Daily Current Affairs in BengaliCurrent Affairs

2nd February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

2nd February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২রা ফেব্রুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (2nd February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. অর্থনৈতিক সমীক্ষা ২০২১-২০২২ অনুসারে কোন সেক্টরটি COVID-19 মহামারী দ্বারা সবচেয়ে কম প্রভাবিত হয়েছে?

(A) কৃষি
(B) সার্ভিস
(C) নির্মাণ কার্য
(D) খনন (Mining)

[spoiler title=”উত্তর : “] (A) কৃষি

  • প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের মতে, বিভিন্ন ধরনের লকডাউনের কারণে কৃষি খাত সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • ২০২০-২১ অর্থবছরে কৃষি খাত ৩.৬ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরে আবার ৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
[/spoiler]

২. ২০২২-এ চন্দ্র নববর্ষ (Lunar New Year) কবে পালিত হল?

(A) ৩১শে জানুয়ারি
(B) ২১শে জানুয়ারী
(C) ২রা ফেব্রুয়ারি
(D) ১লা ফেব্রুয়ারি

[spoiler title=”উত্তর : “] (D) ১লা ফেব্রুয়ারি
চন্দ্র নববর্ষকে চীনা নববর্ষও (Chinese New Year) বলা হয় এবং এটি ২১শে ডিসেম্বর শীতকালীন অয়নকালের পরে দ্বিতীয় নতুন চাঁদ উদিত হওয়ার সাথে সাথে শুরু হয় ৷ [/spoiler]

৩. ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, বিশ্বব্যাপী ইস্পাত উৎপাদনকারী হিসেবে প্রথম স্থানে রয়েছে কোন দেশ?

(A) ভারত
(B) অস্ট্রেলিয়া
(C) চীন
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

[spoiler title=”উত্তর : “] (C) চীন

  • ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের মতে, ভারতের অপরিশোধিত ইস্পাত উৎপাদন ২০২১ সালে ১৮ শতাংশ বেড়ে ১১৮ মিলিয়ন টন (MT) হয়েছে।
  • ভারত হল দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ।
[/spoiler]

৪. কোন দেশ সম্প্রতি Hwasong-12 নামক মধ্য-পাল্লার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ টেস্টটি সম্পন্ন করলো?

(A) চীন
(B) দক্ষিণ কোরিয়া
(C) উত্তর কোরিয়া
(D) জাপান

[spoiler title=”উত্তর : “] (C) উত্তর কোরিয়া

  • ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো এই আকারের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করলো উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া :

  • রাজধানী : পিয়ং ইয়াং
  • সর্বোচ্চ নেতা : কিম জং উন
  • মুদ্রা : উত্তর কোরীয় ওন
[/spoiler]

৫. ‘জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’ (GSI) কোন রাজ্যে ভারতের প্রথম জিও-পার্ক (Geo Park) স্থাপনের অনুমোদন দিল?

(A) মধ্যপ্রদেশ
(B) তেলেঙ্গানা
(C) মহারাষ্ট্র
(D) গোয়া

[spoiler title=”উত্তর : “] (A) মধ্যপ্রদেশ

  • জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে লামহেটা গ্রামে ভারতের প্রথম জিও-পার্ক স্থাপনের অনুমোদন দিয়েছে।
  • জবলপুরের ভেদাঘাট-লামেটা ঘাট এলাকায় নর্মদা উপত্যকায় যেখানে Geo Park টি স্থাপন করা হবে, সেখানে বেশ কিছু ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে; এই স্থানটি ইতিমধ্যে UNESCO এর Geo Heritage এর তালিকায় চলে এসেছে।
[/spoiler]

৬. US FDA থেকে সম্পূর্ণ অনুমোদন পেলো Spikevax নামক Covid-19 ভ্যাকসিন। এটি কোন ফার্মা কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল?

(A) Pfizer
(B) Astrazeneca
(C) Johnson and Johnson
(D) Moderna

[spoiler title=”উত্তর : “] (D) Moderna

  • Moderna এর Covid-19 ভ্যাকসিন ‘Spikevax’, ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের ব্যবহারের জন্য ‘US Food and Drug Administration’ থেকে সম্পূর্ণ অনুমোদন পেয়েছে।
  • Pfizer-এর Covid-19 ভ্যাকসিন, Comirnaty-এর পরে FDA থেকে সম্পূর্ণ অনুমোদন পাওয়া দ্বিতীয় Covid-19 ভ্যাকসিন হল এটি।
[/spoiler]

৭. মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন দেশকে তার প্রধান নন-ন্যাটো মিত্র (non-NATO ally) হিসেবে ঘোষণা করেছে?

(A) কাতার
(B) জাপান
(C) ইসরাইল
(D) সংযুক্ত আরব আমিরাত

[spoiler title=”উত্তর : “] (A) কাতার

  • হোয়াইট হাউসে কাতারের ক্ষমতাসীন দলের নেতার সাথে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাতারকে আমেরিকার নন-ন্যাটো মিত্র হিসেবে মনোনীত করেছেন।

কাতার :

  • প্রধান মন্ত্রী : খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি
  • রাজধানী : দোহা
  • মুদ্রা : কাতারি রিয়াল
[/spoiler]

৮. ‘অমৃত কাল’ বলতে কি বোঝো?

(A) ভারতের স্বাধীনতার ৭০ বছর থেকে ৯০ বছর সময়কাল
(B) ভারতের স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছর সময়কাল
(C) ভারতের স্বাধীনতার ৭৫ বছর থেকে ১২৫ বছর সময়কাল
(D) ভারতের স্বাধীনতার ৭৫ বছর থেকে ৮০ বছর সময়কাল

[spoiler title=”উত্তর : “] (B) ভারতের স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছর সময়কাল

  • ২০২১ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন।
  • সংসদে ২০২২-২৩ এর কেন্দ্রীয় বাজেট পেশ করার সময়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘অমৃত কাল’ কথাটির উল্লেখ করেছিলেন।
  • ‘অমৃত কাল’ বলতে এখন থেকে পরবর্তী ২৫ বছরকে উল্লেখ করা হচ্ছে।
  • আগামী ২৫ বছরে, ‘অমৃত কাল’-এর সময়, আমাদের দেশ আত্মনির্ভর ভারত-এর জন্য তৈরি করা সংকল্পগুলি অর্জনের দিকে এগিয়ে যাবে।
[/spoiler]

৯. ভারতের স্বাধীনতার ৭৫ বছর থেকে ১০০ বছর পর্যন্ত ‘অমৃত কাল’-এর জন্য কতগুলি সরকারি অগ্রাধিকার তালিকাভুক্ত করেছেন অর্থমন্ত্রী?

(A)
(B)
(C)
(D)

[spoiler title=”উত্তর : “] (C)

এই শীর্ষ চারটি অগ্রাধিকার হল :

  • প্রধান মন্ত্রী গতি শক্তি
  • অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন
  • উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বিনিয়োগ, উদীয়মান হওয়ার সুযোগ, শক্তি স্থানান্তর এবং জলবায়ু সম্পর্কিত কর্ম।
  • বিনিয়োগের অর্থায়ন
[/spoiler]

১০. কে তার ২০২১ সালের পারফরম্যান্সের জন্য সম্প্রতি মর্যাদাপূর্ণ ‘World Games Athlete of the Year’ জিতলেন?

(A) পি আর শ্রীজেশ
(B) বীরেন্দ্র লাকড়া
(C) হার্দিক সিং
(D) মনপ্রীত সিং

[spoiler title=”উত্তর : “] (A) পি আর শ্রীজেশ

  • প্রবীণ ভারতীয় হকি দলের গোলরক্ষক পি আর শ্রীজেশ তার ২০২১ সালের পারফরম্যান্সের জন্য মর্যাদাপূর্ণ ‘ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার’ জিতলেন।
  • তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে এই পুরস্কার পেলেন।
  • ২০২০ সালে, ভারতীয় মহিলা হকি দলের ক্যাপ্টেন রানী রামপাল ২০১৯ সালে তার পারফরম্যান্সের জন্য প্রথম এই সম্মান পেয়েছিলেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button