Daily Current Affairs in BengaliCurrent Affairs

21st July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

21st July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২১শে জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21st July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 20th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চেন্নাই ২০২৩ -এর ম্যাসকটটি হল –

(A) Verappan
(B) Murli
(C) Bomman
(D) Chennaman

[spoiler title=’উত্তর ‘ ] (C) Bomman

  • তামিলনাড়ুর যুব কল্যাণ ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী উদয়নিধি স্টালিন মেয়র রাধাকৃষ্ণান হকি স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চেন্নাই ২০২৩-এর মাসকট উন্মোচন করেছেন।
  • “বোম্যান” নামের মাসকটটি অস্কার বিজয়ী ডকুমেন্টারি “দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স” থেকে অনুপ্রাণিত হয়েছে।
[/spoiler]

২. ভারতীয় মহিলা ভলিবল দলের নতুন কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রাজেন্দ্র প্রসাদ
(B) রামকুমার ভার্মা
(C) রমেশ সিনহা
(D) রবীন্দ্র বাঁশতু

[spoiler title=’উত্তর ‘ ] (D) রবীন্দ্র বাঁশতু

  • ভারতীয় জাতীয় মহিলা ভলিবল দলের কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন রবীন্দ্র বাঁশতু।
  • বাঁশতু ১৯তম এশিয়ান মহিলা চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচিত ভলিবল দলকে প্রশিক্ষণ দেবেন।
[/spoiler]

৩. সম্প্রতি খড়গ নদী অববাহিকা প্রকল্প অনুমোদিত হয়েছে। খড়গ নদী অববাহিকা প্রকল্প কোথায় অবস্থিত?

(A) ওড়িশা
(B) পশ্চিমবঙ্গ
(C) উত্তর প্রদেশ
(D) মহারাষ্ট্র

[spoiler title=’উত্তর ‘ ] (A) ওড়িশা
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সম্প্রতি খড়গ নদী অববাহিকা প্রকল্পের অনুমোদন দিয়েছেন। [/spoiler]

৪. ‘As the Wheel Turns’ – বইটি প্রকাশ করেছেন

(A) সত্যপাল মালিক
(B) এস জয়শঙ্কর
(C) ভেঙ্কাইয়া নাইডু
(D) নরেন্দ্র মোদি

[spoiler title=’উত্তর ‘ ] (C) ভেঙ্কাইয়া নাইডু

  • ভারতের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সম্প্রতি তামিলনাড়ুতে ” As the wheel turns ” নামে একটি বই প্রকাশ করেন।
  • বইটি লিখেছেন রায়লা কর্পোরেশনের CEO রঞ্জিত প্রতাপ।

দেখে নাও : ভারতের সমস্ত উপরাষ্ট্রপতি তালিকা

[/spoiler]

৫. সম্প্রতি LIC-এর নতুন MD হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সাত পাল ভানু
(B) মেঘা শর্মা
(C) রাকেশ শর্মা
(D) ভি কে শর্মা

[spoiler title=’উত্তর ‘ ] (A) সাত পাল ভানু
ভোপালে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার জোনাল অফিসের অতিরিক্ত জোনাল ম্যানেজার (ইন-চার্জ) সাত পাল ভানুকে LIC এর MD হিসাবে নিযুক্ত করা হয়েছে। [/spoiler]

৬. রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সুরেশ যাদব
(B) সুমিত যাদব
(C) দেবেন্দর যাদব
(D) মনোজ যাদব

[spoiler title=’উত্তর ‘ ] (D) মনোজ যাদব
সিনিয়র IPS অফিসার মনোজ যাদবকে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF) মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে।
যাদব, হরিয়ানা ক্যাডারের ১৯৮৮ ব্যাচের ভারতীয় পুলিশ সার্ভিস (IPS ) অফিসার, সঞ্জয় চন্দরের স্থলাভিষিক্ত হবেন যিনি ৩১ জুলাই অবসর নেবেন৷ [/spoiler]

৭. বিহারের কোন জায়গায় খেলাধুলার প্রসারের জন্য স্পোর্টস ইউনিভার্সিটি ও একাডেমি তৈরি করা হচ্ছে?

(A) রাজগীর
(B) গয়া
(C) পাটনা
(D) নালন্দা

[spoiler title=’উত্তর ‘ ] (A) রাজগীর

  • বিহার রাজ্যের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি এবং স্পোর্টস অ্যাকাডেমি দুটোই রাজগীরে স্থাপিত হবে।
  • গুজরাট, পাঞ্জাব, আসাম, তামিলনাড়ু এবং রাজস্থানের পর বিহার ষষ্ঠ রাজ্য হিসেবে স্পোর্টস বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চলেছে ।
[/spoiler]

৮. কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল অন্ত্যোদয় আন্না যোজনা (AAY) এর অধীনে ২.৮০ লক্ষেরও বেশি অভাবী পরিবারকে বিনামূল্যে চিনি দেওয়ার ঘোষণা করেছে?

(A) দিল্লী
(B) মধ্য প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) জম্মু ও কাশ্মীর

[spoiler title=’উত্তর ‘ ] (A) দিল্লী
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে দিল্লি মন্ত্রিসভা ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত রাজধানীতে ২.৮০ লক্ষেরও বেশি সুবিধাবঞ্চিত পরিবারকে এক কেজি বিনামূল্যে চিনি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। [/spoiler]

৯. নিচের কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে ৬০০টি উইকেট নেওয়া দ্বিতীয় পেস বোলার হয়েছেন?

(A) আর অশ্বিন
(B) আর জাদেজা
(C) স্টুয়ার্ট ব্রড
(D) জেমস অ্যান্ডারসন

[spoiler title=’উত্তর ‘ ] (C) স্টুয়ার্ট ব্রড
ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড টেস্ট ক্রিকেটে দ্বিতীয় পেস বোলার হিসেবে ৬০০ উইকেট পেয়েছেন।
[/spoiler]

১০. নিম্নলিখিত কোন জায়গায়, ৮ই অক্টোবর ২০২৩ তারিখে ভারতীয় বায়ুসেনার ৯১তম বার্ষিকী পালিত হবে?

(A) প্রয়াগরাজ
(B) নতুন দিল্লি
(C) কানপুর
(D) আগ্রা

[spoiler title=’উত্তর ‘ ] (A) প্রয়াগরাজ
ভারতীয় বায়ুসেনা ৮ই অক্টোবর ২০২৩ -এ তার ৯১তম বার্ষিকী উদযাপন করবে প্রয়াগরাজে। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button