QuizQuiz

বাংলা কুইজ – সেট ১১৪

Bengali Quiz – Set 114

১. ঢাকের কাঠির আওয়াজকে কি বলা হয় ?

উত্তর :
রগড়

২. পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হত ?

উত্তর :
মহাদেব গোবিন্দ

৩. পশ্চিমবঙ্গে যেটিকে যাত্রা বলে হয়, মহারাষ্ট্রে সেটিকে কি বলে ?

উত্তর :
তামাশা

৪. কোন ভারতীয় অলিম্পিক পদকজয়ী তাঁর বাড়ির নাম রেখেছিলেন ‘অলিম্পিকা নিবাস’?

উত্তর :
কে ডি যাদব

৫. দার্জিলিঙের লাভার্স পয়েন্টে দুটি নদীর মিলন ঘটেছে । একটি রঙ্গীত , অপরটি কি ?

উত্তর :
তিস্তা



৬. সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্র কাকাবাবু। কাকাবাবুর প্রথম উপন্যাস কোনটি?

উত্তর :
ভয়ংকর সুন্দর

৭. ‘সেগুন কাঠের দেশ’ বলে পরিচিত কোন দেশ ?

উত্তর :
মায়ানমার

৮. শিব পুরান অনুসারে মহাদেব ত্রিপুরাসুরকে বোধ করার পরে তান্ডব নৃত্য শুরু করেন । কোন দেবতা তাকে সেই জায়গার মাটি দিয়ে মৃদঙ্গম বানিয়ে দিয়েছিলেন ?

উত্তর :
ব্রম্হা

৯. ভারতের কোন রাজ্যের ট্যুরিজমের ট্যাগ লাইন “The Sweetest Part of India” ?

উত্তর :
পশ্চিমবঙ্গ

১০. “Blazer” কথার অর্থ কি ?

উত্তর :
এমন কিছু যা চক চক করে

আরো দেখুন :

বাংলা কুইজ – সেট ১১৩

বাংলা কুইজ – সেট ১১২

বাংলা কুইজ – সেট ১১১ – সংবিধান স্পেশাল

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button