Daily Current Affairs in BengaliCurrent Affairs

5th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

5th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৫ই জুন  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th June Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নির্দেশাবলী মেনে না চলার জন্য কোন ব্যাঙ্কের ওপর ২৭.৫০ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে?

(A) Yes Bank
(B) Punjab & Sind Bank
(C) Punjab National Bank
(D) HDFC Bank

উত্তর :
(B) Punjab & Sind Bank

  • জরিমানাটি ছিল ‘বহিরাগত বেঞ্চমার্ক ভিত্তিক ঋণদান’-এর উপর RBI-এর নির্দেশনা না মেনে চলার জন্য।
  • Punjab & Sind ব্যাংক ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দফতর নয়াদিল্লিতে।

২. নিম্নোক্ত মন্ত্রীদের মধ্যে কে ৩রা জুন ২০২২-এ ‘বন্দ সিং বাহাদুর শহীদ স্মৃতিস্তম্ভ পোস্টার’ প্রকাশ করেছেন?

(A) নির্মলা সীতারমন
(B) অর্জুন রাম মেঘওয়াল
(C) হরদীপ সিং পুরী
(D) অমিত শাহ

উত্তর :
(B) অর্জুন রাম মেঘওয়াল

  • সংস্কৃতি প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ৩রা জুন ২০২২-এ ‘বন্দ সিং বাহাদুর শহীদ স্মৃতিস্তম্ভ পোস্টার’ প্রকাশ করেছেন।
  • ৯ই জুন বন্দ সিং বাহাদুরের ৩০৬ তম শহীদ দিবসের আগে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ (NMA) আয়োজিত একটি ইভেন্টে পোস্টারটি প্রকাশ করা হয়েছে।
  • বাবা বান্দা সিং বাহাদুর ছিলেন একজন মহান যোদ্ধা যিনি ৯ জুন, ১৭১৬ খ্রিস্টাব্দে মেহরাউলিতে তাঁর অন্যান্য ১৮ জন সঙ্গীর সাথে শহীদ হন।

৩. কোন দেশের বিজ্ঞানীরা সম্প্রতি মাঠের ইঁদুরের মতো ছোট ইঁদুরদের মধ্যে একটি নতুন করোনভাইরাস ভেরিয়েন্টের সনাক্ত করেছেন?

(A) ডেনমার্ক
(B) সুইডেন
(C) পোল্যান্ড
(D) সুইজারল্যান্ড

উত্তর :
(B) সুইডেন

  • সুইডিশ বিজ্ঞানীরা একটি নতুন করোনভাইরাস শনাক্ত করেছেন যা সাধারণত লাল-পিঠযুক্ত ভোলস ইঁদুরের মতো ছোট ইঁদুরগুলিতে পাওয়া যাচ্ছে।
  • Uppsala ইউনিভার্সিটির জুনোসিস সায়েন্স সেন্টারের একটি দল গবেষণাটি করেছে।

৪. কোন দিনটিতে প্রতি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?

(A) ৪ঠা জুন
(B) ৭ই জুন
(C) ৬ই জুন
(D) ৫ই জুন

উত্তর :
(D) ৫ই জুন

  • এবছর ৫০তম বিশ্ব পরিবেশ দিবস পালিত হল।
  • বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছরের ৫ই জুন প্রকৃতির গুরুত্ব ও এর সুরক্ষার জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয়।
  • ২০২২ সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম “Only One Earth”।
  • বিশ্ব পরিবেশ দিবস ১৯৭২ সালে জাতিসংঘ (UN) দ্বারা মানব পরিবেশের উপর স্টকহোম সম্মেলনে চালু করা হয়েছিল।

৫. কোথায় ভারতীয় বায়ুসেনার IAF হেরিটেজ সেন্টার তৈরী হতে চলেছে?

(A) চন্ডীগড়
(B) কলকাতা
(C) মুম্বাই
(D) পাটনা

উত্তর :
(A) চন্ডীগড়

  • বিভিন্ন যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর ভূমিকা এবং এর সামগ্রিক কার্যকারিতা প্রদর্শনের জন্য চণ্ডীগড়ে বায়ুসেনার একটি ঐতিহ্য কেন্দ্র তৈরি হবে।
  • IAF হেরিটেজ সেন্টারটি ভারতীয় বায়ুসেনা এবং চণ্ডীগড় প্রশাসন যৌথভাবে স্থাপন করবে।

৬. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক শিক্ষার জন্য “SHRESHTA”-স্কিম চালু করেছে?

(A) ধর্মেন্দ্র প্রধান
(B) বীরেন্দ্র কুমার
(C) গিরিরাজ সিং
(D) সর্বানন্দ সোনোয়াল

উত্তর :
(B) বীরেন্দ্র কুমার

  • কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার স্কিম “SHRESHTA” নামক স্কিমটি লঞ্চ করেছেন।

৭. সম্প্রতি কে কাজাখস্তানে “Bolat Turlykhanov Cup” রেসলিং টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছেন?

(A) দিব্যা কাকরান
(B) সাক্ষী মালিক
(C) ববিতা ফোগাট
(D) মানসী আহলাওয়াত

উত্তর :
(B) সাক্ষী মালিক

  • ৩রা জুন ২০২২-এ কাজাখস্তানের আলমাটিতে  Bolat Turlykhanov Cup রেসলিং টুর্নামেন্টে সাক্ষী মালিক গত ৫ বছরে তার প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক জিতলেন।
  • এর আগে শেষবার সাক্ষী মালিক ২০১৭ সালের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button