়া দুটি ভাগে ভাগ হয়ে যায় ১৯৪৫ সালে।

আরো দেখে নাও :

বিভিন্ন দেশের উপনাম সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর :

সাদা হাতির দেশ কোন দেশকে বলা হয় ?
থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়।

হাজার হ্রদের দেশ কোনটি ?
ফিনল্যান্ডকে “হাজার হ্রদের দেশ” বলা হয়।

নিশীথ সূর্যের দেশ কোনটি ?
নরওয়ে

ইউরোপের শাশুড়ি বলা হয় কোন দেশকে ?
ডেনমার্ককে ইউরোপের শাশুড়ি বলা হয়।

সেগুন কাঠের দেশ কাকে বলে ?
সেগুন কাঠের দেশ বলে পরিচিত মায়ানমার।

সোনালি প্যাগোডার দেশ কোন দেশকে বলা হয় ?
মায়ানমারকে সোনালি প্যাগোডার দেশ বলা হয়।

Download Section

  • File Name : বিভিন্ন দেশের উপনাম তালিকা – Nicknames of Countries – বাংলা কুইজ
  • File Size : 1 MB
  • No. of Pages : 03
  • Format : PDF
  • Language : Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Pratik Debnath

Lives in Beldanga. YouTuber , Quiz Enthusiast, Active Author of BanglaQuiz WebSite and Youtube .

Related Articles

দেখে নাও
Close
Back to top button