QuizQuiz

বাংলা কুইজ – সেট ৫৯

Bengali Quiz – Set 59

১. আধুনিক অলিম্পিকে মশাল হাতে দৌড় কত সাল থেকে চালু হয়?

উত্তর :
১৯৩৬ সাল

২. “To be, or not to be” – এই উক্তিটি সেক্সপিয়ারের কোন নাটক থেকে নেওয়া?

উত্তর :
হ্যামলেট

৩. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নৌ-ঘাঁটি INS দ্বীপরক্ষক অবস্থিত?

উত্তর :
লাক্ষাদ্বীপ

৪. মিং সাম্রাজ্যের কোন স্থাপত্যটিকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দিয়েছে?

উত্তর :
চীনের প্রাচীর

৫. পৃথিবীতে সর্ববৃহৎ ডাক ব্যবস্থা আছে কোন দেশে?

উত্তর :
ভারত

৬. কলকাতার কোন মেট্রো স্টেশন সর্বপ্রথম সম্পূর্ণরূপে নারী কর্মীদের দ্বারা পরিচালিত?

উত্তর :
নেতাজি ভবন

৭. ভারতীয় গুরু পদ্মসম্ভব ভুটানে কোন ধর্ম প্রচার করেছিলেন?

উত্তর :
বৌদ্ধ ধর্ম

৮. ভারতের কোন ক্রিকেট খেলোয়াড়ের ডাকনাম “চিকু”?

উত্তর :
বিরাট কোহলি

৯. পিতল বাতাসের সংস্পর্শে ধীরে ধীরে সবুজ হয়ে যায় কোন গ্যাসের উপস্থিতির জন্য?

উত্তর :
হাইড্রোজেন সালফাইড

১০. সৌরজগতের বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ কোনটি?

উত্তর :
গ্যানিমিড ( বৃহস্পতির )

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button