Polity MCQ

রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ১৮

Indian Polity MCQ – Set 18

১১৮১. [WBCS Preli 07] নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিচারব্যবস্থা সম্পর্কে সত্য ?

(A) এটি পার্লামেন্টের নিয়ন্ত্রণাধীন
(B) পার্লামেন্ট সুপ্রিমকোর্টকে এবং বিধানসভা হাইকোর্টকে নিয়ন্ত্রণ করে
(C) এটি একটি স্বাধীন সংস্থা
(D) কোনোটিই নয় 

উত্তর :
(C) এটি একটি স্বাধীন সংস্থা 

১১৮২. [WBCS Preli 08] নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন ?

(A) উপরাষ্ট্রপতি
(B) সলিসিটার জেনারেল
(C) এটর্নি জেনারেল
(D) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি 

উত্তর :
(C) এটর্নি জেনারেল 

১১৮৩. [WBCS Preli 99] ভারতের এটর্নি জেনারেলকে নিযুক্ত হন – 

(A) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দ্বারা
(B) রাষ্ট্রপতি দ্বারা
(C) লোকসভায় সিম্পল মেজরিটি ভোটের মাধ্যমে
(D) প্রধানমন্ত্রী দ্বারা 

উত্তর :
(B) রাষ্ট্রপতি দ্বারা 

১১৮৪. [WBCS Preli 12] নিম্নে বর্ণিত মামলাগুলোর মধ্যে কোন মামলায় সুপ্রিমকোর্টের রায়ে কোনো রাজ্যে সংবিধানের ৩৫৬ নং দ্বারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে ?

(A) এ. কে. গোপালন বনাম ভারত সরকার
(B) এস. আর. বোম্বাই বনাম ভারত সরকার ( কর্ণাটক সরকার )
(C) কাবেরী জলবণ্টন সম্পর্কিত দুই দক্ষিণী রাজ্যের মামলা
(D) কোনোটিই নয় 

উত্তর :
(B) এস. আর. বোম্বাই বনাম ভারত সরকার ( কর্ণাটক সরকার ) 

১১৮৫. [WBCS Preli 02] ভারতীয় সংবিধানে কতপ্রকার জরুরি অবস্থাটা কথা বলা রয়েছে ?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(C)




১১৮৬. [WBCS Preli 2000] ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন – 

(A) ৩৫২ নং আর্টিকেল অনুযায়ী
(B) ৩৫৬ নং আর্টিকেল অনুযায়ী
(C) ৩৬০ নং আর্টিকেল অনুযায়ী
(D) এই আর্টিকেলগুলোর কোনোটির মাধ্যমেই নয় 

উত্তর :
(A) ৩৫২ নং আর্টিকেল অনুযায়ী 

১১৮৭. [WBCS Preli 00] ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন – 

(A) আর্থিক স্থিতাবস্থা বিঘ্নিত হলে
(B) যুদ্ধ শুরু হলে বা সম্ভাবনা থাকলে
(C) সাংবিধানিক কাঠামো বিপর্যস্ত হলে
(D) উপরোক্ত ঘটনাগুলির মধ্যে যে কোনো একটির ক্ষেত্রে 

উত্তর :
(D) উপরোক্ত ঘটনাগুলির মধ্যে যে কোনো একটির ক্ষেত্রে 

১১৮৮. [PSC Misc Preli 08] ভারতে আর্থিক জরুরি অবস্থা ( ৩৬০ নং ধারা ) প্রথম জারি হয়েছিল – 

(A) ১৯৬২ সালে
(B) ১৯৬৫ সালে
(C) ১৯৭৫ সালে
(D) একবারও জারি হয়নি 

উত্তর :
(D) একবারও জারি হয়নি 

১১৮৯. [WBCS Preli 09] ভারতের রাষ্ট্রপতি এখনো পর্যন্ত মোট কতবার “জাতীয় আপৎকালীন অবস্থা” ঘোষণা করেছেন ?

(A) ১ বার
(B) ২ বার
(C) ৩ বার
(D) একবারও জারি করেননি 

উত্তর :
(C) ৩ বার

১৯৬২ (চীন যুদ্ধ), ১৯৭১ (পাকিস্তান যুদ্ধ), এবং ১৯৭৫ (ইন্দিরা গান্ধী দ্বারা ঘোষিত)


১১৯০. [WBCS Preli 06] ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে ?

(A) ৩৫২ নং
(B) ৩৫৬ নং
(C) ৩৬০ নং
(D) ৩৭০ নং 

উত্তর :
(B) ৩৫৬ নং 

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button