Bengali MythologyQuiz

বাংলা মিথোলজি – সেট ১৪

Bengali Mythology – Set 14

জানা অজানা মহাভারত

১. মহাভারতের রচয়িতা কততম বেদব্যাস ছিলেন?

উত্তর :
২৮তম (কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস) বেদ সম্পর্কে যার পূর্ণ জ্ঞান থাকে তাকে বেদব্যাস বলা হয়

২. কে প্রথম মহাভারত পাঠ করেন?

উত্তর :
বৈশম্পায়ন, রাজা জন্মেজয়ের দরবারে।

৩. মহাভারতে যমরাজ কোন রূপে পৃথিবীতে অবতীর্ণ হোন?

উত্তর :
বিদুর (মান্ডব্য ঋষির অভিশাপে)

৪. দুর্যোধনের আসল নাম কি ছিল?

উত্তর :
সুয়োধন (দুর্যোধন নাম বলরামের দেওয়া)

৫. অভিমন্যু চক্রব্যূহের মধ্যে সপ্তমহারথীদের একজনকে হত্যা করেন, তিনি কে ?

উত্তর :
দুর্যোধন পুত্র লক্ষণ


৬. কোন দুই কৌরব ভাই কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের বিপক্ষে ছিলেন না?

উত্তর :
বিকর্ণ এবং যুযুৎসু (দ্রৌপদীর বস্ত্রহরণের প্রতিবাদে)

৭. মহাভারতের কোন পর্বে গীতার উল্লেখ আছে?

উত্তর :
ষষ্ঠ পর্ব/ ভীষ্ম পর্ব

৮. মহাভারতে উল্লেখিত কোন অস্ত্রের দ্বারা বিপক্ষের সেনাদের মতিভ্রম ঘটিয়ে নিজেদের সাথেই যুদ্ধে লিপ্ত করা যায়?

উত্তর :
ত্বাষ্ট্র

৯. কোন রাজা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় উভয় পক্ষের সেনার খাবারের দায়িত্ব নিয়েছিলেন?

উত্তর :
উদুপির রাজা

১০. পাণ্ডব এবং কৌরব দের একমাত্র বোনের নাম কি?

উত্তর :
দুঃসলা

আরো দেখুন :

বাংলা মিথোলজি – সেট ১৩

বাংলা মিথোলজি – সেট ১২

বাংলা মিথোলজি – সেট ১২

To check our latest Posts - Click Here

Telegram

Abhijit Karmakar

Volunteering at "The Art of Living", Quiz Enthusiast, Jeet Kune Do Principles, Karate instructor

Related Articles

দেখে নাও
Close
Back to top button