QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৯

Bangla Quiz Set-19

বাংলা কুইজ – সেট ১৯

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কুইজ – এর ১০ টি প্রশ্ন ও উত্তর।

১. ২০১৭ সালে শান্তিতে নোবল জয়ী “International Campaign to Abolish Nuclear Weapons ” এর সদর দফতর কোথায়?

উত্তর :
জেনেভা

২. বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয়?

উত্তর :
শেখ মুজিবুর রহমান

৩. দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন?

উত্তর :
ফিরোজ শাহ তুঘলক

৪. “ভারতের অর্ধ নগ্ন ফকির” বলে কাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অভিহিত করেছিলেন?

উত্তর :
গান্ধীজিকে

৫. লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে নূন্যতম কত শতাংশ সদস্যপদ পেতে হয়?

উত্তর :
১০ শতাংশ

 

আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৮ ]

 

৬. জোনাকি পোকায় কি থাকার জন্য আলো জ্বলে?

উত্তর :
লুসিফেরিন

৭. অমিতাভ বচ্চনের প্রথম অভিনীত সিনেমার নাম কি ?

উত্তর :
সাত হিন্দুস্থানী ( ১৯৬৯ সালে )

৮. বিড়ি তৈরি হয় কোন পাতা থেকে?

উত্তর :
কেন্দু পাতা

৯. রাশিয়ার ISD কোড কত?

উত্তর :
০০৭ বা +৭

১০. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তর :
স্যাডেল পিক

 

আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১২ ]

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button