Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৮১ । Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 281

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৮১

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪৩০১. নিচের কোন রোগটি  ‘ঘুম রোগ’ বা ‘Sleeping Sickness’’ নামে পরিচিত?

(A) কলেরা
(B) সিফিলিস
(C) ডাউন সিনড্রোম
(D) আফ্রিকান ট্রাইপানোসোমিয়াসিস

[spoiler title=”উত্তর : “] (D) আফ্রিকান ট্রাইপানোসোমিয়াসিস

আফ্রিকান ট্রাইপানোসোমিয়াসিস বা স্লিপিং সিকনেস হল মানুষ ও অন্যান্য প্রাণীদের এক পরজীবী ঘটিত রোগ. এটি এক প্রজাতির পরজীবী ট্রাইপানোসোমা ব্রুসেই Trypanosoma brucei এর কারণে হয় ।

[/spoiler]

৪৩০২. ‘রানি কি ভাও’ নির্মাণ করেন কে ?

(A) রানি পদ্মাবতী
(B) রানি উদয়মতী
(C) রানি ভানুমতী
(D) রানি সীতা

[spoiler title=”উত্তর : “] (B) রানি উদয়মতী

গুজরাতের পাটানে সরস্বতী নদীর ধারে অবস্থিত কূপ ‘রানি কি ভাও’। ১০৬৩ খৃষ্টাব্দে রাজা প্রথম ভীমদেবের স্মৃতিতে এই কূপটি খনন করান রানি উদয়মতী। ‘রানি কি ভাও’ কথাটির অর্থ হল রানির কূপ। সিঁড়ির ধাপে ধাপে গভীরে নেমে গিয়েছে এই ইঁদারা। এই রাজা প্রথম ভীমদেব ছিলেন সোলাঙ্কি বংশের প্রতিষ্ঠাতা মুলারাজার পুত্র। এই ইঁদারার একদম শেষ ধাপ থেকে একটি সূড়ঙ্গ বেরিয়েছে, যা পাটানের নিকটবর্তী শহরে সিধপুরে গিয়ে পৌঁছয়।

[/spoiler]

৪৩০৩. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ‘বাদামী বায়ু’ বা ‘brown air’  নামেও পরিচিত?

(A) অ্যাসিডিক ধোঁয়া
(B) ইন্ডাস্ট্রিয়াল স্মগ
(C) ফটোকেমিক্যাল স্মগ
(D) সালফারের ধোঁয়া

[spoiler title=”উত্তর : “] (C) ফটোকেমিক্যাল স্মগ

‘বাদামী বায়ু’ বা ‘brown air’ বলতে বোঝায় ফটোকেমিক্যাল স্মগ ।

ফটোকেমিক্যাল স্মগ -এর প্রধান উপাদানগুলি হলো – হাইড্রোকার্বন, নাইট্রোজেন অক্সাইড, পেরোক্সি অ্যাসিটাইল নাইট্রেট (PAN )।

[/spoiler]

৪৩০৪. জিওসিনক্রোনাস উপগ্রহ কোন দিক থেকে কোন দিকে পৃথিবীর চারপাশে ঘোরে ?

(A) পশ্চিম থেকে পূর্ব
(B) পূর্ব থেকে পশ্চিম
(C) উত্তর থেকে দক্ষিণ
(D) দক্ষিণ থেকে উত্তর

[spoiler title=”উত্তর : “] (A) পশ্চিম থেকে পূর্ব

জিওসিনক্রোনাস উপগ্রহগুলি পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে।

[/spoiler]

৪৩০৫. ক্লোরোফর্ম তৈরিতে নিচের কোন গ্যাসটি প্রধানত ব্যবহার করা হয়?

(A) মিথেন
(B) প্রোপেন
(C) বিউটেন
(D) অ্যাসিটিলিন 

[spoiler title=”উত্তর : “] (A) মিথেন

ক্লোরোফরম একটি অজৈব যৌগ, এর রাসায়নিক সংকেত CHCl3। শিল্প কারখানায় ক্লোরিন এবং ক্লোরোমিথেন অথবা মিথেনের মিশ্রণকে একত্রে উত্তপ্ত করে ক্লোরোফরম উৎপাদন করা হয়।

CH4 + Cl2 → CH3Cl + HCl
CH3Cl + Cl2 → CH2Cl2 + HCl
CH2Cl2 + Cl2 → CHCl3 + HCl

[/spoiler]


৪৩০৬. কোন পদ্ধতিতে কর্পূর (camphor ) শুদ্ধ করা হয় ?

(A) Evaporation
(B) Sublimation
(C) Filtration
(D) Sedimentation

[spoiler title=”উত্তর : “] (B) Sublimation

ঊর্ধ্বপাতন বা Sublimation পদ্ধতির মাধ্যমে কর্পূর শোধন করা হয় ।

[/spoiler]

৪৩০৭. নিম্নলিখিত কোন নদীটি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে?

(A) কৃষ্ণা
(B) কাবেরী
(C) সোন
(D) গোদাবরী

[spoiler title=”উত্তর : “] (C) সোন

সোন নদী (অন্য উচ্চারণ সোনে); যমুনা নদী এর পরে গঙ্গার দক্ষিণ উপনদীগুলির ‘দ্বিতীয় বৃহত্তম নদী’। এই নদীটি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে এই নদীটি বিহারের পাটনার নিকট গঙ্গা নদীতে মিলিত হয়েছে ।

দেখে নাও ভারতের বিভিন্ন নদনদী সম্পর্কিত কিছু তথ্য – Click Here 

[/spoiler]

৪৩০৮. ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছিল – 

(A) ২০ জানুয়ারি ১৯১৯
(B) ১০ জানুয়ারি ১৯২০
(C) ২৪ অক্টোবর ১৯৪৫
(D) ২৬ নভেম্বর ১৯৪৯

[spoiler title=”উত্তর : “] (C) ২৪ অক্টোবর ১৯৪৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৫১ টি সদস্য দেশ নিয়ে গড়ে ওঠে রাষ্ট্রপুঞ্জ ( অপর নাম জাতিসংঘ / সম্মিলিত জাতিপুঞ্জ ) । ১৯৪৫ সালের ২৫এপ্রিল থেকে – ২৬ জুন পর্যন্ত আমেরিকার সানফ্রান্সিসকোতে সদস্যদেশগুলির প্রতিনিধিরা এর খসড়া সনদ নিয়ে আলােচনা চালায়। ঐ বছর ২৬জুন ৫০টি সদস্য দেশের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করে, অবশেষে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জন্ম নেয় রাষ্ট্রপুঞ্জ । এটি আসলে সার্বভৌম রাষ্ট্রগুলির একটি সংগঠন।

দেখে নাও জাতিসংঘ সম্পর্কিত বিভিন্ন তথ্য – Click Here 

[/spoiler]

৪৩০৯. নিচের মধ্যে কে পাঞ্চড কার্ড (Punched Card )-এর  উদ্ভাবক?

(A) চার্লস ব্যাবেজ
(B) জোসেফ মেরি জ্যাকার্ড
(C) হারমান হোলেরিথ
(D) ব্লেইজ প্যাস্কেল

[spoiler title=”উত্তর : “] (B) জোসেফ মেরি জ্যাকার্ড

পাঞ্চ কার্ড বা পাঞ্চড কার্ড বা আইবিএম কার্ড বা হোলেরিথ কার্ড (Hollerith card) হলো একপ্রকারের শক্ত কাগজ/প্লাস্টিকের তৈরি কার্ড, যা এর উপরকার ছিদ্রের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে ডিজিটাল তথ্য প্রকাশ করে।

পাঞ্চড কার্ড আবিষ্কার করেন জোসেফ মেরি জ্যাকার্ড । পাঞ্চড কার্ড টেবুলেটর আবিষ্কার করেন হারমান হোলেরিথ ।

[/spoiler]

৪৩১০. নিচের কোন দেশটিতে দাবা খেলার সূচনা হয়েছিল?

(A) ভারত
(B) পারস্য
(C) আরব
(D) ইউরোপ

[spoiler title=”উত্তর : “] (A) ভারত

দাবা খেলার উৎপত্তি হয়েছিল ভারতে । পরবর্তীকালে এটি পারস্যে ছড়িয়ে পরে ।

[/spoiler]

আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button