Daily Current Affairs in BengaliCurrent Affairs

18th June Daily Current Affairs 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

18th June Daily Current Affairs 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৮ই জুন – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th June Daily Current Affairs 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।


দেখে নাও – 


Daily Current Affairs MCQ in Bengali

১. বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরাটি কোন দেশ থেকে সম্প্রতি উত্তোলন করা হয়েছে ?

(A) বোতসোয়ানা
(B) অ্যাঙ্গোলা
(C) তানজানিয়া
(D) আফগানিস্তান

[spoiler title=”উত্তর : “] (A) বোতসোয়ানা
দেবসওয়ানা ডায়মন্ড সংস্থাটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বোতসোয়ানা Jwaneng খনিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরাটি পেয়েছে। এটির ওজন ১০৯৮ ক্যারেট। [/spoiler]

২. কোন দেশ একটি আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা করছে?

(A) শ্রীলঙ্কা
(B) ভারত
(C) বাংলাদেশ
(D) পাকিস্তান

[spoiler title=”উত্তর : “] (C) বাংলাদেশ
বাংলাদেশ কওআইডি -১১ সহ ভ্যাকসিন সহ বিভিন্ন রজার টিকা উৎপাদনের জন্য একটি আন্তর্জাতিক ইনস্টিটিউট স্থাপন করতে চলেছে । বাংলাদেশ সরকার দক্ষিণ কোরিয়ার সাথে ভ্যাকসিন ইনস্টিটিউট স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করবে ।
[/spoiler]

৩. ২০২১ সালের বিশ্ব প্রতিযোগিতা সূচক (World Competitiveness Index ) -এ শীর্ষে রয়েছে কোন দেশ?

(A) সুইডেন
(B) সিঙ্গাপুর
(C) ডেনমার্ক
(D) সুইজারল্যান্ড

[spoiler title=”উত্তর : “] (D) সুইজারল্যান্ড

IMD World Competitiveness Index 2021 -এ শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। দ্বিতীয় – সুইডেন , তৃতীয় – ডেনমার্ক , চতুর্থ – নেদারল্যান্ডস। ভারত রয়েছে ৪৩ নম্বর স্থানে।

[/spoiler]

৪. ২০২১ সালের World Competitiveness Index এ ভারত কততম স্থানে রয়েছে ?

(A) ৩৪ তম
(B) ৪৩ তম
(C) ৭৩ তম
(D) ৩৭ তম

[spoiler title=”উত্তর : “] (B) ৪৩ তম
IMD World Competitiveness Index 2021 -এ শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। দ্বিতীয় – সুইডেন , তৃতীয় – ডেনমার্ক , চতুর্থ – নেদারল্যান্ডস। ভারত রয়েছে ৪৩ নম্বর স্থানে। [/spoiler]

৫. কেনেথ কাউন্ডা কোন দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন?

(A) দক্ষিণ আফ্রিকা
(B) নামিবিয়া
(C) জিম্বাবুয়ে
(D) জাম্বিয়া

[spoiler title=”উত্তর : “] (D) জাম্বিয়া
সম্প্রতি প্রয়াত কেনেথ কাউন্ডা জাম্বিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন । তিনি ১৯৬৪ থেকে ১৯৯১ পর্যন্ত জাম্বিয়ার রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে একজন শিক্ষক হিসেবে কাজ করতেন। জাম্বিয়ার স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা অসামান্য ছিল। [/spoiler]

৬. ২০২১ সালের মরুভূমি এবং খরা দিবস (Desertification and Drought Day ) কোন দিনটিতে পালন করা হলো ?

(A) ১৬ই জুন
(B) ১৭ই জুন
(C) ১৮ই জুন
(D) ১৯শে জুন

[spoiler title=”উত্তর : “] (B) ১৭ই জুন
এই দিবসের লক্ষ্য হ’ল মরুভূমি ও খরা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মরুভূমি ও খরা প্রতিরোধে প্রাকৃতিক পদ্ধতি তুলে ধরা। এই প্রতিবছর জন্য, জাতিসংঘ বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। ২০২১ সালে এই দিবসের থিম ছিল – “Restoration. Land. Recovery.” ( [/spoiler]

৭. বাংলাদেশের পেট্রোবাংলা এর সাথে কোন কোম্পানি ভারত থেকে LNG সরবরাহ করার জন্য সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ?

(A) Essar Oil
(B) H-Energy
(C) Hindustan Petroleum
(D) Oil India

[spoiler title=”উত্তর : “] (B) H-Energy
বাংলাদেশের পেট্রোবাংলা এর সাথে H-Energy কোম্পানি ভারত থেকে LNG সরবরাহ করার জন্য সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে । ২৫০ কিমি দীর্ঘ কানায় চত্ত – শ্রীরামপুর (বাংলাদেশ ) একটি গ্যাস লাইনের সাহায্যে এই গ্যাস সরবরাহ করা হবে। ২০২৩ সালে এই লাইনের কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে । [/spoiler]

৮. সৌর শক্তি খাতের উন্নয়নের জন্য কোন দেশকে সম্প্রতি ভারত সরকার ১০০ মিলিয়ন মার্কিন ডলার লাইন অফ ক্রেডিট দিয়েছে ?

(A) মালদ্বীপ
(B) সেশেলস
(C) নেপাল
(D) শ্রীলঙ্কা

[spoiler title=”উত্তর : “] (D) শ্রীলঙ্কা

শ্রীলংকা

  • প্রেসিডেন্ট : গোটাবায়া রাজাপাকসে
  • রাজধানী : শ্রী জয়বর্ধনপুর কোট্টে
[/spoiler]

৯. কোন সিমেন্ট কোম্পানি NABARD-এর সহযোগিতায় গ্রামীণ অঞ্চলের যুব সম্প্রদায়কে স্কিল ট্রেনিং দেওয়ার একটি উদ্যোগ নিয়েছে ?

(A) Lafarge
(B) Dalmia
(C) Konark
(D) Ambuja

[spoiler title=”উত্তর : “] (D) Ambuja
Ambuja সিমেন্ট কোম্পানি NABARD-এর সহযোগিতায় গ্রামীণ অঞ্চলের যুব সম্প্রদায়কে স্কিল ট্রেনিং দেওয়ার একটি উদ্যোগ নিয়েছে ।

NABARD – National Bank for Agriculture and Rural Development

  • হেড কোয়ার্টার- মুম্বাই
  • প্রতিষ্ঠা – ১৯৮২ সালের ১২ই জুলাই
[/spoiler]

১০. বিশ্বে প্রথম মাস্ক ফ্রি দেশ হলো –

(A) চীন
(B) ইজরায়েল
(C) কেনিয়া
(D) ইতালী

[spoiler title=”উত্তর : “] (B) ইজরায়েল

ইজরায়েল

  • রাজধানী- জেরুজালেম
  • মুদ্রার – শেকেল
[/spoiler]

আরো দেখে নাও

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে 

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী

নোবেল পুরস্কার -২০২০ | Nobel Prize 2020

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী

এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam

প্রণব মুখোপাধ্যায় –  কিছু জানা অজানা তথ্য

কমন এলিজিবিলিটি টেস্ট | ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি

জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download

বিভিন্ন সূচকে ভারতের র‌্যাঙ্কিং – ২০২০ । Rank of India

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button