Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৩০৪। Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 304

সাধারণ জ্ঞান MCQ – সেট ৩০৪

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪৫৩১. ব্রিটিশদের সাথে আলীনগর চুক্তি স্বাক্ষর করেন কে?

(A) মীর কাসিম
(B) সিরাজ-উদ-দৌলা
(C) আলীবর্দী খান
(D) মীর জাফর

[spoiler title=”উত্তর : “] (B) সিরাজ-উদ-দৌলা

১৭৫৭ সালের ৯ই ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ এবং বাংলার তৎকালীন নবাব মুহাম্মদ সিরাজ-উদ-দৌলার মধ্যে আলীনগর চুক্তি সম্পাদিত হয়।

[/spoiler]

৪৫৩২. নিম্নোক্ত কোন নদীটি বৈদিক যুগে পুরুষাণী নামে পরিচিত ছিল?

(A) রবি
(B) সুতলেজ
(C) চেনাব
(D) বিয়াস 

[spoiler title=”উত্তর : “] (A) রবি

রবি নদীটি বৈদিক যুগে পুরুষাণী নামে পরিচিত ছিল।

[/spoiler]

৪৫৩৩. কনস্ট্যান্টান (Constantan ) হল তামা এবং _______ এর সংকর। 

(A) টিন
(B) অ্যালুমিনিয়াম
(C) নিকেল
(D) লোহা

[spoiler title=”উত্তর : “] (C) নিকেল

কনস্ট্যান্টান (Constantan ) হলো ৫৫% তামা এবং ৪৫% নিকেলের মিশ্রণ ।

[/spoiler]

৪৫৩৪. কে ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তন করেছিলেন?

(A) জাহাঙ্গীর
(B) হুমায়ূন
(C) আকবর
(D) বাবর

[spoiler title=”উত্তর : “] (C) আকবর

দীন-ই-ইলাহি ১৫৮২ সালে সম্রাট আকবর প্রবর্তিত একটি ধর্ম।

[/spoiler]

৪৫৩৫. ‘পেডোলজি (Pedology )’ হল ________ এর অধ্যয়ন।

(A) মাটি
(B) চর্মরোগ
(C) শৈশব অসুস্থতা
(D) ভূগর্ভস্থ জল

[spoiler title=”উত্তর : “] (A) মাটি

মাটি বা মৃত্তিকার অধ্যয়নকে বলে ‘পেডোলজি (Pedology )’।

[/spoiler]

৪৫৩৬. পণ্য ও পরিষেবা কর (Goods and Services Tax ) ভারতের সংবিধানের কোন সংশোধনী সম্পর্কিত ?

(A) ৯৯
(B) ১০১
(C) ৯৭
(D) ১০৩ 

[spoiler title=”উত্তর : “] (B) ১০১

পণ্য ও পরিষেবা কর (Goods and Services Tax ) ভারতের সংবিধানের ১০১ সংশোধনী সম্পর্কিত। GST বিল হলো ১২৩ তম সংবিধান সংশোধিনী বিল।

[/spoiler]

৪৫৩৭. নীচের কোন রাজ্য নেপালের সাথে তার সীমানা ভাগ করে না?

(A) আসাম
(B) উত্তর প্রদেশ
(C) পশ্চিমবঙ্গ
(D) বিহার

[spoiler title=”উত্তর : “] (A) আসাম

উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গ এবং বিহার নেপালের সাথে তাদের সীমানা ভাগ করে ।

নেপাল ও ভারতের মধ্যে যে সীমান্ত রয়েছে সেটি স্বাক্ষরিত হয়েছিল ১৮১৬ খ্রিস্টাব্দে (সগৌলির সন্ধি ) নেপাল ও ব্রিটিশদের মধ্যে।

[/spoiler]

৪৫৩৮. ‘Revolution 2020’ গ্রন্থটি রচনা করেছেন –

(A) চেতন ভগৎ
(B) দেবদত্ত পট্টনায়েক
(C) অরবিন্দ কেজরিওয়াল
(D) রূপা পাই

[spoiler title=”উত্তর : “] (A) চেতন ভগৎ

চেতন ভগতের লেখা কিছু বিখ্যাত বই হল –

  • Five Point Someone (2004)
  • One Night @ the Call Center (2005)
  • The 3 Mistakes of My Life (2008)
  • 2 States (2009)
  • Revolution 2020 (2011)
  • Half Girlfriend (2014)
  • One Indian Girl (2016)
  • The Girl in Room 105 (2018)
  • One Arranged Murder (2020)
  • What Young India Wants (2012)
  • Making India Awesome (2015)
  • India Positive (2019)
[/spoiler]

৪৫৩৯. ১৯১৫ সালের ফেব্রুয়ারি মাসে গদর ষড়যন্ত্রে তার ভূমিকার জন্য কাকে ১৯১৫ সালের নভেম্বর মাসে লাহোরে ফাঁসি দেওয়া হয় ?

(A) কর্তার সিংহ সারভা
(B) তাঁতিয়া টোপি
(C) বিজয় সিং পথিক
(D) মাগনভাই প্যাটেল

[spoiler title=”উত্তর : “] (A) কর্তার সিংহ সারভা

কর্তার সিংহ সারভা তিনি ছিলেন একটি কমিউনিস্ট নেতা। মাত্র ১৫ বছর বয়সে তিনি তিনি গদর পার্টির সদস্য হয়েছিলেন।

[/spoiler]

৪৫৪০. হিমোফোবিয়া হল ________ এর ভয়।

(A) রক্ত
(B) জল
(C) উচ্চতা
(D) অন্ধকার

[spoiler title=”উত্তর : “] (A) রক্ত

  • রক্তে ভয় – হিমোফোবিয়া
  • জলে ভয় – একোয়াফোবিয়া
  • উচ্চতা ভীতি – আক্রোফোবিয়া
  • অন্ধকারে ভয় – ন্যাক্টোফোবিয়া
[/spoiler]

আরো দেখুন : 

সাধারণ জ্ঞান MCQ – সেট ৩০৩। Daily General Awareness | Bengali

সাম্প্রতিকী | সেপ্টেম্বর ১৭, ১৮, ১৯, ২০ –  ২০২০ | Daily Current Affairs

ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য দিবস

বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য

ভারতের উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিগণ

ভৌগোলিক ক্ষেত্রে সমমান রেখাসমূহ

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button