Daily Current Affairs in BengaliCurrent Affairs

13th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

13th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৩ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. IPL এর ইতিহাসে কোন ক্রিকেটার ম্যাচ চলাকালীন প্রথম অবসর নিলেন?

(A) আর. অশ্বিন
(B) বিরাট কোহলি
(C) বেন স্টোকস
(D) দীনেশ কার্তিক

[spoiler title=”উত্তর : “] (A) আর. অশ্বিন

  • রাজস্থান রয়্যালসের রবিচন্দ্রন অশ্বিন IPL ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি IPL চলা কালীন অবসর গ্রহণ করলেন।
  • যদি কোনো ব্যাটার তার ইনিংস চলাকালীন কোনো কারণে অবসর নেয়, তাকে অবসরপ্রাপ্ত বলে গণ্য করা হয়।
[/spoiler]

২. নিম্নোক্তদের মধ্যে কে ‘থাইল্যান্ড ওপেন বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২২’-এ পুরুষদের ৫৪ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে?

(A) অনন্ত প্রহ্লাদ চোপড়ে
(B) আশীষ কুমার
(C) বারিন্দর সিং
(D) অমিত পাংঘল

[spoiler title=”উত্তর : “] (A) অনন্ত প্রহ্লাদ চোপড়ে

  • ভারতীয় বক্সার গোবিন্দ সাহানি (৪৮ কেজি), অনন্ত প্রলাহাদ চোপডে (৫৪ কেজি) এবং সুমিত (৭৫ কেজি) থাইল্যান্ডের ফুকেটে থাইল্যান্ড ওপেনে সোনা জিতেছেন।
  • স্বর্ণপদক বিজয়ীরা ২,০০০ মার্কিন ডলার এবং রৌপ্য ও ব্রোঞ্জ পদকপ্রাপ্তরা যথাক্রমে ১,০০০ মার্কিন ডলার এবং ৫০০ মার্কিন ডলার পাবে।
[/spoiler]

৩. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার 2022 সালের এপ্রিলে একটি মোবাইল অ্যাপ্লিকেশন ‘জন নিগ্রানি’ লঞ্চ করেছে?

(A) চণ্ডীগড়
(B) রাজস্থান
(C) জম্মু ও কাশ্মীর
(D) দিল্লী

[spoiler title=”উত্তর : “] (C) জম্মু ও কাশ্মীর

  • জন নিগ্রানি অ্যাপ হল জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের বিভিন্ন স্কিমগুলির বিরুদ্ধে অভিযোগের প্রতিবেদন এবং সমাধানের জন্য একটি ইন্টারনেট ভিত্তিক ব্যবস্থা।
[/spoiler]

৪. কোন রাজ্য সরকার সম্প্রতি শস্য বীমা সংক্রান্ত অভিযোগের প্রতিকারের জন্য একটি পোর্টাল লঞ্চ করেছে?

(A) রাজস্থান
(B) গুজরাট
(C) হরিয়ানা
(D) পাঞ্জাব

[spoiler title=”উত্তর : “] (C) হরিয়ানা

  • হরিয়ানার কৃষিমন্ত্রী জে পি দালাল একটি পোর্টাল চালু করেছেন যার মাধ্যমে কৃষকরা শস্য বীমা সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করতে পারবেন।
  • এটি ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’-এর অভিযোগের প্রতিকারের জন্য।
  • একটি অভিযোগ নথিভুক্ত করার পরে, পোর্টালটি তার স্ট্যাটাস ট্র্যাক করতে সাহায্য করার জন্য একটি টিকিট নম্বর ইস্যু করবে।
[/spoiler]

৫. নিম্নোক্ত কে ২০২১ সালের সেরা উদ্যোক্তা পুরস্কার (EY Entrepreneur of the Year award 2021) জিতেছে?

(A) আশনির গ্রোভার
(B) আমান গুপ্ত
(C) শচীন জিন্দাল
(D) ফাল্গুনী নায়ার

[spoiler title=”উত্তর : “] (D) ফাল্গুনী নায়ার

  • Nykaa-এর CEO ফাল্গুনী নায়ারকে ২০২১ সালের জন্য সেরা উদ্যোক্তা নির্বাচিত করা হয়েছে।
  • লারসেন অ্যান্ড টুব্রোর গ্রুপ চেয়ারম্যান এ এম নায়েককে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে।
  • তিনি ৯ই জুন, ২০২২-এ EY World Entrepreneur of the Year Award এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
[/spoiler]

৬. নিম্নোক্ত কে প্রথম ‘লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার’-এ ভূষিত হবেন?

(A) নরেন্দ্র মোদি
(B) এ এস দুলাত
(C) রামদরশ মিশ্র
(D) আলবার্ট বোরলা

[spoiler title=”উত্তর : “] (A) নরেন্দ্র মোদি

  • প্রথমবারের মতো লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • ২০২২ সালের ফেব্রুয়ারিতে মারা যাওয়া প্রবীণ গায়িকার স্মরণে এই পুরস্কারটি চালু করা হয়েছে।
  • ২৪শে এপ্রিল ২০২২ তারিখে মুম্বাইতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
[/spoiler]

৭. ভারত কোন বছরে National Delphic Games এর আয়োজন করবে?

(A) ২০২২
(B) ২০২৫
(C) ২০২৪
(D) ২০২৩

[spoiler title=”উত্তর : “] (D) ২০২৩

  • জার্মানির বার্লিনে অবস্থিত ইন্টারন্যাশনাল ডেলফিক কাউন্সিল ঘোষণা করেছে যে ভারতে ২০২৩ সালে অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল ডেলফিক গেমস’।
  • ২৫টি ভারতীয় রাজ্য ইতিমধ্যেই তাদের অনন্য সংস্কৃতি এবং শিল্পকলা এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতিনিধিত্ব করার জন্য স্টেট ডেলফিক কাউন্সিলের সাথে একত্রিত হয়েছে।
  • বিজয়ীরা ২০২৬ সালে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ডেলফিক গেমস’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে।
[/spoiler]

৮. পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত কাকে সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB)-এর একজন পরিচালক হিসাবে মনোনীত করা হয়েছে?

(A) নীরজ ঠাকুর
(B) বিনোদ রায়
(C) পঙ্কজ শর্মা
(D) সঞ্জয় শর্মা

[spoiler title=”উত্তর : “] (C) পঙ্কজ শর্মা

  • সরকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং IDBI ব্যাঙ্কের বোর্ডে নতুন পরিচালকদের মনোনীত করেছে।
  • পঙ্কজ শর্মাকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত PNB-এর একজন পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।
  • বর্তমানে তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সেবা বিভাগের যুগ্ম সচিব হিসেবে কর্মরত।
  • মনোজ সহায় এবং সুশীল কুমার সিংকে IDBI ব্যাঙ্কের বোর্ডে পরিচালক হিসাবে মনোনীত করা হয়েছে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button