QuizQuiz

বাংলা কুইজ – সেট ৯৮

Bengali Quiz – Set 98

১. সুবর্ণভূমি বিমানবন্দর বিশ্বে কোন শহরে অবস্থিত ?

উত্তর :
ব্যাংকক

২. ভারতবর্ষের কোন স্থাপত্য আফগানিস্তানের “Minaret of Jam” থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে ?

উত্তর :
কুতুব মিনার

৩. হৃত্বিক রোশন নির্মিত Super 30 সিনেমাটি কার জীবনের ওপরে নির্মিত ?

উত্তর :
আনন্দ কুমার

৪. জগন্নাথ দেবের রথের নাম কি ?

উত্তর :
নান্দীঘোষ
জগন্নাথ দেবের রথের নাম ‘নান্দীঘোষ’, বলরামের রথের নাম ‘তালধ্বজ’ এবং সুভদ্রার রথের নাম ‘দর্পদলন’।


৫. তামিলনাড়ুর মাদুরাইয়ের ভদাক্কমপত্তিতে মুনিয়ান্ডি স্বামী মন্দিরের বার্ষিক উৎসবে প্রসাদ হিসেবে কি দেওয়া হয় ?

উত্তর :
মাটন বিরিয়ানি

৬. থানায় যে FIR করা হয় তার পুরো অর্থ কি ?

উত্তর :
First Information Report

৭. আতপ চালের “আতপ” কথাটির অর্থ কি ?

উত্তর :
সূর্যের কিরণ

৮. আলফা বাংলা কোন চ্যানেলের আগের নাম ছিল ?

উত্তর :
জি-বাংলা

৯. ম্যাজিসিয়ানদের ম্যাজিকের সবথেকে বড়ো রহস্য লুকিয়ে থাকে তাদের শরীরে । ম্যাজিসিয়ানদের ব্যবহৃত কোন শব্দ/শব্দগুচ্ছের অর্থ হলো “এই আমার শরীর” ?

উত্তর :
হোকাস ফোকাস

১০. কলকাতা পুলিশের লোগোতে আমরা কোন পাখি দেখতে পায় ?

উত্তর :
ময়ূর

আরো দেখুন :

বাংলা কুইজ – সেট ৯৭

বাংলা কুইজ – সেট ৯৬

বাংলা কুইজ – সেট ৯৫

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button