QuizQuiz

বাংলা কুইজ – সেট ১০৩

Bengali Quiz Set – 103

১. আগুন যারা নেভায় তাদের বাংলায় বলা হয় “দমকল” কর্মী । এই “দমকল” কথাটির উৎপত্তি কি ভাবে ?

উত্তর :
টেলিফোনের হাতলে দম নিয়ে কল করা হতো বলে এদের নাম হয়ে যায় দমকল

২. গণিতের সাথে সম্পর্কিত কোন শব্দের অর্থ “ভাঙা অংশের পুনর্মিলন” ?

উত্তর :
অ্যালজেব্রা

৩. কোন ফলকে “Water Apple” বলা হয় ?

উত্তর :
জামরুল

৪. কোন বলিউড অভিনেতা তার প্রথম জীবনে শ্রীলংকার এক রেডিও স্টেশনে সঞ্চালকের ভূমিকায় কাজ করতেন ?

উত্তর :
সুনীল দত্ত

৫. বাঁকুড়ার কেষ্ট রায় মন্দিরটি আমাদের কাছে কি নামে পরিচিত ?

উত্তর :
জোড়বাংলা মন্দির


৬. “Judgemental hai kya” সিনেমায় মুখ্য ভূমিকায় কোন অভিনেতাকে দেখা গেছে ?

উত্তর :
রাজকুমার রাও

৭. আন্দামানের রস দ্বীপপুঞ্জের নাম বদলে নতুন নাম রাখা হয়েছে কার নামে ?

উত্তর :
সুভাষচন্দ্র বসু

৮. কোন ঘটনার প্রেক্ষিতে রবীন্দ্রনাথ বাংলায় রাখীবন্ধন উৎসবের প্রচলন করেন ?

উত্তর :
বঙ্গ ভঙ্গ আন্দোলন

৯. ১৮৬০ সালে আমেরিকায় সিভিল ওয়ার চলাকালীন তুলোর খুব টান পরে । মুম্বাই-এর সমস্ত ফ্যাক্টরিতে কর্মীদের দিনরাত জেগে কাজ করতে হয় । এর ফলে তারা বাড়ির খাবার না খেতে পেয়ে বেঁচে যাওয়া সবজি দিয়ে একটি নতুন খাবার বানায় সেটি এখনো চলছে । খাবারটি কি ?

উত্তর :
পাওভাজি

১০. পার্বতী যেদিন তার শ্বশুরবাড়ি চলে যান, দেবদাস সেদিন কলকাতার কোন জায়গায় বসে রাত কাটিয়েছিলেন ?ক্যুইজ Quiz

উত্তর :
ইডেন গার্ডেন

আরো দেখুন :

বাংলা কুইজ – সেট ১০২

বাংলা কুইজ – সেট ১০১

বাংলা কুইজ – সেট ১০০

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

2 Comments

দেখে নাও
Close
Back to top button