Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই জুন  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th June Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন শহরে, মেঘালয় সরকার রাজ্যের প্রথম State Women’s Conference আয়োজন করেছে?

(A) চেরাপুঞ্জি
(B) শিলং
(C) তুরা
(D) মানকচার

উত্তর :
(B) শিলং

  • মেঘালয়ে, ‘Support and Celebrate’ থিমের উপর ৮ই জুন শিলং-এর স্টেট কনভেনশন সেন্টারে প্রথম State Women’s Conference ,অনুষ্ঠিত হল।
  • সম্মেলনের উদ্বোধন করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা।

২. মেটাভার্সে নিজস্ব অফিস স্পেস থাকা বিশ্বের প্রথম স্বীকৃতি সংস্থা হয়ে উঠলো কোনটি?

(A) ANSI National Accreditation Board (ANAB)
(B) The All-India Council for Technical Education (AICTE)
(C) Pharmacy Council of India(PCI)
(D) Medical Council of India(MCI)

উত্তর :
(B) The All-India Council for Technical Education (AICTE)

  • অল-ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) ৬ই জুন ২০২২-এ বিশ্বের প্রথম স্বীকৃতি সংস্থা হয়ে ওঠে যার মেটাভার্সে নিজস্ব অফিস স্পেস রয়েছে।
  • অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন হল একটি সংবিধিবদ্ধ সংস্থা, এবং উচ্চ শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষার জন্য একটি জাতীয় স্তরের কাউন্সিল।
  • এর সদর দপ্তর দিল্লিতে।

৩. ‘ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট’ (IAI) এর নতুন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সতীশ পাই
(B) নিগম প্যাটেল
(C) ডাঃ রাবণী সিং
(D) অঙ্কিত সিং

উত্তর :
(A) সতীশ পাই

  • সতীশ পাই ৬ই জুন ২০২২-এ ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের (IAI) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।
  • তিনি ‘Hindalco Industries’-এর ব্যবস্থাপনা পরিচালক।
  • তিনি বেন কাহার্সের স্থলাভিষিক্ত হন।

৪. কোন দেশ ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য বিশ্বের প্রথম “right to repair” বিল পাস করেছে?

(A) ফ্রান্স
(B) কানাডা
(C) জার্মানি
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর :
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

  • বিশ্বের প্রথমবারের মতো, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউয়র্কের আইনসভা ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য “right to repair” বিল পাস করেছে।
  • বিল অনুযায়ী ডিজিটাল ইলেকট্রনিক্স নির্মাতাদের যন্ত্রাংশ, সরঞ্জাম, তথ্য এবং সফ্টওয়্যার গ্রাহকদের এবং মেরামতের দোকানের জন্য উপলব্ধ করতে হবে।

৫. কারা সম্প্রতি ‘প্যারা শুটিং ওয়ার্ল্ডকাপ ২০২২’-এ ভারতের তৃতীয় স্বর্ণপদক জিতেছেন?

(A) রুবিনা ফ্রান্সিস এবং আদর্শ সিং
(B) রুবিনা ফ্রান্সিস এবং মনীশ নারওয়াল
(C) মনীশ নারওয়াল এবং প্রমোদ তোমর
(D) সতীশ রাঠী এবং আদর্শ সিং

উত্তর :
(B) রুবিনা ফ্রান্সিস এবং মনীশ নারওয়াল

  • মণীশ নারওয়াল এবং রুবিনা ফ্রান্সিস ১০ মিটার P6 এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।
  • এই জুটি শিরোপা লড়াইয়ে চীনা জুটি ইয়াং চাও এবং মিন লিকে পরাজিত করেছে।
  • এর আগে, অবনী লেখারা এবং শ্রীহর্ষ দেবরাদ্দি রামকৃষ্ণ রাইফেল ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন।

৬. ‘কুইন্টিলিয়ন বিজনেস মিডিয়া লিমিটেডের’ পরিচালক হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সঞ্জয় পুগালিয়া
(B) ক্রিস্টোফার ম্যাথিউ
(C) সৌম্যপদ মোহান্তি
(D) নবীন পান্ডা

উত্তর :
(A) সঞ্জয় পুগালিয়া

  • Quintillion Business Media Ltd. সঞ্জয় পুগালিয়াকে তার বোর্ডের পরিচালক নিযুক্ত করেছে।
  • Quintillion Media Ltd. একটি ডিজিটাল সাংবাদিকতা এবং মিডিয়া কোম্পানি হিসেবে কাজ করে।
  • সঞ্জয় পুগালিয়া বর্তমানে AMG মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এডিটর-ইন-চিফ।

৭. ২০২২ সালের জুনে প্রকাশিত সর্বশেষ ICC মহিলাদের ODI ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে মিতালি রাজের র‌্যাঙ্কিং কত?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(D)

  • নবম অবস্থানে রয়েছেন স্মৃতি মান্ধানা।
  • ঝুলন গোস্বামী বোলিং তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
  • অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি র‌্যাঙ্কিং চার্টে শীর্ষস্থান ধরে রেখেছেন এবং ইংল্যান্ডের নাটালি সায়ভার দ্বিতীয় স্থানে রয়েছেন।

৮. সম্প্রতি কোন মহিলা ক্রিকেটার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন?

(A) স্মৃতি মান্ধানা
(B) রাজেশ্বরী গায়কোয়াড়
(C) মিতালি রাজ
(D) ঝুলন গোস্বামী

উত্তর :
(C) মিতালি রাজ

  • ভারতীয় ব্যাটসম্যান মিতালি রাজ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
  • মহিলাদের ওয়ানডেতে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন মিতালি রাজ্।
  • তিনি চারটি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button