Quiz on Arvind Kejriwal – অরবিন্দ কেজরিওয়াল ক্যুইজ প্রশ্নোত্তর
Quiz Questions Answers on Arvind Kejriwal
Quiz on Arvind Kejriwal : আজকে আমরা এই আর্টিকেলে দেখে নেব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কিত কিছু তথ্য ও উনার সম্পর্কে কিছু কুইজের প্রশ্ন ও উত্তর
একনজরে অরবিন্দ কেজরিওয়াল
নাম | অরবিন্দ কেজরিওয়াল। |
জন্ম | ১৬ই আগস্ট, ১৯৬৮। |
জন্মস্থান | হরিয়ানার ভিওয়ানি জেলার সিওয়ানিতে। |
পিতা | গোবিন্দ রাম কেজরিওয়াল। |
মাতা | গীতা দেবী। |
পত্নী | সুনিতা কেজরিওয়াল |
সন্তান | পুলকিত (পুত্র ) ও হর্ষিতা (কন্যা ) |
রাজনৈতিক দল | আম আদমি পাত্রী |
অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কিত কিছু কুইজের প্রশ্নোত্তর
১. অরবিন্দ কেজরিওয়াল কবে জন্মগ্রহণ করেন?
(A) ১৬ই আগস্ট, ১৯৬৮
(B) ১৮ই আগস্ট, ১৯৬৮
(C) ২০শে আগস্ট, ১৯৬৮
(D) ২০শে আগস্ট, ১৯৭০
অরবিন্দ কেজরিওয়াল ১৬ই আগস্ট ১৯৬৮ সালে ভারতের হরিয়ানার ভিওয়ানি জেলার সিওয়ানিতে জন্মগ্রহণ করেন।
২. রাজনীতিতে আসার আগে, অরবিন্দ কেজরিওয়াল কোন সরকারি চাকরিতে ছিলেন?
(A) Indian Administrative Service (IAS)
(B) Indian Revenue Service (IRS)
(C) Indian Police Service (IPS)
(D) Indian Foreign service (IFS)
অরবিন্দ কেজরিওয়াল সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৯৯৫ সালে ইনকাম ট্যাক্সের সহকারী কমিশনার হিসাবে Indian Revenue Service (IRS) এ যোগদান করেন। ফেব্রুয়ারী ২০০৬ সালে, তিনি নয়াদিল্লিতে আয়করের যুগ্ম কমিশনার হিসাবে তার পদ থেকে পদত্যাগ করেন
৩. কোন সালে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি (AAP) চালু করেন?
(A) নভেম্বর ২৬, ২০১২
(B) নভেম্বর ২১, ২০১৩
(C) জানুয়ারি ১, ২০১১
(D) এপ্রিল ১, ২০১২
আম আদমী পার্টি হল একটি ভারতীয় জাতীয় রাজনৈতিক দল। ২০১২ সালের ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই দল প্রতিষ্ঠিত হয়।
৪. আম আদমি পার্টি গঠনের আগে অরবিন্দ কেজরিওয়াল কোন হাই-প্রোফাইল দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন?
(A) Corruption and India
(B) India Against Urbanization
(C) India Against Capitalism
(D) India Against Corruption
আম আদমি পার্টি গঠনের আগে অরবিন্দ কেজরিওয়াল “India Against Corruption” আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
৫. ২০১৪ সালে, অরবিন্দ কেজরিওয়াল কোন বিশিষ্ট নির্বাচনী এলাকা থেকে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন?
(A) সেবাপূরী
(B) বারাণসী
(C) মির্জাপুর
(D) চুনার
আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল বারাণসী থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু সেখানে তিনি হেরে গিয়েছিলেন।
৬. অরবিন্দ কেজরিওয়াল এখনো পর্যন্ত কতবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন?
(A) একবার
(B) দুবার
(C) তিনবার
(D) চারবার
অরবিন্দ কেজরিওয়াল এখনো পর্যন্ত তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।
৭. আম আদমি পার্টি (AAP) এর প্রতীক কি?
(A) হ্যারিকেন
(B) ঝাঁটা
(C) হাতি
(D) মাফলার
২০১৩ সালের দিল্লি বিধানসভা নির্বাচন ছিল আম আদমী পার্টির প্রথম নির্বাচন। নির্বাচন কমিশন এই দলের প্রতীক হিসেবে “ঝাঁটা” চিহ্নটি অণুমোদিত করেন।
৮. ভারতের প্রথম কোন মুখ্যমন্ত্রী রামন ম্যাগসেসে পুরস্কার পান ?
(A) মমতা ব্যানার্জী
(B) যোগী আদিত্যনাথ
(C) নবীন পট্টনায়েক
(D) অরবিন্দ কেজিয়াল
তথ্যের অধিকার (RTI) আন্দোলনে ভূমিকার জন্য অরবিন্দ কেজরিওয়াল ২০০৬ সালে রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন।
৯. অরবিন্দ কেজরিওয়াল কবে প্রথম দিল্লির মুখ্যমন্ত্রী হন ?
(A) ২০১২ সালে
(B) ২০১৩ সালে
(C) ২০১৪ সালে
(D) ২০১৫ সালে
২০১৩ সালে অরবিন্দ কেজরিওয়াল ২৮শে ডিসেম্বর অরবিন্দ কেজরিওয়াল প্রথম দিল্লির মুখ্যমন্ত্রী হন ।
১০. অরবিন্দ কেজরিওয়ালের পত্নীর নাম কি ?
(A) সুনিতা কেজরিওয়াল
(B) সুস্মিতা কেজরিওয়াল
(C) অনন্যা কেজরিওয়াল
(D) অন্তরা কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়ালের পত্নীর নাম সুনিতা কেজরিওয়াল ।
১১. কোন সামাজিক কর্মী এবং দুর্নীতিবিরোধী ক্রুসেডার রাজনীতিতে অরবিন্দ কেজরিওয়ালের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিলেন?
(A) বন্দনা শিব
(B) কৈলাশ সত্যার্থী
(C) আন্না হাজারে
(D) মেধা পাটেকার
আন্না হাজারে রাজনীতিতে অরবিন্দ কেজরিওয়ালের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিলেন ।
১২. আম আদমি পার্টি (AAP) এর মূলমন্ত্র কী?
(A) Swaraj and Sashakti
(B) Save Democracy
(C) Land to the Tiller
(D) Save Democracy
আম আদমি পার্টি (AAP) এর মূলমন্ত্র – Swaraj and Sashakti
এরকম আরও কিছু পোস্ট :
Quiz on Shane Warne | শেন ওয়ার্ন কুইজ
মেসি স্পেশাল কুইজ – Quiz on Lionel Messi
রাজা রামমোহন রায় কুইজ
To check our latest Posts - Click Here