Notes

স্নায়ুতন্ত্রের শ্রেণিবিভাগ ও গঠনগত উপাদান

Classification of Nervous System

Rate this post

স্নায়ুতন্ত্রের শ্রেণিবিভাগ ও গঠনগত উপাদান

আজকে আমরা আলোচনা করবো স্নায়ুতন্ত্রের শ্রেণিবিভাগ ও গঠনগত উপাদান নিয়ে। প্রথমে আমরা দেখে নেবো স্নায়ুতন্ত্র কাকে বলে, স্নায়ুতন্ত্রের শ্রেণীভাগ এবং তার পরে আলোচনা করবো স্নায়ুতন্ত্রের গঠন নিয়ে।

স্নায়ুতন্ত্র কাকে বলে ?

স্নায়ুতন্ত্রের সংজ্ঞা : যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযােগ সাধন করে এবং তাদের কাজে সুসংবদ্ধতা আনায়ন ও
শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে স্নায়ুতন্ত্র (Nervous system) বলে।

স্নায়ুতন্ত্রের কাজ

স্নায়ুতন্ত্রের কাজ গুলি (Function of nervous system) হলো –

  • উদ্দীপনায় সাড়া দেওয়া : বিভিন্ন উদ্দীপনায় প্রয়োজনমতো সাড়া দিয়ে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে প্রাণীকে খাপ খাইয়ে নিতে বা মানিয়ে নিতে সাহায্য করে স্নায়ুতন্ত্র ।
  • সমন্বয়সাধন : স্নায়ুতন্ত্র প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করে তাদের কাজের মধ্যে সমন্বয় ঘটাতে সাহায্য করে থাকে।
  • মানসিক ও প্রতিবর্ত ক্রিয়া পরিচালন: মানসিক অনুভূতি, বুদ্ধি, বিচার, চিন্তা ইত্যাদি মানসিক ক্রিয়া ও প্রতিবর্ত ক্রিয়া পরিচালনা করা হলো স্নায়ুতন্ত্রের অন্যতম প্রধান কাজ।
  • পেশী ও গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ: স্নায়ুতন্ত্র প্রাণী দেহের বিভিন্ন পেশির সংকোচন ও গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

স্নায়ুতন্ত্রের শ্রেনীবিয়াস

মানবদেহের স্নায়ুতন্ত্র প্রধানত দুটি অংশে বিভক্ত –

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক (Brain) ও সুষুম্মাকান্ড (Spinal cord) নিয়ে গঠিত। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেহের
ভাবুক বা তথ্য প্রসেসর হিসেবে কাজ করে।

প্রান্তীয় স্নায়ুতন্ত্র

প্রান্তীয় স্নায়ুতন্ত্র সেনসরি ও মােটর নিয়ে গঠিত এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সংবেদী অঙ্গ, পেশি ও বিভিন্ন গ্রন্থির সঙ্গে যুক্ত করে। প্রান্তীয় স্নায়তন্ত্র অভিনেতা বা কুশীলব হিসেবে কাজ করে।

স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস নিচে ছকের সাহায্যে দেখানো রইলো –

স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস
স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস

Note : মানবদেহে ১২জোড়া করোটিক স্নায়ু ও ৩১ জোড়া সুষুন্মা স্নায়ু থাকে।

নিউরনের গঠন ও কাজ

দেখে নেওয়া যাক নিউরন , অ্যাক্সন, ডেনড্রাইট কাকে বলে ।

নিউরন কি ?

স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে নিউরন বলা হয়।

নিউরনের সংজ্ঞা – কোষদেহসহ সমস্ত রকম প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একককে নিউরন বলে ।

নিউরনের কাজ

নিউরনের প্রধান কাজগুলি হল – উদ্দিপনা বহন করা ও উদ্দীপনা গ্রহণ করে পরিচালনা করা।

নিউরনের গঠন

একটি নিউরনের দুটি অংশ থাকে – কোষদেহ ও প্রলম্বিত অংশ।

কোষদেহ : প্লাজমামেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস নিয়ে গঠিত নিউরনের গোলাকার, তারকাকার বা ডিম্বাকার অংশকে কোষদেহ বলা হয়।

প্রলম্বিত অংশ : নিউরনের কোষদেহ থেকে সৃষ্ট শাখা-প্রশাখাকে প্রলম্বিত অংশ বলা হয়। এটি আবার দুটি অংশ নিয়ে গঠিত ।

  • ডেনড্রাইট : কোষ দেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রাইট বলে। একটি নিউরনে ডেনড্রাইট এর সংখ্যা শূন্য থেকে কয়েকটি হতে পারে।
  • অ্যাক্সন : কোষ দেহ হতে সৃষ্ট বেশ লম্বা শাখাহীন তন্তুটির নাম অ্যাক্সন। এর চারদিকে পাতলা আবরণকে নিউরিলেমা বলে। নিউরিলেমা পরিবেষ্টিত অ্যাক্সনকে স্নায়ুতন্ত্র বলে। নিউরিলেমা ও অ্যাক্সন এর মধ্যবর্তী অংশে স্নেহ পদার্থের একটি স্তর থাকে। একে মায়ােলিন সিথ বলে
নিউরনের গঠন
নিউরনের গঠন

সিন্যাপস

একটি নিউরনের অ্যাক্সনের সাথে দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইট যুক্ত থাকে। এ সংযুক্ত বিন্যাসকে সিন্যাপস
(Synapse) বলে। পরপর অবস্থিত দুটি নিউরনের সন্ধিস্থল হলাে সিন্যাপস। সিন্যাপস এর মধ্যদিয়ে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়।

আরও দেখে নাও :

ফুসফুসের গঠন ও কাজ – Anatomy and Function of Lungs

হৃৎপিণ্ডের গঠন ও কার্যপ্রণালী । Heart : Anatomy and Function

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

2 Comments

  1. অাগে সাধারন ঞ্জান বিষয়ে ডাউনলোড এর যে অপশন ছিলো সেটা ভালো ছিলো।ডাৎনলোড করে পড়া যেত।এখন খুব অসুবিধা হচ্ছে পড়তে।যদি ডাউনলোড অপশন দিলে ভালো হয়

Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali