QuizQuiz

বাংলা কুইজ – সেট ৯৭

Bengali Quiz Set – 97

১. দুর্গাপুরে অবস্থিত বিমানবন্দরটি কার নামে  নামাঙ্কিত ?

উত্তর :
কাজী নজরুল ইসলাম

২. “______ THE SUPERSLEUTH” নামের কমিক্সটির মুখ্য চরিত্র কোন ক্রিকেটারের থেকে অনুপ্রাণিত হয়ে বানানো ?

উত্তর :
সুনীল গাভাস্কার

৩. কোন হ্যালোজেন মৌলকে সুপার হ্যালোজেন বলা হয় ?

উত্তর :
ফ্লোরিনকে বলা হয় সুপার হ্যালোজেন

৪. পলাশ ফুলের গাছকে ইংরেজিতে কি বলা হয় ?

উত্তর :
Parrot Tree

৫. পুরোহিতরা পূজার সময় বলে থাকে “ওম স্বাহা” । এই স্বাহা আসলে কে ?

উত্তর :
অগ্নির স্ত্রী

৬. Tong Achew ভারতবর্ষে এসে কিসের ফ্যাক্টরি শুরু করেন যার বাংলা নাম এসেছে তার কমিউনিটির নাম থেকে ?

উত্তর :
চিনি

৭. কুম্ভলগড় দুর্গের প্রাচীর কে বলা হয় “The Great Wall of India “. এই দুর্গটি কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :
রাজস্থান


৮. Manikarnika: The Queen of Jhansi – সিনেমাটিতে গঙ্গাধর রাও -এর চরিত্রে অভিনয় করেছেন

উত্তর :
যীশু সেনগুপ্ত

৯. দ্বিতীয় চন্দ্রগুপ্ত , আকবর এঁদের সভায় নবরত্ন ছিল । কোন বাঙালি রাজার সভাতে এরকম নবরত্ন ছিল ?

উত্তর :
রাজা কৃষ্ণচন্দ্র / লক্ষ্মণ সেন

১০. দ্বিতীয় ভারতীয় হিসেবে কোন বোলার বিশ্বকাপে হ্যাটট্রিক করেন ?

উত্তর :
মোহাম্মদ সামি ( প্রথম চেতন শর্মা ১৯৮৭ )

আরও দেখুন :

বাংলা কুইজ – সেট ৯৬

Quize 2020 Sahid Nalini Bagchi

বাংলা কুইজ – সেট ৯৫

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button